প্রস্তুতি ম্যাচের দলে কোচরাও!
২৮ মে ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ২৮ মে ২০২৪, ১২:০৩ এএম
আইপিএলে টানা খেলার ধকল কাটানোর জন্য সাময়িক ছুটি পেয়েছেন অস্ট্রেলিয়ার কয়েকজন ক্রিকেটার। এর প্রভাব পড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি পর্বে। সে প্রভাব এতটাই যে, টুর্নামেন্টের আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে বিশ্বকাপ দলের শুধু ৯ ক্রিকেটারকে পাচ্ছে তারা! ফলে পুরো দল নামাতে হলে কোচিং স্টাফদের ডাকতে হবে অস্ট্রেলিয়াকে!
সদ্য সমাপ্ত আইপিএলের ফাইনাল খেলেছেন ট্রাভিস হেড, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স। প্লে-অফে ছিলেন গেøন ম্যাক্সওয়েল ও ক্যামেরন গ্রিন। তাদের ৫ জনকেই পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য কিছু দিনের ছুটি দেওয়া হয়েছে। এছাড়া এখনও দলের সঙ্গে যোগ দেননি মার্কাস স্টয়নিস। এই ছয়জনকে ছাড়াই প্রস্তুতি পর্বের ম্যাচগুলো খেলতে হবে অস্ট্রেলিয়াকে। তবে ম‚ল পর্ব শুরু আগেই তারা সবাই বার্বাডোজে দলের সঙ্গে যোগ দেবেন।
ত্রিনিদাদের পোর্ট অব স্পেইনে বাংলাদেশ সময় আগামীকাল ভোর ৫টায় নামিবিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়ার প্রথম প্রস্তুতি ম্যাচ। একই মাঠে শুক্রবার একই সময়ে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে তারা। এই পর্বে বিশ্বকাপ স্কোয়াডের সবাইকে না পেলেও চিন্তিত নন অস্ট্রেলিয়ার অধিনায়ক। বরং ক্রিকেট অস্ট্রেলিয়ায় প্রকাশিত প্রতিবেদনে সতীর্থদের বিশ্রামের গুরুত্বের কথা বলেছেন মিচেল মার্শ, ‘নমনীয় থাকা জরুরি। ছেলেরা আইপিএলে ছিল। তারা অনেক ক্রিকেট খেলেছে। তাই আমরা তাদের বিশ্রামকে প্রাধান্য দিয়েছি। বাড়িতে পরিবারের সঙ্গে থাকুক, সতেজ হোক এবং এই লম্বা টুর্নামেন্টে (বিশ্বকাপ) খেলুক। আমরা শেষ পর্যন্ত ১৫ জনের সবাইকেই পাব। তবে বাড়িতে অল্প কিছু দিন কাটানোর জন্য হলেও তাদের বিরতি দেওয়াটা গুরুত্বপূর্ণ।’
আইসিসির নিয়মের কারণে বিশ্বকাপে ভ্রমণসঙ্গী রিজার্ভ হিসেবে ডাক পাওয়া জেইক ফ্রেজার-ম্যাকগার্ক ও ম্যাথু শর্টও প্রস্তুতি পর্বের ম্যাচ দুটি খেলতে পারবেন না। তাই ম‚ল পর্ব শুরুর আগে দলের সঙ্গে ক্যারিবিয়ানে যোগ দেবেন তারা। ম‚ল স্কোয়াডের ৬ ক্রিকেটার বিশ্রামে থাকায় নামিবিয়ার বিপক্ষে ফিল্ডিংয়ে অস্ট্রেলিয়ার কোচিং প্যানেলের সদস্যদের মাঠে দেখা যেতে পারে। বিশ্বকাপের জন্য কোচিং স্টাফে যুক্ত হয়েছেন ব্র্যাড হজ। এছাড়া প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড, সহকারী কোচ আন্দ্রে বোরোভেচ বা নির্বাচক জর্জ বেইলিকেও ফিল্ডিংয়ে নামানো হতে পারে। আরেক সহকারী কোচ ড্যানিয়েল ভেটোরিও অবশ্য থাকবেন দলের সঙ্গে। তবে তিনি কখনও অস্ট্রেলিয়ার হয়ে ক্রিকেট না খেলায় প্রস্তুতি পর্বের ম্যাচ দুটিতে মাঠে নামতে পারবেন না।
বিশ্বকাপের ম‚ল পর্বে অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচ ৬ জুন। বার্বাডোজে ওমানের বিপক্ষে খেলা শুরু বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায়।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
এলএন-এর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ, কলম্বিয়ায় শান্তি আলোচনা বাধাগ্রস্ত
ফরিদপুর মহানগর যুবদলের সভাপতি হলেন ইউসুফ হোসেন
ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে পড়েছিল মোটরসাইকেল আরোহীর চূর্ণ-বিচূর্ণ লাশ
জুলাই গণঅভ্যুত্থানের শহীদরাই আজকের বাংলাদেশ- কক্সবাজারে শিল্প উপদেষ্টা
অতিরিক্ত সময়ে এন্দ্রিকের জোড়া গোলে জিতে শেষ আটে রিয়াল
গ্রিক সাইপ্রিয়ট প্রশাসনকে অস্ত্র বিক্রয়ের মার্কিন সিদ্ধান্তে টিআরএনসি-এর ক্ষোভ ও উদ্বেগ
নরসিংদীতে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ, আহত ৮
পাবনায় জনজীবনে ভয়াবহ হচ্ছে ভার্চুয়াল আসক্তি
মাঝ আকাশে ভেঙে টুকরো ইলন মাস্কের ‘স্টারশিপ’
বাংলাদেশ-ভারতকে অতীত কবর দিয়ে নতুন করে শুরু করতে হবে: সুনন্দা কে দত্ত রায়
সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশের খসড়া অনুমোদন
সাইফ ইস্যুতে কেজরিওয়ালের বিস্ফোরক মন্তব্য, পাল্টা প্রতিক্রিয়া বিজেপি নেতার
ট্রাম্পের শুল্ক ছাড়াও চীনের অর্থনৈতিক সংকটে তিনটি বড় চ্যালেঞ্জ !
খেজুরের রস খেতে গিয়ে গাড়িচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত
দিয়ালোর দুর্দান্ত হ্যাটট্রিকে ইউনাইটেডের নাটকীয় জয়
আজারবাইজান-জর্জিয়া সম্পর্ক শক্তিশালীকরণে উচ্চপর্যায়ের বৈঠক
আসাদগেটে সিএনজি-ট্রাক সংঘর্ষ, একজনের মৃত্যু
মরক্কোতে নৌকা ডুবে ৪৪ পাকিস্তানির মৃত্যু
'বন্ধী মুক্তির চুক্তি' চূড়ান্ত জানিয়েছে নেতানিয়াহুর দপ্তর
সুদানের সেনাপ্রধানের ওপর নিষেধাজ্ঞা আরোপ যুক্তরাষ্ট্রের