ঢাকা   শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫ | ৩ মাঘ ১৪৩১

নিজেদের দিনে যে কোনো দলকে হারাতে পারি: শান্ত

Daily Inqilab স্পোর্টস ডেস্ক

১৬ মে ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ১৬ মে ২০২৪, ১২:০৪ এএম

ছবি: বিসিবি ফেসবুক

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে সামর্থ্য অনুযায়ী পারফর্ম করতে পারলে যে কোন দলকে হারানো সম্ভব বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

টি-টোয়েন্টি বিশ্বকাপে শক্তিশালী ‘ডি’ গ্রুপে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস এবং নেপালের মত দলের বিপক্ষে খেলবে টাইগাররা। নেপালকে সহজ প্রতিপক্ষ হলেও  গ্রুপের অন্য তিন প্রতিপক্ষের বিপক্ষে লড়তে হবে টাইগারদের।

প্রতিপক্ষের শক্তি বিবেচনায় প্রথম রাউন্ড বাংলাদেশের জন্য কঠিন হবে। তবে প্রথম রাউন্ডে সফল হবার ব্যাপারে আত্মবিশ্বসী শান্ত। প্রত্যাশনুযায়ী সাফল্যের জন্য ছোট ছোট পরিকল্পনার উপর জোর দিচ্ছেন তিনি।

আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘আমি মনে করি, প্রথম রাউন্ডের বাঁধা টপকাতে হলে আমাদের ছোট ছোট পরিকল্পনা করতে হবে। আমরা শক্ত  গ্রুপে আছি। এজন্য বেশ কঠিন হবে। তবে টি-টোয়েন্টিতে ছোট বা বড় দল বলে কিছু নেই। নির্দিষ্ট দিনে ভাল খেলতে পারলে  আমরা যে কোনও দলকে হারাতে পারি।’

বৃহস্পতিবার রাত ১টা ৪০ মিনিটে দুবাই হয়ে হিউজস্টনের  উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল।

শান্ত জানান, মর্যাদাপূর্ণ মেগা ইভেন্টের জন্য দলের কম্বিনেশন এবং প্রস্তুতি ভালো হয়েছে। যদিও অধিনায়ক নিজেই অফ-ফর্মে অছেন। বিশ্বকাপে জ্বলে উঠার ব্যাপারে আশাবাদি টাইগার দলনেতা।

তিনি বলেন, ‘যদি আমাদের প্রস্তুতি এবং টিম কম্বিনেশন বিবেচনা করা হয়, তাহলে আমি মনে করি এটা খুব ভালো দল। বিশেষ দিনে সবারই ব্যক্তিগত দায়িত্ব পালন করা গুরুত্বপূর্ণ। আমি নিশ্চিত তারা নিজেদের সেরাটা দিবে।’

শান্ত আরও বলেন, ‘গত বিশ্বকাপে আমি দারুনভাবে ঘুড়ে দাঁড়িয়েছি। এই টুর্নামেন্টে আমার ব্যাটিং নিয়ে খুব বেশি চিন্তিত নই। আমি কঠোর পরিশ্রম করছি, অনুশীলনে উন্নতি করছি। আমি আত্মবিশ্বাসী, এই বিশ্বকাপে আমি আরও ভালোভাবে ফিরে আসতে পারবো।’

দলের বোলিং গ্রুপ যেকোন কন্ডিশনে ভালো করতে পারে বিধায়, বিশ্বকাপে সাফল্যে ব্যাপারে আত্মবিশ্বাসী শান্ত। তিনি বলেন, ‘আমাদের পেস বিভাগ অনেক উন্নতি করেছে। বোলিং ইউনিট ভালো করলে টি-টোয়েন্টি ম্যাচ জয়ের সম্ভাবনা বেশি থাকে। টি-টোয়েন্টিতে বোলাররা বড় ম্যাচ উইনার। আমাদের  স্পিন বোলিংয়ে বৈচিত্র্য থাকায় এমন কন্ডিশনেও  ভালো করা উচিত তাদের। সব মিলিয়ে বোলিংই আমাদের শক্তি।’

