শুরু থেকেই তাসকিনকে পাওয়ার আশা
২৬ মে ২০২৪, ১২:০৯ এএম | আপডেট: ২৬ মে ২০২৪, ১২:০৯ এএম
যুক্তরাষ্ট্র থেকে এখন পর্যন্ত ভালো কোনো খবর পায়নি বাংলাদেশের ক্রিকেট। হিউস্টনে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন টি-টোয়েন্টির সিরিজে নাজমুল হোসেন শান্তরা দুই ম্যাচ খেলে দুটিতেই হেরেছেন। গতকাল বাংলাদেশ সময় রাত ৯টায় তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশ খেলতে নেমেছিল ধবলধোলাই এড়ানোর লক্ষ্য নিয়ে। এতক্ষণে নিশ্চয়ই জেনেও গেছেন কি ঘটেছে ম্যাচের ভাগ্যে। তবে তার আগে কিছুটা স্বস্তির খবর দিয়েছেন তাসকিন আহমেদ। সাইড স্ট্রেইনের চোট থেকে তিনি অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন বলে গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন। টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে তাই আর কোনো পরিবর্তন আনার প্রয়োজন হচ্ছে না।
আইসিসির নিয়ম অনুযায়ী, গতকাল রাতেই শেষ হয়ে গেছে বিশ্বকাপ দলে পরিবর্তন আনার শেষ সময়। তার আগে নির্বাচক কমিটির সদস্যরা যুক্তরাষ্ট্রে অবস্থানরত প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও অধিনায়ক শান্তর সঙ্গে আলোচনা করেছেন। এরপর ১৪ মে ঘোষিত বিশ্বকাপ দলটাই অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত হয়। শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের এ কথা জানিয়ে প্রধান নির্বাচক বলেছেন, ‘এটা মূলত একটা ফরমালিটির ব্যাপার ছিল। বাড়তি সুবিধা দেওয়ার জন্য প্রতিটি দলকেই দেওয়া হয়েছিল সুযোগটা। সেই আলোকে আমরা ২৪ তারিখ দুবাই সময় রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত সময় পেয়েছিলাম। নিয়ম মেনে আমরা নির্বাচকেরা অধিনায়ক ও কোচের সঙ্গে আলোচনা করেছি। যে দলটা আমাদের এই মুহূর্তে আছে, সেই দলটিই আমরা বহাল রেখেছি। তাসকিনও দলে সংযুক্ত করা আছে।’
তাসকিনের চোট কাটিয়ে ওঠা নিয়ে সংশয় থাকলেও, তাকেই নিয়েই গড়া হয় বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড। দল ঘোষণার সময় প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন বলেছিলেন, টুর্নামেন্টের কোনো এক পর্যায়ে এই পেসারকে পাওয়া যেতে পারে। সেই আশায় বুক বেঁধে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের জন্য দেশ ছাড়ার সময়ই তাসকিনকে সঙ্গে নেয় দল। আর এই সিরিজ চলাকালে জানা গেল, তার পাজরের ডান পাশের হাড়ের চোট অনেকটাই সেরে ওঠার পথে।
ঘরের মাঠে চলতি মাসেই জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে ফিল্ডিংয়ের সময় এই চোট পান তাসকিন। ফলে ওই সিরিজের শেষ ম্যাচটি খেলা হয়নি তার। তখন করানো স্ক্যানের রিপোর্ট অবশ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। পরে যুক্তরাষ্ট্র গিয়ে আবার এমআরআই করানো হয় তাসকিনের। সেখানে সন্তোষজনক ফল পাওয়ার কথা বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে। প্রত্যাশার চেয়েও দ্রুত সেরে উঠছেন ২৯ বছর বয়সী পেসার। সব কিছু ঠিক থাকলে আগামী ১ জুন থেকে মাঝারি রান-আপে বোলিং শুরু করার কথা তার।
