সিরিজই হেরে গেল বাংলাদেশ
২৪ মে ২০২৪, ১২:৪৭ এএম | আপডেট: ২৪ মে ২০২৪, ০৩:১৬ এএম
অঘটন? না করুণ বাস্তবতা? পরপর দুই ম্যাচে 'পুঁচকে' যুক্তরাষ্ট্রের এমন অবিশ্বাস্য পারফরম্যান্সকে স্রেফ অঘটন বললে অন্যায়ই হবে।প্রথম ম্যাচে শেষদিকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জয়ের পর আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা আইসিসির সহযোগী দেশটি বৃহস্পতিবার তৈরী করেছ ইতিহাস।
সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে মাত্র ১৪৪ রানই সংগ্রহ করতে পেরেছে যুক্তরাষ্ট্র।শুরুর ধাক্কা সামলে শান্ত-তাওহীদের পর সাকিবের ব্যাটে জয়ের পথেই ছিল বাংলাদেশ। ১৯ বলে ৫ উইকেট হাতে রেখে টাইগারদের প্রয়োজন ছিল মাত্র ২১ রান। সেখান থেকে অবিশ্বাস্য এক ব্যাটিং ধ্বসে তিন বল বাকি থাকতে বাংলাদেশ অলআউট ১৩৮ রানে! প্রথম ম্যাচে পাঁচ ওভারে ব্যাট ঝড় তুলে জয় পাওয়া যুক্তরাষ্ট্র এবার আগুন ঝরালো বোলিংয়ে।আর তাতে আরও একবার লজ্জায় মাঠ ছাড়লো টাইগাররা।
৬ রানের পাওয়া এই রোমাঞ্চকর জয়ে এক ম্যাচ হাতে রেখেই বাংলাদেশকে ২-০ ব্যবধানে সিরিজ হারিয়ে ইতিহাস গড়লো যুক্তরাষ্ট্র। আইপিএল এর পূর্ণ সদস্যে কোন দেশের বিরুদ্ধে এটি প্রথম সিরি জ জয় ক্রিকেটের নবাগত দেশটির।
ব্যাট হাতে সাম্প্রতিক সময়ে বেশ খারাপ সময় পার করছে টাইগার ব্যাটাররা।এরপরেও স্বাগতিকদের দেওয়া ১৪৫ রানের টার্গেট খুব একটা চ্যালেঞ্জিং হওয়ার কথা ছিল না। তবে লক্ষ তাড়ায় সফরকারীদের শুরুটা ভালো হয়নি।রানের খাতা খোলার আগেই দলীয় চার রানে ফিরেন সৌম্য সরকার।লিটন দাসের জায়গায় সুযোগ পাওয়া তানজিদ তামিম চার ও ছক্কায় শুরু করলেও ইনিংস বড় করতে পারেননি। ফিরেছেন ১৫ বলে ১৯ রান করে।
দলীয় ৩০ রানে দুই উইকেট হারিয়ে কিছুটা অস্বস্তিতে পড়া টাইগারদের এরপর হাল ধরেন ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত ও গত ম্যাচে ফিফটি করা তওহীদ হৃদয়।দুজনে মিলে ৩৭ বলে যোগ করেন ৪৮ রান।
দলীয় সংগ্রহ এগিয়ে নিয়ে গেলেও এদিনও পুরোপুরি খোলস থেকে বের হতে পারেননি শান্ত।রান আউট হওয়ার আগে ৩৪ বলে করেন ৩৬ রান।দুই ওভার পরেই ২১ বলে ২৫ রান করে ফিরেন হৃদয়।এরপর মাহমুদুল্লাহ(৪ বলে ৩)দ্রুত ফেরার পরেও বাংলাদেশ নিয়ন্ত্রণেই ছিল ম্যাচ ।জয়ের জন্য তখন বাংলাদেশ দলের দরকার ৩০ বলে ৩৮ রান।
প্রথম ম্যাচে বিবর্ণ সাকিব এদিন দায়িত্ব নিয়ে ব্যাটিং করে দলকে সহজ জয় এনে দেওয়ার ইঙ্গিত দিচ্ছিলেন। ১৬ তম ওভারে তার টানা দুই চারের পর বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ছিল ২৪ বলে ২৬ রান। এর পর থেকেই শুরু নাটকীয় সেই ছন্দপতনের।১৭ তম ওভারের শেষ বলে ফেরেন ফিনিশার জাকির আলী।জয়ের জন্য দরকার ১৮ বলে ২১ রান।
