এবার এলপিএল হৃদয়দের হৃদয়ভঙ্গ
২২ মে ২০২৪, ১২:০৭ এএম | আপডেট: ২২ মে ২০২৪, ১২:০৭ এএম
লঙ্কান প্রিমিয়ার লিগের নিলামের আসর গতকাল বসেছিল কলম্বোর একটি হোটেলে। প্রথম বাংলাদেশি হিসেবে লিটন দাসের নাম উঠে আসে সেখানে, এরপর মুশফিকুর রহিমের নাম। দুজনকে কোনও দলই কেনার আগ্রহ দেখায়নি। তাদের পরে তাসকিন আহমেদের নাম যখন এলো, তখনও প্রথম কয়েক মুহ‚র্তে কোনও দল সাড়া দেয়নি। শেষমেশ থিসারা পেরেরা ও চামিকা করুনারতেœর বসা টেবিল থেকে উঠে আসে প্যাডল। তবে আর কোনও দল বাংলাদেশি এই পেসারকে কিনতে চায়নি বলে ভিত্তিমূল্যেই বিক্রিত হয়েছেন তিনি। ৫০ হাজার ইউএস ডলারে কলম্বোর ডাগআউটে আগামী এলপিএলে দেখা যাবে তাসকিনকে। বাংলাদেশি টাকায় তার মূল্য প্রায় ৫৮ লাখ টাকার বেশি। সবচেয়ে অবাক করা বিষয় গত আসরে ভালো করলেও তাওহিদ হৃদয়কে দলে নিতে আগ্রহ দেখায়নি কেউ।
জুলাইয়ের প্রথম দিন থেকে শুরু হবে ২০২৪ সালের এলপিএল। টুর্নামেন্টটিতে খেলতে পারলে সেটি হবে তাসকিনের খেলা দ্বিতীয় ফ্র্যাঞ্চাইজি লিগ। এর আগে জিম্বাবুয়ের টি-টেন টুর্নামেন্টে খেলেছিলেন তিনি গতবছর। মুশফিককে সেখানে পেয়েছিলেন তিনি সতীর্থ হিসেবে। অবশ্য মুস্তাফিজুর রহমানের সাথে তার দেখা হবে এবারের এলপিএলের আঙ্গিনায়। সরাসরি চুক্তিতে ডাম্বুলা থান্ডার্স দলে ভিড়িয়েছে কাটার মাস্টারকে।
গত আসরে জাফনা কিংসে হয়ে ভালো পারফরম্যান্স করেছিলেন তৌহিদ হৃদয়। কিন্তু তাকে রিটেইন করেনি এবার জাফনা। এরপর এই ডানহাতি ব্যাটার অবিক্রিত থেকেছেন নিলামেও। ৪০ হাজার ইউএস ডলার ভিত্তিমূল্যের হৃদয়কে কেনার ইচ্ছা প্রকাশ করেনি এলপিএলের পাঁচটি দল। একই ভিত্তিমূল্যে নিলামে হৃদয়ের পর নাম আসে নাজমুল হাসান শান্তর। চতুর্থ বাংলাদেশি হিসেবে অবিক্রিত থেকেছেন তিনি। ২০২৪ এলপিএলের নিলামে লিটনের ভিত্তিমূল্য ছিল ৩০ হাজার ইউএস ডলার। মুশফিক দিয়েছিলেন সর্বোচ্চ ভিত্তিমুল্য ৫০ হাজার ইউএস ডলার।
সর্বোচ্চ ভিত্তিমূল্যে বিক্রিত হওয়া তাসকিনের ব্যাপারে শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার পারভেজ মাহরুফ বলেন, ‘তাসকিন যে ফর্মে আছে আন্তর্জাতিক ক্রিকেটে, আমি একটু অবাক নই যে সে এই মূল্যে বিক্রিত হয়েছে। একটি ভালো ক্রয় কলম্বো স্ট্রাইকার্সের জন্য। আমার মনে হয় তারা তাদের হোম ওয়ার্ক ভালো করেছে, তাদের একজন অভিজ্ঞ বিদেশি পেস বোলারের প্রয়োজন ছিল।’
তাসকিন কলম্বোর ফ্র্যাঞ্চাইজিটিতে সতীর্থ হিসেবে পাবেন বিদেশি বড় কয়েক নামকে। শাদাব খান ও গেøন ফিলিপসের সাথে আছেন রহমানউল্লাহ গুরবাজ। দেশিদের মধ্যে কলম্বোর জার্সিতে থাকবেন মাথিশা পাথিরানা। তাকে ১ লাখ ২০ হাজার ডলারে কিনেছে দলটি। এছাড়া আছেন থিসারা পেরেরা ও চামিথ করুনারতেœর সঙ্গে দুনিথ ওয়েলালাগের মতো অলরাউন্ডার। পরিচিত নামের মধ্যে সাদিরা সামারাবিক্রমাও আছেন কলম্বো স্ট্রাইকার্সে।
বাংলাদেশি খেলোয়াড়দের মধ্যে নিলামে উঠলেও দল পাননি রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তামিম ইকবাল। শরিফুলের ভিত্তিমূল্য ছিল ৩০ হাজার ডলার, তামিমের ৪০ হাজার ডলার। তাদের ব্যাপারে আগ্রহ দেখায়নি কেউ।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
জুলাই বিপ্লবে আহত ১৪ জনকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হচ্ছে : পররাষ্ট্র মন্ত্রণালয়
আইএমএফসহ আন্তর্জাতিক সংস্থার শীর্ষ পদে এখনো ভারতীয়রা
ভারতে নির্যাতনের ভিডিও বাংলাদেশের সা¤প্রতিক ঘটনা হিসেবে প্রচার
দাদাবাড়ি বেড়াতে এসে খুন হলো শিশু সাফওয়ান, আটক ২
নরসিংদীতে ভ্রাম্যমাণ আদালতকে লক্ষ্য করে বালুদস্যুদের গুলিবর্ষণ
নরসিংদীতে রেস্তোরাঁ মালিক সমিতির মানববন্ধন
রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
আখাউড়ায় মর্টার সেল উদ্ধার
রাজবাড়ীতে আ.লীগ দুই নেতা কারাগারে
কমলগঞ্জে ৮২ শতক সরকারি খাস জমি উদ্ধার
প্রিমিয়ার ভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হলেন চসিক মেয়র
কুষ্টিয়ায় প্লাইউড বোর্ড কারখানায় আগুন
বিএনপি নেতা কায়কোবাদের দারুল উলূম হাটহাজারীসহ বিভিন্ন মাদরাসা পরিদর্শন
মাদারীপুরে পদ্মা-আড়িয়াল খাঁ নদীতে অবৈধভাবে বালু উত্তোলন অব্যাহত
গফরগাঁও সাবেক এমপি বাবেল গোলন্দাজ দম্পতির বিরুদ্ধে দুদকের ২ মামলা
ময়মনসিংহে পুলিশ রেঞ্জ কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের উদ্বোধন
নওফেল পরিবারের ২৫টি ব্যাংক হিসাব ফ্রিজ
নিজ বাড়িতে ক্ষতিগ্রস্ত বন্ধুদের থাকার ব্যবস্থা করেছেন অ্যাঞ্জেলিনা জোলি
যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের অভিযোগ
ট্রাভেল ব্যান্ড হ্যালির ধুমকেতুর দুই গান