এই সিরিজ হার সাকিবের কাছে সতর্কবার্তা
২৫ মে ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ২৫ মে ২০২৪, ১২:০৪ এএম
যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজটা দেখা হচ্ছিল বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে। এই সিরিজে হবে নানা পরীক্ষা-নিরীক্ষা, এমন কথাও শোনা গিয়েছিল। পরীক্ষা-নিরীক্ষা দূরে থাক, এখন তো ধবলধোলাই এড়ানো নিয়েই ভাবতে হচ্ছে বাংলাদেশকে। পূর্ণশক্তির দল নিয়েও বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছে হেরেছে সিরিজের প্রথম দুই ম্যাচে। আইসিসি সহযোগী সদস্য দেশ যুক্তরাষ্ট্রের কাছে প্রথম টি-টোয়েন্টি হারকে ¯্রফে দুর্ঘটনা মনে করা হচ্ছিলো। কিন্তু দ্বিতীয় ম্যাচেও হেরে সিরিজ খুইয়ে ফেলায় কড়া সমালোচনায় পড়েছে বাংলাদেশ দল। এমন দিনে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা সাকিব আল হাসান বেশিরভাগ প্রশ্নের উত্তর দিতে চাইলেন না সেভাবে। কিছু প্রশ্নে দু’একটা শব্দে সারলেন উত্তর, কিছু এড়িয়েও যেতে চাইলেন। তবে অনুশীলনের প্রসঙ্গ আসতেই লুকিয়ে রাখলেন না হতাশা। জানালেন পর্যাপ্ত সুবিধার ঘাটতি ছিল হিউস্টনে।
যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশে হেরেছিল ৫ উইকেটে। হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে কাল নাজমুল ইসলামের দল হেরেছে ৬ রানে। যেকোনো সংস্করণেই এই প্রথম তারা কোনো টেস্ট খেলুড়ে দেশকে সিরিজ হারিয়েছে। সাকিবের কাছে এই হার হতাশার। তিনি অবশ্য যুক্তরাষ্ট্রকেও কৃতিত্ব দিচ্ছেন, ‘অবশ্যই এটা হতাশার। আমরা এটা আশা করিনি। যুক্তরাষ্ট্র দলকে কৃতিত্ব দিতে হবে, তারা যেভাবে খেলেছে।’ যুক্তরাষ্ট্রের বিপক্ষে দুই ম্যাচেই বাংলাদেশের টপ অর্ডার ব্যর্থ হয়েছে। সাকিব অবশ্য দায়টা কোনো বিভাগকে আলাদা করে দিতে চান না, ‘এটা দলীয় খেলা। সবারই দায়িত্ব নিতে হবে। কাউকে কিংবা কোনো বিভাগকে দোষ দিতে চাই না। টি-টোয়েন্টি এমন একটা খেলা, যেখানে তিন বিভাগেই ভালো ক্রিকেট খেলতে হবে। এখানে ছোট–বড় কোনো দল নেই। যে কারণেই অন্য দুই সংস্করণের চেয়ে এটা বেশি রোমাঞ্চকর। এর বড় প্রমাণ গত দুই ম্যাচে যুক্তরাষ্ট্রের পারফরম্যান্স।’
হিউস্টনে পৌঁছে সিরিজের আগে একটা অনুশীলন পায় নাজমুল হোসেন শান্তর দল। প্রথম ম্যাচ হারের পরদিন পুরো দলকে রাখা হয় বিশ্রামে। দ্বিতীয় ম্যাচে হারের পর প্রশ্ন উঠছে বিশ্রাম কি একটু বেশিই নিয়ে ফেলেছে কিনা বাংলাদেশ দল? সাকিব এই প্রশ্নের জবাবে বলেন, ‘আসলে এটা যদি বিশ্বকাপের প্রস্তুতি ধরে থাকি তাহলে আমাদের ব্যাটিং-বোলিংয়ের আরও বেশি সেশন হওয়া দরকার ছিল। সুযোগ-সুবিধা আরও বেশি থাকা দরকার ছিল। এগুলার কিছুই আমরা পাইনি। এক দিনই প্রপার নেট সেশন হয়েছে। যেখানে ব্যাটাররা পুরোপুরি সুযোগ পায়নি। এখানে দুই দিকেরই ব্যর্থতা আছে। বলতে পারেন ব্যাটাররা ঐচ্ছিক দিন করল না কেন। এক দিন বৃষ্টির জন্য পারিনি। এখানে ৪টা মাঠ আছে। আমরা ৩টা পিচে ব্যাট করতে পেরেছি। এই জিনিসগুলা আরও ভালো হতে পারত।’