অলরাউন্ডার সাইফুদ্দিনকে বাদ দেওয়া এবং লিটন দাসকে অন্তর্ভুক্ত করার বিষয়েও কথা বলেন  শান্ত। দল ঘোষণার পর থেকেই শিরোনাম রয়েছেন এই দুই খেলোয়াড়। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে ৪ ম্যাচে ৮ উইকেট নিলেও সাইফুদ্দিনের জায়গায় বিশ্বকাপ দলে নেওয়া হয়েছে পেসার তানজিম হাসান সাকিবকে। এছাড়া বাজে ফর্ম সত্ত্বেও দলে জায়গা ধরে রেখেছেন লিটন।

শান্ত বলেন, ‘জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের আগ থেকেই দল নিয়ে কোচ, আমি এবং তিন নির্বাচক আলোচনা করেছি। আমরা একত্রে দল নিয়ে সিদ্ধান্ত নিয়েছি। সাইফুদ্দিনের চেয়ে দ্রুত গতিতে বোলিং করেছে সাকিব। সাইফুদ্দিনের পারফরমেন্স আমাদের প্রত্যাশা অনুযায়ী হয়নি। দু’জনের মধ্যে ভালো লড়াই হয়েছে। কিন্তু সব কিছু বিবেচনায় সাকিবের উপর আস্থা ছিল আমাদের।’

তিনি আরও বলেন, ‘লিটন খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। সম্প্রতি ভালো সময় যাচ্ছে না তার। এটা যে কোন ক্রিকেটারের সাথেই হতে পারে। এত বড় ইভেন্টে আমরা নতুন খেলোয়াড় নিতে চাইনি। আমরা লিটনের অভিজ্ঞতার মূল্য দিয়েছি।’

শান্তর বিশ্বাস, বিশ্বকাপের আগে সাইড স্ট্রেইন ইনজুরি থেকে সুস্থ হয়ে উঠবেন পেসার তাসকিন আহমেদ।

তিনি বলেন, ‘আমরা আশাবাদী, টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই তাসকিনকে পাওয়া যাবে। এটা মেডিকেল টিমের কাছ থেকে শুনেছি। সে আমাদের প্রধান বোলার। সে দলে না থাকলে আমাদের বিকল্প খেলোয়াড় নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। সবাইকে প্রস্তুত থাকতে হবে।’

লেগ স্পিনার রিশাদ হোসেনকে পরিপূর্ণ প্যাকেজ মনে করেন শান্ত। তিনি জানান, রিশাদকে পুরোপুরিভাবে স্বাধীনতা দিতে চান, যাতে সে তার সেরাটা প্রদর্শন করতে পারে।

শান্ত বলেন, ‘আমাদের দলে ভালো লেগ স্পিনার আছে। সম্প্রতি বেশিরভাগ ম্যাচেই ব্যাট-বল হাতে পারফর্ম করেছে রিশাদ। তার ব্যাটিংয়ের কারনে বাড়তি সুবিধা পায় দল। সে আমাদের সেরা ফিল্ডারদের একজন। সে পরিপূর্ণ প্যাকেজ। সে সেরাটা দিতে পারলে, দল সামনের দিকে এগিয়ে যাবে। আমি তাকে কোন চাপে ফেলতে চাই না। আমি চাই, সে যা করতে পারে সেটাই করুক।’

৮ জুন ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ। মেগা ইভেন্টের আগে, বিশ্বকাপের যৌথ আয়োজক যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা।

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহ-অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, তানভির ইসলাম, মাহেদি হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।

রিজার্ভ: আফিফ হোসেন, হাসান মাহমুদ


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

অবিশ্বাস্য নতুন চুক্তিতে প্রতি মিনিটে রোনালদোর আয় ৪৩ হাজার টাকা!
স্থানীয় খেলোয়াড়দের পারফরমেন্স এবারের বিপিএলকে জাঁকজমক করেছে: আশরাফুল
টিভিতে দেখুন
চ্যাম্পিয়ন্স ট্রফিতেও নেই নরকিয়ার নারকীয় যন্ত্রণা
সিডিএসএ’র অ্যাডহক কমিটিতে নাফিজ ইকবাল
আরও

আরও পড়ুন

জুলাই বিপ্লবে আহত ১৪ জনকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হচ্ছে : পররাষ্ট্র মন্ত্রণালয়

জুলাই বিপ্লবে আহত ১৪ জনকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হচ্ছে : পররাষ্ট্র মন্ত্রণালয়

আইএমএফসহ আন্তর্জাতিক সংস্থার শীর্ষ পদে এখনো ভারতীয়রা

আইএমএফসহ আন্তর্জাতিক সংস্থার শীর্ষ পদে এখনো ভারতীয়রা

ভারতে নির্যাতনের ভিডিও বাংলাদেশের সা¤প্রতিক ঘটনা হিসেবে প্রচার

ভারতে নির্যাতনের ভিডিও বাংলাদেশের সা¤প্রতিক ঘটনা হিসেবে প্রচার

দাদাবাড়ি বেড়াতে এসে খুন হলো শিশু সাফওয়ান, আটক ২

দাদাবাড়ি বেড়াতে এসে খুন হলো শিশু সাফওয়ান, আটক ২

নরসিংদীতে ভ্রাম্যমাণ আদালতকে লক্ষ্য করে বালুদস্যুদের গুলিবর্ষণ

নরসিংদীতে ভ্রাম্যমাণ আদালতকে লক্ষ্য করে বালুদস্যুদের গুলিবর্ষণ

নরসিংদীতে রেস্তোরাঁ মালিক সমিতির মানববন্ধন

নরসিংদীতে রেস্তোরাঁ মালিক সমিতির মানববন্ধন

রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আখাউড়ায় মর্টার সেল উদ্ধার

আখাউড়ায় মর্টার সেল উদ্ধার

রাজবাড়ীতে আ.লীগ দুই নেতা কারাগারে

রাজবাড়ীতে আ.লীগ দুই নেতা কারাগারে

কমলগঞ্জে ৮২ শতক সরকারি খাস জমি উদ্ধার

কমলগঞ্জে ৮২ শতক সরকারি খাস জমি উদ্ধার

প্রিমিয়ার ভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হলেন চসিক মেয়র

প্রিমিয়ার ভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হলেন চসিক মেয়র

কুষ্টিয়ায় প্লাইউড বোর্ড কারখানায় আগুন

কুষ্টিয়ায় প্লাইউড বোর্ড কারখানায় আগুন

বিএনপি নেতা কায়কোবাদের দারুল উলূম হাটহাজারীসহ বিভিন্ন মাদরাসা পরিদর্শন

বিএনপি নেতা কায়কোবাদের দারুল উলূম হাটহাজারীসহ বিভিন্ন মাদরাসা পরিদর্শন

মাদারীপুরে পদ্মা-আড়িয়াল খাঁ নদীতে অবৈধভাবে বালু উত্তোলন অব্যাহত

মাদারীপুরে পদ্মা-আড়িয়াল খাঁ নদীতে অবৈধভাবে বালু উত্তোলন অব্যাহত

গফরগাঁও সাবেক এমপি বাবেল গোলন্দাজ দম্পতির বিরুদ্ধে দুদকের ২ মামলা

গফরগাঁও সাবেক এমপি বাবেল গোলন্দাজ দম্পতির বিরুদ্ধে দুদকের ২ মামলা

ময়মনসিংহে পুলিশ রেঞ্জ কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের উদ্বোধন

ময়মনসিংহে পুলিশ রেঞ্জ কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের উদ্বোধন

নওফেল পরিবারের ২৫টি ব্যাংক হিসাব ফ্রিজ

নওফেল পরিবারের ২৫টি ব্যাংক হিসাব ফ্রিজ

নিজ বাড়িতে ক্ষতিগ্রস্ত বন্ধুদের থাকার ব্যবস্থা করেছেন অ্যাঞ্জেলিনা জোলি

নিজ বাড়িতে ক্ষতিগ্রস্ত বন্ধুদের থাকার ব্যবস্থা করেছেন অ্যাঞ্জেলিনা জোলি

যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের অভিযোগ

যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের অভিযোগ

ট্রাভেল ব্যান্ড হ্যালির ধুমকেতুর দুই গান

ট্রাভেল ব্যান্ড হ্যালির ধুমকেতুর দুই গান