এরপর বাংলাদেশের একমাত্র ভরসা সাকিব (২৩ বলে ৩০ রান) ও তানজিদ সাকিবে এক ওভারে ফিরিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন পেসার আলি খান।টেল এন্ডারও এদিন কোন চমক দেখাতে পারেননি। ৫ বলে ৯ রান করা রিশাদ শেষ ওভার পর্যন্ত আশা জিইয়ে রেখেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ১৯.৩ ওভারে ১৩৮ রানে থামে বাংলাদেশ।
এর আগে ব্যাট করতে নেমে স্বাগতিকদের শুরুটা ছিল ধীরস্থির।পাওয়ারপ্লেতে মাত্র ৪২ রান তুললেও কোন হারায়নি যুক্তরাষ্ট্র। সপ্তম ওভারে রিশাদ বাংলাদেশকে প্রথম ব্রেক থ্রু এনে দেন।আউট হওয়ার আগে স্টিভেন টেলর করেন ২৮ বলে ৩১ রান।একই ওভারেই আন্দ্রেস গাউসকে ০ রানে ফিরিয়ে স্বাগতিকদের চাপে ফেলে দেন রিশাদ। অ্যারন জোন্সের ৩৪ বলে ৩৫ রানের পর অধিনায়ক মোনাঙ্ক প্যাটেলের ৩৮ বলে ৪২ রানে যুক্তরাষ্ট্র লড়াইয়ের সংগ্রহ দাঁড় করায়। শেষ পর্যন্ত বোলারদের কল্যাণে সে লড়াইয়ে সফল হয়ে ইতিহাস সৃষ্টি করল আইসিসি সহযোগী দেশটি।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
জুলাই বিপ্লবে আহত ১৪ জনকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হচ্ছে : পররাষ্ট্র মন্ত্রণালয়
আইএমএফসহ আন্তর্জাতিক সংস্থার শীর্ষ পদে এখনো ভারতীয়রা
ভারতে নির্যাতনের ভিডিও বাংলাদেশের সা¤প্রতিক ঘটনা হিসেবে প্রচার
দাদাবাড়ি বেড়াতে এসে খুন হলো শিশু সাফওয়ান, আটক ২
নরসিংদীতে ভ্রাম্যমাণ আদালতকে লক্ষ্য করে বালুদস্যুদের গুলিবর্ষণ
নরসিংদীতে রেস্তোরাঁ মালিক সমিতির মানববন্ধন
রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
আখাউড়ায় মর্টার সেল উদ্ধার
রাজবাড়ীতে আ.লীগ দুই নেতা কারাগারে
কমলগঞ্জে ৮২ শতক সরকারি খাস জমি উদ্ধার
প্রিমিয়ার ভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হলেন চসিক মেয়র
কুষ্টিয়ায় প্লাইউড বোর্ড কারখানায় আগুন
বিএনপি নেতা কায়কোবাদের দারুল উলূম হাটহাজারীসহ বিভিন্ন মাদরাসা পরিদর্শন
মাদারীপুরে পদ্মা-আড়িয়াল খাঁ নদীতে অবৈধভাবে বালু উত্তোলন অব্যাহত
গফরগাঁও সাবেক এমপি বাবেল গোলন্দাজ দম্পতির বিরুদ্ধে দুদকের ২ মামলা
ময়মনসিংহে পুলিশ রেঞ্জ কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের উদ্বোধন
নওফেল পরিবারের ২৫টি ব্যাংক হিসাব ফ্রিজ
নিজ বাড়িতে ক্ষতিগ্রস্ত বন্ধুদের থাকার ব্যবস্থা করেছেন অ্যাঞ্জেলিনা জোলি
যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের অভিযোগ
ট্রাভেল ব্যান্ড হ্যালির ধুমকেতুর দুই গান