শান্তর কঠগড়ায় উইকেট, ভিন্নমত দূর্জয়-লিপুর
২৩ মে ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ২৩ মে ২০২৪, ১২:০৩ এএম
খেলা হলো মিরপুরের মতো চিরচেনা মন্থর, নিচু বাউন্স হওয়া উইকেটে। এমন উইকেটে নিজেদের সহজাত ব্যাটিং প্রদর্শনের কথা ছিল বাংলাদেশ ক্রিকেট দলের। অথচ ব্যাটসম্যানদের ব্যর্থতায় যুক্তরাষ্ট্রের বিপক্ষে মুখ থুবড়ে পড়ার পর উইকেটের ঘাড়েই দোষ চাপালেন বাংলাদেশ অধিনায়ক শান্ত, ‘আমরা ভালো ব্যাটিং করিনি। আমরা প্রথম দুই ওভারে ভালো শুরু করেছিলাম। কিন্তু মাঝে উইকেট হারিয়েছি। আমরা আরও ২০ রান বেশি করতে পারতাম। তাহলে ম্যাচটা অন্যরকম হতে পারত।’
এর আগে ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজেও ব্যাটসম্যানরা প্রত্যাশা মেটাতে পারেননি। সিরিজে যারা ব্যাট হাতে ব্যর্থ ছিলেন সেই লিটন কুমার দাস, সৌম্য সরকার, শান্ত, সাকিব আল হাসানরা এদিনও ছিলেন ব্যর্থ। ধারাবাহীক এই ব্যাটিং ব্যর্থাতাকে শান্ত ঢাকতে চাইলেন উইকেটের উপর দোষ চাপিয়ে, ‘আমি এটাকে ভুলের পুনরাবৃত্তি মনে করি না। আমার মনে হয় আমরা ভালো উইকেটে খেলছি না। জিম্বাবুয়ে সিরিজেও ভালো উইকেটে খেলিনি। তবে এটা মানসিক ব্যাপার। আশা করি ব্যাটসম্যানরা ঘুরে দাঁড়াতে পারবে।’ হারের কারণ হিসেবে ডেথ ওভারের বাজে বোলিংয়ের কথাও তুলে ধরেন শান্ত, ‘সব স্পিনাররা ভালো বোলিং করেছে। আমাদের পেসাররা শেষ দুই-তিন ওভারে পরিকল্পনা মতো বোলিং করেনি। আশা করি পরের ম্যাচে ওরা ভালো করবে।’
শান্তর বলা এই কথা নিয়ে বেশ আলোচনা চলছে। ব্যাটারদের রান না পাওয়া নিয়ে বাংলাদেশ অধিনায়ক দেশে যা বলে গেছেন, সেটাই শুনিয়েছেন হারের পর। জিম্বাবুয়ের বিপক্ষে কঠিন উইকেটে খেলা রেশ থেকেই নাকি এখনো সংগ্রাম করছেন ব্যাটাররা। তবে এই ব্যাখ্যা মানতে রাজী নন বিসিবি পরিচালক ও এইচপি প্রধান নাঈমুর রহমান দুর্জয়। গতকাল এইচপির খেলোয়াড়দের সঙ্গে নির্বাচকদের পরিচয় করিয়ে দেওয়ার আয়োজন শেষে গণমাধ্যমে সাবেক এই অধিনায়ক বলেন, ‘যদি কোনো রকম মন্থর উইকেট বানিয়েও থাকি, সেটা কিন্তু দলের চাওয়াতেই করা হয়। যদি আমরা সে প্রশ্নটা করি যে তোমরা উইকেটের অজুহাত দাও বিদেশ গেলে, তাহলে দেশে আমরা উইকেট যেভাবে বানিয়ে দিই, সবাই হোম কন্ডিশনের একটা সুবিধা নেয়। দলের চাওয়া থেকেই কিন্তু সেটা করা হয়; কোন উইকেট দিলে দল পারফর্ম করতে পারবে, সে চাহিদাটা কিন্তু টিম থেকেই আসে। কাজেই এখন উইকেটের দোহাই দিলে তো আমরা সেটা মানতে পারি না।’