তাসকিনের চোটের অবস্থা এখন অনেকটাই ভালো জানিয়ে গাজী আশরাফ হোসেন যোগ করেন, ‘তাসকিনের আরেকটা এমআরআই হয়েছে। যে গতিতে তার অগ্রগতি হবে প্রত্যাশা করা হয়েছিল, তার চেয়ে ভালো করছে সে। ৩০-৩১ তারিখের দিকে আরেকবার তাকে দেখবে। এরপর ১ তারিখ হয়তো বোলিং শুরু করবে। তার আগে এখন থেকেই ট্রেনিং শুরু করবে। আশা করা যায় ৫ তারিখ থেকে তাসকিন ফুল রানআপে বোলিং করবে। এমন পরিকল্পনা করা হয়েছে। এটা সম্ভাব্য। আমি যে কথাগুলো বললাম, সবই সম্ভাব্য। এমনটা পরিকল্পনা। সব তো পরিকল্পনা মতো হয় না সবসময়। তবে আমরা আশাবাদী’
প্রাথমিকভাবে বোলিং শুরুর পর আর কোনো সমস্যা না হলে ৫ তারিখ থেকে পূর্ণ রান-আপে বোলিংয়ে ফিরবেন তাসকিন। আর বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ বাংলাদেশ সময় ৮ জুন ভোর সাড়ে ৬টা, শ্রীলঙ্কার বিপক্ষে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
জুলাই গণঅভ্যুত্থানের শহীদরাই আজকের বাংলাদেশ- কক্সবাজারে শিল্প উপদেষ্টা
অতিরিক্ত সময়ে এন্দ্রিকের জোড়া গোলে জিতে শেষ আটে রিয়াল
গ্রিক সাইপ্রিয়ট প্রশাসনকে অস্ত্র বিক্রয়ের মার্কিন সিদ্ধান্তে টিআরএনসি-এর ক্ষোভ ও উদ্বেগ
নরসিংদীতে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ, আহত ৮
পাবনায় জনজীবনে ভয়াবহ হচ্ছে ভার্চুয়াল আসক্তি
মাঝ আকাশে ভেঙে টুকরো ইলন মাস্কের ‘স্টারশিপ’
বাংলাদেশ-ভারতকে অতীত কবর দিয়ে নতুন করে শুরু করতে হবে: সুনন্দা কে দত্ত রায়
সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশের খসড়া অনুমোদন
সাইফ ইস্যুতে কেজরিওয়ালের বিস্ফোরক মন্তব্য, পাল্টা প্রতিক্রিয়া বিজেপি নেতার
ট্রাম্পের শুল্ক ছাড়াও চীনের অর্থনৈতিক সংকটে তিনটি বড় চ্যালেঞ্জ !
খেজুরের রস খেতে গিয়ে গাড়িচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত
দিয়ালোর দুর্দান্ত হ্যাটট্রিকে ইউনাইটেডের নাটকীয় জয়
আজারবাইজান-জর্জিয়া সম্পর্ক শক্তিশালীকরণে উচ্চপর্যায়ের বৈঠক
আসাদগেটে সিএনজি-ট্রাক সংঘর্ষ, একজনের মৃত্যু
মরক্কোতে নৌকা ডুবে ৪৪ পাকিস্তানির মৃত্যু
'বন্ধী মুক্তির চুক্তি' চূড়ান্ত জানিয়েছে নেতানিয়াহুর দপ্তর
সুদানের সেনাপ্রধানের ওপর নিষেধাজ্ঞা আরোপ যুক্তরাষ্ট্রের
উ. কোরিয়ার ইউক্রেনে সামরিক অংশগ্রহণ একটি কৌশলগত ভুল : রব বাউয়ার
সাইফ তো লিস্টে ছিল না,হঠাৎ হামলা হয়ে গেছেঃ মমতা
ঘণকুয়াশায় সাড়ে ৫ ঘন্টা আরিচা-কাজিরহাট এবং ৪ ঘন্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে