বোলারদের দিনে বিফলে মারুফার হ্যাটট্রিক
২৭ মে ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ২৭ মে ২০২৪, ১২:০৩ এএম
ঢাকা প্রিমিয়ার ডিভিশন উইমেন’স ক্রিকেট লিগের ম্যাচে হ্যাটট্রিক উপহার দিয়েছেন মারুফা আক্তার। দেশ সেরা পেসারের এমন কীর্তির পরও অবশ্য মোহামেডানের বিপক্ষে জিততে পারেনি তার দল বিকেএসপি। ৭২ রানে হেরে গেল মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে।
বিকেএসপি চার নম্বর মাঠে মারুফা হ্যাটট্রিক করেন মোহামেডানের ইনিংসের শেষ ওভারে। এই ওভারে মোহামেডান উইকেট হারায় চারটি। প্রথম বলে রান আউট হন শম্পা। পরে টানা তিন বলে সাবেকুন নাহার, সুলতানা ইয়াসমিস বৈশাখি ও ফারিহা তৃষ্ণাকে ফিরিয়ে হ্যাটট্রিক করেন মারুফা। তবে তার আগেই দ্বিতীয় উইকেটে ৯৭ রানের জুটি গড়েন মুর্শিদা খাতুন (৪৬) ও সোবহানা মোস্তারি (৬৪)। পরে দুই অভিজ্ঞ রুমানা আহমেদ (৩৫) ও আয়েশা রহমানের (৩৩) ব্যাটে মোহামেডান তোলে ৫০ ওভারে ৯ উইকেটে ২২৮ রান। ১০ ওভারে ৩৫ রান দিয়ে চার উইকেট নেন রাবেয়া। দুটি উইকেট নিতে পারেন নিশিতা আক্তার, একটি করে ফারজানা ইয়াসমিন ও সুবর্না কর্মকার।
রান তাড়ায় বিকেএসপি শুরুতে লড়াই খারাপ করেনি। এক পর্যায়ে দুই উইকেট হারিয়ে ১০০ ছুঁয়ে ফেলে তারা। কিন্ত ওপেনার ফাহমিদা ছোঁয়া ৩৯ রান করে তৃষ্ণার বলে বোল্ড হওয়ার পর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে দলের ইনিংস। ২৫ রানে ৩ উইকেট নিয়ে মোহামেডানের সফলতম বোলার তৃষ্ণা। দুটি করে নেন সাবেকুন নাহার, ফাতেমা জাহান সোনিয়া ও রুমানা আহমেদ। অভিজ্ঞ সালমা খাতুনকে দেখা যায়নি একাদশে।
এদিকে, বিকেএসপির আরেক মাঠেও চলেছে বোলিং দাপট। ১০ ওভারের ছয়টিই মেডেন। ১৩ রানে শিকার চার উইকেট। গুলশার ইয়ুথ ক্লাবের ব্যাটিংয়ের মেরুদন্ডই ভেঙে দেন রাবেয়া খান। তার দারুণ বোলিংয়ে গড়ে ওঠা ভিত রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদকে এনে দেয় ৬ উইকেটের জয়।
বিকেএসপি এক নম্বর মাঠে গুলশান ইয়ুথের প্রথম ছয় ম্যাচের চারজনকেই বিদায় করেন রাবেয়া। তাদের মধ্যে দুঅঙ্ক ছুতে পারেন কেবল জুয়াইরিয়া ফেরদৌস (২৬)। ৫১ রানে ৫ উইকেট হারানো দলকে কিছুটা এগিয়ে নেন সুরাইয়া আজমিন। সাতে নেমে ৩৭ রানে অপরাজিত থাকেন তিনি। ১১৫ রানে গুটিয়ে যায় গুলশান ইয়ুথ। রাবেয়ার মতো ১০ ওভারে কেবল ১৩ রান দেন মুক্তা রাভিন্দ্রা মাগরে। ভারতীয় পেসারের উইকেট দুটি। জান্নাতুল ফেরদৌস সুমনা, লাকি খাতুন ও লতা ম-ল নেন একটি করে উইকেট।
রূপালি ব্যাংকের রান তাড়া খুব মসৃণ হয়নি। ৬২ রানে ৪ উইকেট হারায় তারা। এর মধ্যে অধিনায়ক নিগার সুলতানাও ফেরেন ১৬ রান করে। তবে দুই অভিজ্ঞ ফারজানা হক ও লতা ম-ল আর কোনো বিপদ হতে দেননি। ৬৩ বলে ৩৬ রানে অপরাজিত থাকে ফারজানা, ৪০ বলে ৩২ রানে লতা।
দিনের অপর ম্যাচে ব্যাটে-বলে সম্মিলিত পারফরম্যান্সে বিকেএসপি তিন নম্বর মাঠে কলাবাগান ক্রীড়া চক্রকে ৭৮ রানে হারায় আবাহনী লিমিটেড।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
অতিরিক্ত সময়ে এন্দ্রিকের জোড়া গোলে জিতে শেষ আটে রিয়াল
গ্রিক সাইপ্রিয়ট প্রশাসনকে অস্ত্র বিক্রয়ের মার্কিন সিদ্ধান্তে টিআরএনসি-এর ক্ষোভ ও উদ্বেগ
নরসিংদীতে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ, আহত ৮
পাবনায় জনজীবনে ভয়াবহ হচ্ছে ভার্চুয়াল আসক্তি
মাঝ আকাশে ভেঙে টুকরো ইলন মাস্কের ‘স্টারশিপ’
বাংলাদেশ-ভারতকে অতীত কবর দিয়ে নতুন করে শুরু করতে হবে: সুনন্দা কে দত্ত রায়
সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশের খসড়া অনুমোদন
সাইফ ইস্যুতে কেজরিওয়ালের বিস্ফোরক মন্তব্য, পাল্টা প্রতিক্রিয়া বিজেপি নেতার
ট্রাম্পের শুল্ক ছাড়াও চীনের অর্থনৈতিক সংকটে তিনটি বড় চ্যালেঞ্জ !
খেজুরের রস খেতে গিয়ে গাড়িচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত
দিয়ালোর দুর্দান্ত হ্যাটট্রিকে ইউনাইটেডের নাটকীয় জয়
আজারবাইজান-জর্জিয়া সম্পর্ক শক্তিশালীকরণে উচ্চপর্যায়ের বৈঠক
আসাদগেটে সিএনজি-ট্রাক সংঘর্ষ, একজনের মৃত্যু
মরক্কোতে নৌকা ডুবে ৪৪ পাকিস্তানির মৃত্যু
'বন্ধী মুক্তির চুক্তি' চূড়ান্ত জানিয়েছে নেতানিয়াহুর দপ্তর
সুদানের সেনাপ্রধানের ওপর নিষেধাজ্ঞা আরোপ যুক্তরাষ্ট্রের
উ. কোরিয়ার ইউক্রেনে সামরিক অংশগ্রহণ একটি কৌশলগত ভুল : রব বাউয়ার
সাইফ তো লিস্টে ছিল না,হঠাৎ হামলা হয়ে গেছেঃ মমতা
ঘণকুয়াশায় সাড়ে ৫ ঘন্টা আরিচা-কাজিরহাট এবং ৪ ঘন্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে
মেডিকেল ভর্তি পরীক্ষা আজ, মানতে হবে যেসব নির্দেশনা