রাজস্থানের হৃদয় ভেঙে ফাইনালে হায়দরাবাদ
২৫ মে ২০২৪, ০৬:৫০ এএম | আপডেট: ২৫ মে ২০২৪, ০৬:৫০ এএম
হাইনরিখ ক্লাসেনের ফিফটিতে লড়াকু সংগ্রহ পেল দল। পরে বল হাতে নিজেদের মেলে ধরলেন দুই স্পিনিং অলরাউন্ডার শাহবাজ আহমেদ ও অভিষেক শর্মা। রাজস্থান রয়্যালসের হৃদয় ভেঙে আইপিএলের ফাইনালে জায়গা উঠে গেল সানরাইজার্স হায়দরাবাদও।
চেন্নাইয়ে শুক্রবার আসরের দ্বিতীয় কোয়ালিফায়ারে হায়দরাবাদের জয় ৩৬ রানে। টস হেরে আগে ব্যাটিং করে ১৭৫ রানের পুঁজি গড়ে দলটি। পরে এম এ চিদাম্বরম স্টেডিয়ামের ধীরগতির উইকেট কাজে লাগিয়ে রাজস্থানকে থামিয়ে দেয় ১৩৯ রানে।
আগামী রোববার ফাইনালে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে খেলবে হায়দরাবাদ। এই দুই দলই গ্রুপ পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষে ছিল। প্রথম কোয়ালিফায়ারে কলকাতার বিপক্ষে ৮ উইকেটে হেরেছিল হায়দরাবাদ।
গত মৌসুমে হায়দরাবাদই ছিল পয়েন্ট তালিকার তলানিতে। এ নিয়ে তৃতীয়বারের মতো আইপিএলের ফাইনালে উঠল দলটি। ২০১৬ সালে প্রথমবার ফাইনাল খেলেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছিল তারা। পরে দলটি ২০১৮ সালের ফাইনালে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ৮ উইকেটে হেরে যায়।
রান তাড়ায় ভালোই শুরু করে রাজস্থান। পাওয়োর প্লেতে ১ উইকেট হারিয়ে তারা তোলে ৫১ রান। তবে ২১ বলে ৪২ রান করে যশস্বী জয়সোয়াল ফিরে গেলে রানের চাকা থেমে যায় তাদের। এরপর ১ উইকেট ৬৫ রান থেকে ৯২ রান তুলতে ৬ উইকেট হারায় দলটি। ২ ছক্কা ও ৭ চারে ৩৫ বলে ৫৬ রানের ইনিংস খেলেন ধ্রুব জুরেল, যা কেবল হারের ব্যবধানই কমায়।
হায়দরাবাদের দুই স্পিনার—শাহবাজ ও অভিষেক করেন দুর্দান্ত বোলিং। এতদিন ব্যাট ঝড় তোলা অভিষেক ৪ ওভারে ২৩ রান নিয়ে নেন ২ উইকেট। শাহবাজ ২৩ রানে নিয়েছেন ৩টি। এর আগে ব্যাট হাতে ১৮ রানের ইনিংস খেলা শাহবাজই ম্যাচের নায়ক।
এর আগে পাওয়ার প্লেতে ৩ উইকেট হারালেও ৬৮ রান জমা করে হায়দরাবাদ। তিনটি উইকেটই নেন ট্রেন্ট বোল্ট। এর মাঝখানে ১৫ বলে ৩৭ রানের ঝলক দেখান রাহুল ত্রিপাঠি। কিন্তু এরপর কমতে থাকে হায়দরাবাদের রানের গতি। থিতু হলেও ২৮ বলে ৩৪ রানের বেশি করতে পারেননি ট্রাভিস হেড। বিপর্যয়ের ভিড়ে একপ্রান্ত আগলে রেখে হায়দরাবাদকে লড়াকু সংগ্রহ এনে দেন হাইনরিখ ক্লাসেন। ৩৪ বলে ৪ ছক্কায় ৫০ রান করেন এই ব্যাটার।
