আগা-গোড়া সাকিব, মাহমুদউল্লাহর অষ্টম
১৫ মে ২০২৪, ১২:০৬ এএম | আপডেট: ১৫ মে ২০২৪, ১২:০৬ এএম
টি-টোয়েন্টি বিশ্বকাপ আর সাকিব আল হাসান যেন একে অপরের পরিপূরক। সমার্থকও বলা চলে। এ পর্যন্ত হওয়া ক্ষুদ্র সংস্করণের আটটি আসরেই যে বাংলাদেশ দলে ছিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। বাংলাদেশের সাবেক অধিনায়ক এবার ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে খেলবেন নিজের নবম বিশ্বকাপ। এই কীর্তিতে সাকিব অবশ্য একা নন, ভারতের অধিনায়ক রোহিত শর্মাও নবম টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছেন। অল্পের জন্যই সাকিব-রোহিতদের পাশে বসতে পারেননি এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলে থাকা মাহমুদউল্লাহ রিয়াদ। ২০০৭ থেকে ২০২১ পর্যন্ত প্রথম সাতটি টি-টোয়েন্টি বিশ্বকাপেই বাংলাদেশ দলে ছিলেন এই অলরাউন্ডার। তবে ২০২২ সালে অভিজ্ঞ এই ক্রিকেটারকে ছাড়াই অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ খেলতে যায় বাংলাদেশ। সাবেক এই অধিনায়ক এবার খেলবেন অষ্টম টি-টোয়েন্টি বিশ্বকাপ।
বিশ্বকাপ অভিজ্ঞতায় ঋদ্ধ সাকিব-মাহমুদউল্লাহর পাশে গতকাল ঘোষিত বাংলাদেশ দলে আছেন প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়া ৬ ক্রিকেটার। ওপেনার তানজিদ হাসান তামিম, মিডল অর্ডার ব্যাটসম্যান তাওহীদ হৃদয়, উইকেটকিপার ব্যাটসম্যান জাকের আলী, বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম, লেগ স্পিনিং অলরাউন্ডার রিশাদ হোসেন ও পেসার তানজিম হাসান সাকিব। এই ৬ তরুণের ৩ জন তানজিদ, তাওহীদ ও তানজিমের অবশ্য অন্য সংস্করণের হলেও একটি করে বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা আছে। এই তিনজনই গত বছর ভারতে ওয়ানডে বিশ্বকাপে খেলেছেন।
দল ঘোষণার পর তানভীরের রোমাঞ্চটা বেড়ে গেছে দ্বিগুণ, ‘আমার প্রথম বিশ্বকাপ, আমাদের বরিশাল থেকে শাহরিয়ার নাফীসের পর আমি বিশ্বকাপে সুযোগ পাচ্ছি। এটা আমার জন্য গর্বের ব্যাপার।’ বিশ্বকাপ নিয়ে নিজের লক্ষ্যের কথাও জানিয়েছেন তিনি, ‘ভালো কিছু করার লক্ষ্য থাকবে। যদি দলে সুযোগ হয়, তাহলে দলকে জেতাতে চাইব, এমন কিছু করতে চাইব যেন আমার নামটা সবাই মনে রাখে।’
প্রথমবার দলে ডাক পাওয়া স্পিনারদের মধ্যে আছেন রিশাদ হোসেনও। ২১ বছর বয়সী লেগ স্পিনার আছেন দারুণ ছন্দে। জিম্বাবুয়ের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সব কটি খেলেছেন, নিয়েছেন ৫ উইকেট। বোলিংয়ের পাশাপাশি নিজের ব্যাটিং সামর্থ্যরে ছাপও রেখেছেন এ তরুণ। বিশ্বকাপ দলে তার জায়গা একরকম পাকাই ছিল। রিশাদ অবশ্য আনুষ্ঠানিক ঘোষণা শুনে রোমাঞ্চিত, ‘আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। যেহেতু প্রথমবারের মতো দলে ডাক পেয়েছি, সব মিলিয়ে খুবই রোমাঞ্চিত বোধ করছি।’ ফর্মে থাকায় রিশাদের বিশ্বকাপের লক্ষ্যটাও বড়, ‘আল্লাহ রহমতে বেশ ভালো ফর্মে আছি, লক্ষ্য থাকবে যেন বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটশিকারি হতে পারি। আর দল হিসেবে অবশ্যই ফাইনাল খেলার লক্ষ্য থাকবে।’
বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত খেলতে যাচ্ছেন দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার মতোই দ্বিতীয়বার ২০ ওভারের বিশ্বকাপ খেলতে যাচ্ছেন অফ স্পিনিং অলরাউন্ডার শেখ মেহেদী হাসান। টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিজ্ঞতায় নাজমুল-মেহেদীর চেয়ে একটু এগিয়ে উইকেটকিপার ব্যাটসম্যান লিটন দাস ও বাঁহাতি পেসার শরীফুল ইসলাম। দুজনই খেলতে যাচ্ছেন তৃতীয় বিশ্বকাপ। বাঁহাতি ব্যাটসম্যান সৌম্য সরকার ও বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান খেলবেন চতুর্থ বিশ্বকাপ। চোট কাটিয়ে সুস্থ হলে সহ-অধিনায়ক তাসকিন আহমেদ খেলবেন পঞ্চম টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপেই বাংলাদেশের জার্সিতে প্রথম ম্যাচ খেলা তাসকিন এরপর বাংলাদেশের প্রতিটি ২০ ওভারের বিশ্বকাপ দলেই ছিলেন।
বাংলাদেশ দলের সঙ্গে ট্রাভেলিং রিজার্ভ হিসেবে যাচ্ছেন হাসান মাহমুদ ও আফিফ হোসেন ধ্রুব। পেসার হাসান এর আগে খেলেছেন একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ। অলরাউন্ডার আফিফ ছিলেন ২০২১ ও ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ দলে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
জুলাই বিপ্লবে আহত ১৪ জনকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হচ্ছে : পররাষ্ট্র মন্ত্রণালয়
আইএমএফসহ আন্তর্জাতিক সংস্থার শীর্ষ পদে এখনো ভারতীয়রা
ভারতে নির্যাতনের ভিডিও বাংলাদেশের সা¤প্রতিক ঘটনা হিসেবে প্রচার
দাদাবাড়ি বেড়াতে এসে খুন হলো শিশু সাফওয়ান, আটক ২
নরসিংদীতে ভ্রাম্যমাণ আদালতকে লক্ষ্য করে বালুদস্যুদের গুলিবর্ষণ
নরসিংদীতে রেস্তোরাঁ মালিক সমিতির মানববন্ধন
রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
আখাউড়ায় মর্টার সেল উদ্ধার
রাজবাড়ীতে আ.লীগ দুই নেতা কারাগারে
কমলগঞ্জে ৮২ শতক সরকারি খাস জমি উদ্ধার
প্রিমিয়ার ভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হলেন চসিক মেয়র
কুষ্টিয়ায় প্লাইউড বোর্ড কারখানায় আগুন
বিএনপি নেতা কায়কোবাদের দারুল উলূম হাটহাজারীসহ বিভিন্ন মাদরাসা পরিদর্শন
মাদারীপুরে পদ্মা-আড়িয়াল খাঁ নদীতে অবৈধভাবে বালু উত্তোলন অব্যাহত
গফরগাঁও সাবেক এমপি বাবেল গোলন্দাজ দম্পতির বিরুদ্ধে দুদকের ২ মামলা
ময়মনসিংহে পুলিশ রেঞ্জ কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের উদ্বোধন
নওফেল পরিবারের ২৫টি ব্যাংক হিসাব ফ্রিজ
নিজ বাড়িতে ক্ষতিগ্রস্ত বন্ধুদের থাকার ব্যবস্থা করেছেন অ্যাঞ্জেলিনা জোলি
যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের অভিযোগ
ট্রাভেল ব্যান্ড হ্যালির ধুমকেতুর দুই গান