জিম্বাবুয়ে সিরিজের মতো এই ম্যাচেও ব্যর্থ ছিল বাংলাদেশের টপ অর্ডার। লিটন দাস ১৫ বলে ১৪, সৌম্য সরকার ১৩ বলে ২০, অধিনায়ক শান্ত ছিলেন আরো মন্থর, করেন ১১ বলে ৩ রান। তাওহীদ হৃদয় ফিফটি করলেও খুব আগ্রাসী হতে পারেননি। রান পাননি সাকিব আল হাসানও। অভিজ্ঞ ক্রিকেটারদের বারবার একই কায়দায় ব্যর্থতার পর এমন দোষারোপের কোনো মানে হয় না জানিয়ে দূর্জয় বলেন, ‘জাতীয় দলটা তো পারফর্ম করার জায়গা, সেখানে আমি উইকেট নিয়ে দোহাই দিলে এগুলো কিন্তু গ্রহণযোগ্য না। কারণ, পারফর্ম করতে গিয়েছিল, আমরা জাতীয় দলে খেলছি । জাতীয় দল ওখানে যে পরিস্থিতিই হোক, পারফর্ম করতে হবে।’
আইসিসি সহযোগি সদস্য দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে হেরে যাওয়া মানতে পারছেন না প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুও। তিনি জানান দলের পারফরম্যান্সে তারা চিন্তিত, ‘যেকোনো হারই কষ্টের ব্যাপার এবং এখানে আমরা বিশ্বকাপের জন্য প্রস্তুতির মধ্য দিয়েই আমরা যাচ্ছি। নিশ্চয়ই এটা হতাশার, এখানে কোনো সন্দেহ নেই। একটা দুটা বিচ্ছিন্ন পারফরম্যান্সের থেকে দল হারলেও যদি দলগত পারফরম্যান্স ভালো হয়, প্রতিটা বিভাগে যেটা আশা করা হচ্ছিল, সেটা হচ্ছে না। আমার মনে হয় দুশ্চিন্তার কারণটা একটু বেশি।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
জুলাই বিপ্লবে আহত ১৪ জনকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হচ্ছে : পররাষ্ট্র মন্ত্রণালয়
আইএমএফসহ আন্তর্জাতিক সংস্থার শীর্ষ পদে এখনো ভারতীয়রা
ভারতে নির্যাতনের ভিডিও বাংলাদেশের সা¤প্রতিক ঘটনা হিসেবে প্রচার
দাদাবাড়ি বেড়াতে এসে খুন হলো শিশু সাফওয়ান, আটক ২
নরসিংদীতে ভ্রাম্যমাণ আদালতকে লক্ষ্য করে বালুদস্যুদের গুলিবর্ষণ
নরসিংদীতে রেস্তোরাঁ মালিক সমিতির মানববন্ধন
রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
আখাউড়ায় মর্টার সেল উদ্ধার
রাজবাড়ীতে আ.লীগ দুই নেতা কারাগারে
কমলগঞ্জে ৮২ শতক সরকারি খাস জমি উদ্ধার
প্রিমিয়ার ভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হলেন চসিক মেয়র
কুষ্টিয়ায় প্লাইউড বোর্ড কারখানায় আগুন
বিএনপি নেতা কায়কোবাদের দারুল উলূম হাটহাজারীসহ বিভিন্ন মাদরাসা পরিদর্শন
মাদারীপুরে পদ্মা-আড়িয়াল খাঁ নদীতে অবৈধভাবে বালু উত্তোলন অব্যাহত
গফরগাঁও সাবেক এমপি বাবেল গোলন্দাজ দম্পতির বিরুদ্ধে দুদকের ২ মামলা
ময়মনসিংহে পুলিশ রেঞ্জ কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের উদ্বোধন
নওফেল পরিবারের ২৫টি ব্যাংক হিসাব ফ্রিজ
নিজ বাড়িতে ক্ষতিগ্রস্ত বন্ধুদের থাকার ব্যবস্থা করেছেন অ্যাঞ্জেলিনা জোলি
যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের অভিযোগ
ট্রাভেল ব্যান্ড হ্যালির ধুমকেতুর দুই গান