সংক্ষিপ্ত স্কোর:
সানরাইজার্স হায়দরাবাদ: ২০ ওভারে ১৭৫/৯ (হেড ৩৪, আভিশেক ১২, রাহুল ত্রিপাঠি ৩৭, মারক্রাম ১, ক্লসেন ৫০, নিতিশ ৫, সামাদ ০, শাহবাজ ১৮, কামিন্স ৫*, উনাদকাট ৫; বোল্ট ৪-০-৪৫-৩, অশ্বিন ৪-০-৪৩-০, সান্দিপ ৪-০-২৫-২, আভেশ ৪-০-২৭-৩, চেহেল ৪-০-৩৪-০)।
রাজস্থান রয়্যালস: ২০ ওভারে ১৩৯/৭ (জয়সওয়াল ৪২, কোলার-ক্যাডমোর ১০, স্যামসন ১০, পারাগ ৬, জুরেল ৫৬*, অশ্বিন ০, হেটমায়ার ৪, পাওয়েল ৬, বোল্ট ০*; ভুবনেশ্বর ৩-০-৩৩-০, কামিন্স ৪-০-৩০-১, নাটরাজান ৩-০-১১-১, উনাদকাট ১-০-৫-০, শাহবাজ ৪-০-২৩-৩, আভিশেক ৪-০-২৪-২, মারক্রাম ১-০-১০-০)।
ফল: সানরাইজার্স হায়দরাবাদ ৩৬ রানে জয়ী।
ম্যান অব দা ম্যাচ: শাহবাজ আহমেদ।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
অতিরিক্ত সময়ে এন্দ্রিকের জোড়া গোলে জিতে শেষ আটে রিয়াল
গ্রিক সাইপ্রিয়ট প্রশাসনকে অস্ত্র বিক্রয়ের মার্কিন সিদ্ধান্তে টিআরএনসি-এর ক্ষোভ ও উদ্বেগ
নরসিংদীতে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ, আহত ৮
পাবনায় জনজীবনে ভয়াবহ হচ্ছে ভার্চুয়াল আসক্তি
মাঝ আকাশে ভেঙে টুকরো ইলন মাস্কের ‘স্টারশিপ’
বাংলাদেশ-ভারতকে অতীত কবর দিয়ে নতুন করে শুরু করতে হবে: সুনন্দা কে দত্ত রায়
সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশের খসড়া অনুমোদন
সাইফ ইস্যুতে কেজরিওয়ালের বিস্ফোরক মন্তব্য, পাল্টা প্রতিক্রিয়া বিজেপি নেতার
ট্রাম্পের শুল্ক ছাড়াও চীনের অর্থনৈতিক সংকটে তিনটি বড় চ্যালেঞ্জ !
খেজুরের রস খেতে গিয়ে গাড়িচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত
দিয়ালোর দুর্দান্ত হ্যাটট্রিকে ইউনাইটেডের নাটকীয় জয়
আজারবাইজান-জর্জিয়া সম্পর্ক শক্তিশালীকরণে উচ্চপর্যায়ের বৈঠক
আসাদগেটে সিএনজি-ট্রাক সংঘর্ষ, একজনের মৃত্যু
মরক্কোতে নৌকা ডুবে ৪৪ পাকিস্তানির মৃত্যু
'বন্ধী মুক্তির চুক্তি' চূড়ান্ত জানিয়েছে নেতানিয়াহুর দপ্তর
সুদানের সেনাপ্রধানের ওপর নিষেধাজ্ঞা আরোপ যুক্তরাষ্ট্রের
উ. কোরিয়ার ইউক্রেনে সামরিক অংশগ্রহণ একটি কৌশলগত ভুল : রব বাউয়ার
সাইফ তো লিস্টে ছিল না,হঠাৎ হামলা হয়ে গেছেঃ মমতা
ঘণকুয়াশায় সাড়ে ৫ ঘন্টা আরিচা-কাজিরহাট এবং ৪ ঘন্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে
মেডিকেল ভর্তি পরীক্ষা আজ, মানতে হবে যেসব নির্দেশনা