দলের এমন হারের পেছনে নির্দিষ্ট কারো দায় দেখেন না সাকিব। তার মতে সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে দলগুলোর তফাৎ খুব বেশি নয়, ‘দলগত খেলা এটি। সবাইকে দায়িত্ব নিতে হবে এখানে। কাউকে দোষ দিতে চাই না আমি। টি-টোয়েন্টিতে আসলে আপনাকে সবকিছুতে ভালো করতে হবে সব দলের সঙ্গে। এখানে ছোট দল বড় দল নেই। গত ২ ম্যাচ এটাই প্রমাণ করছে যুক্তরাষ্ট্রের পারফরম্যান্সে। টি-টোয়েন্টিতে সব দলই সমান। আমি ওয়েস্ট ইন্ডিজ “এ” ও নেপালের খেলা দেখেছি। তারা (নেপাল) ভালো খেলেছে। আয়ারল্যান্ড-স্কটল্যান্ড ভালো খেলছে। পাকিস্তান আয়ারল্যান্ডের কাছে হেরে গেছে। নির্দিষ্ট দিনে যে ভালো করবে সে জিতবে। এখানে কোনো কিছু হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। ১-২ ওভারেই খেলা ঘুরে যায় এখানে। সবসময় এখানে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে আপনাকে।’
কেন এমন হার, কারণটা সাকিব নিজেও জানেন না, ‘সতর্কবার্তা কি না, বলতে পারব না। যেকোনো ম্যাচ হারাটাই হতাশার। আমরা ভালো ক্রিকেট খেলতে পারছি না। (সমস্যা কোথায়) আমি বলতে পারব না। এটার উত্তর আমার কাছে নেই। আমাদের কেউই আশা করেনি, দুটি ম্যাচে হেরে যাব। সমস্যাটা কোথায়, সেটা আমি জানলে দলকে বলতাম। দল অন্য রকম পারফরম্যান্স করত। আমাদের বিশ্বকাপ খেলতে হবে। যেহেতু আমরা আমাদের মতো করে খেলতে পারিনি, তাই এই সিরিজটা আমাদের জন্য সতর্কবার্তা হতে পারে।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
জুলাই গণঅভ্যুত্থানের শহীদরাই আজকের বাংলাদেশ- কক্সবাজারে শিল্প উপদেষ্টা
অতিরিক্ত সময়ে এন্দ্রিকের জোড়া গোলে জিতে শেষ আটে রিয়াল
গ্রিক সাইপ্রিয়ট প্রশাসনকে অস্ত্র বিক্রয়ের মার্কিন সিদ্ধান্তে টিআরএনসি-এর ক্ষোভ ও উদ্বেগ
নরসিংদীতে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ, আহত ৮
পাবনায় জনজীবনে ভয়াবহ হচ্ছে ভার্চুয়াল আসক্তি
মাঝ আকাশে ভেঙে টুকরো ইলন মাস্কের ‘স্টারশিপ’
বাংলাদেশ-ভারতকে অতীত কবর দিয়ে নতুন করে শুরু করতে হবে: সুনন্দা কে দত্ত রায়
সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশের খসড়া অনুমোদন
সাইফ ইস্যুতে কেজরিওয়ালের বিস্ফোরক মন্তব্য, পাল্টা প্রতিক্রিয়া বিজেপি নেতার
ট্রাম্পের শুল্ক ছাড়াও চীনের অর্থনৈতিক সংকটে তিনটি বড় চ্যালেঞ্জ !
খেজুরের রস খেতে গিয়ে গাড়িচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত
দিয়ালোর দুর্দান্ত হ্যাটট্রিকে ইউনাইটেডের নাটকীয় জয়
আজারবাইজান-জর্জিয়া সম্পর্ক শক্তিশালীকরণে উচ্চপর্যায়ের বৈঠক
আসাদগেটে সিএনজি-ট্রাক সংঘর্ষ, একজনের মৃত্যু
মরক্কোতে নৌকা ডুবে ৪৪ পাকিস্তানির মৃত্যু
'বন্ধী মুক্তির চুক্তি' চূড়ান্ত জানিয়েছে নেতানিয়াহুর দপ্তর
সুদানের সেনাপ্রধানের ওপর নিষেধাজ্ঞা আরোপ যুক্তরাষ্ট্রের
উ. কোরিয়ার ইউক্রেনে সামরিক অংশগ্রহণ একটি কৌশলগত ভুল : রব বাউয়ার
সাইফ তো লিস্টে ছিল না,হঠাৎ হামলা হয়ে গেছেঃ মমতা
ঘণকুয়াশায় সাড়ে ৫ ঘন্টা আরিচা-কাজিরহাট এবং ৪ ঘন্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে