ঢাকা   শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫ | ৩ মাঘ ১৪৩১
বিশ্বকাপের আগে বাংলাদেশের যুক্তরাষ্ট্র সিরিজ

কি পেলাম আর কি হারালাম

Daily Inqilab স্পোর্টস রিপোর্টার

২৮ মে ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ২৮ মে ২০২৪, ১২:০৩ এএম

বাংলাদেশের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে যুক্তরাষ্ট্র বিশ্রামে রাখে তাদের অধিনায়কসহ আগের দুই ম্যাচের সেরা পারফর্মারদের। বিশ্বকাপ সামনে রেখে অনেকটা পরীক্ষা নিরীক্ষায় নামে তারা। অথচ হওয়ার কথা ছিলো উল্টো। সেরাদের বিশ্রামে রেখে নীরিক্ষা চালানোর কথা ছিলো বাংলাদেশেরই। তা বাদ দিয়ে নাজমুল হোসেন শান্তদের হোয়াইটওয়াশের বিব্রতকর পরিস্থিতি থেকে বাঁচতে খেলতে হয়েছে। প্রশ্ন উঠেছে এই সিরিজ থেকে আসলে কি পেল বাংলাদেশ?
প্রস্তুতির প্রসঙ্গে বলা যেতে পারে, কন্ডিশনের সঙ্গে তো খাপ খাওয়ানো গেল। কিন্তু যদি দেখিয়ে দেওয়া হয় টেক্সাসের এই সময়ের আবহাওয়া আর বাংলাদেশের আবহাওয়ার তেমন ফারাক নেই। মন্থর উইকেটের ধরণের সঙ্গেও দেশের উইকেটগুলোর বেশ মিলই আছে। তাতে প্রশ্নটা আরও বড় হয়। সহযোগী সদস্য দেশটির বিপক্ষে খেলে এবং হেরে বিশ্বকাপের আগে উল্টো আত্মবিশ্বাসে দাগ পড়ে গেছে। মাথার উপর প্রবল চাপ তৈরি হয়েছে, গলার ভেতর বিদ্ধ হয়েছে অস্বস্তির কাঁটা। এর বদলে প্রাপ্তি কি? শেষ ম্যাচ বাংলাদেশ ১০ উইকেটে জিতেও নিস্তার নেই। তাও ট্রল হচ্ছে শান্তদের নিয়ে। বড় হারের পরও যে যুক্তরাষ্ট্র দাবি করতেই পারে, ‘আমরা তো সেরা দল খেলাইনি’। গুরুত্বহীন ম্যাচ তাই অস্বস্তির কাঁটা দূর করার উপায় কোথায়?
বিশ্বকাপ সামনে রেখে এই সিরিজের পরিকল্পনা করা হয় বেশ আগে। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে আগেভাগে যুক্তরাষ্ট্রে গিয়ে খেলার সূচি ঠিক করে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগ। তখনই প্রশ্ন উঠেছিল, তাই বলে যুক্তরাষ্ট্রের বিপক্ষে কেন? অন্য আর কেউই নেই? এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ নিয়েও একই প্রশ্ন ঘোরাফেরা করেছে। বিশ্বকাপের কঠিন লড়াইয়ে নামার আগে দুর্বল দুটি দলের বিপক্ষে খেলে আসল পরীক্ষা হবে কিনা তা নিয়ে খোদ দল সংশ্লিষ্ট কেউ কেউ সন্দিহান ছিলেন। কে জানত দুর্বল দলই বাংলাদেশের জন্য হয়ে উঠবে প্রবল। শাক দিয়ে মাছ ঢেকে রাখার চেষ্টা করেও যা পারা যাবে না!
ঘরের মাঠে খেলা বলে জিম্বাবুয়ে বাংলাদেশকে চ্যালেঞ্জ জানাতে পারেনি, বিশ দলের বিশ্বকাপে উঠতে না পারা দলটির সা¤প্রতিক পারফরম্যান্সও ছিলো তলানিতে। তাদের বিপক্ষে প্রথম তিন ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করেও একাদশে খুব বেশি উলটপালট করেনি বাংলাদেশ। তাসকিন আহমেদের মতন মূল পেসার টানা চার ম্যাচ খেলে পড়েন ইনজুরিতে। ৪-১ ব্যবধানে সিরিজ হারলেও জিম্বাবুয়ে কিন্তু আগামীর চিন্তায় কিছু পরীক্ষা করতে পেরেছে। শন উইলিয়ামস, ক্রেইগ আরভিন, রায়ান বার্লদের মতন পরীক্ষিত তারকাদের বসিয়ে নতুনদের সুযোগ দেয় তারা। জোনাথন ক্যাম্পবেল, ব্রায়ান বেনেটদের মতন দুই তরুণকে বেরও করে নিয়ে আসে।
যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের সিরিজেও একাদশে পরীক্ষা নিরীক্ষা হয়নি। রিজার্ভ তালিকায় থাকা দুই ক্রিকেটারের একজন (হাসান মাহমুদ) খেলার সুযোগ পেয়েছেন। তাও কেবল শেষ ম্যাচে, ততক্ষণে বিশ্বকাপ দলে বদল আনার সম্ভাবনা শেষ। অর্থাৎ দেখা যাচ্ছে এই দুই সহজ প্রতিপক্ষের বিপক্ষেই বাংলাদেশ খেলেছে একধরণের ভয় নিয়ে। হারের এই ভয় পুরো দলকে আড়ষ্ট করে রেখেছিলো। বিশ্বকাপ সামনে রেখে ব্যাটারদের মেলে ধরার সুযোগ দেওয়ার বদলে যেমন জিম্বাবুয়ের বিপক্ষে জয় নিশ্চিত করা ছিলো গুরুত্বের শীর্ষে। টস জিতে আগে তাই ব্যাটিং করতে দেখা যায়নি একাধিকবার। এসব ¯্রফে খেলোয়াড়দের বিষয় না, টিম ম্যানেজমেন্টের দুর্বল পরিকল্পনারও ফসল।
জিম্বাবুয়ে ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে দুই সিরিজ দেখিয়ে দিল খেলোয়াড়দের দক্ষতার পাশাপাশি কর্মকর্তাদের চিন্তার দীনতা। সহজ প্রশ্ন বেছে লেটার মার্কস পেয়ে একধরণের ফাঁপা আত্মবিশ্বাসের বিজ্ঞাপন চেয়েছেন তারা। যুক্তরাষ্ট্রের দল সেই পরিকল্পনা নসাৎ করে দেওয়ায় তারা এখন হয়ত বিব্রত, না হয় হিসাব মেলাতে না পেরে আপাতত গুটিয়ে গেছেন। সাকিব আল হাসানের ভাষায় যুক্তরাষ্ট্র সিরিজের ফল প্রভাব ফেলতে পারে বিশ্বকাপে, সেই প্রভাব মানে নেতিবাচক প্রভাব। আবার নাও পারে। সিরিজটা না খেললে এই ঝুঁকিটা থাকত না। বিশ্বাসের জমিন চওড়া রেখেই মূল আসরে নেমে পড়তে পারতেন তারা। তবে এই সিরিজটা না খেললে অবশ্য নানামুখী দীনতা আড়ালেই থাকত। এখন রোগটা এতবেশি প্রকাশিত যে চিকিৎসার একটা ব্যবস্থা হলেও হতে পারে।
বিশ্বকাপের মূল মঞ্চে নামার আগে বাংলাদেশের হাতে আছে আরও দুটি ম্যাচ। দুটোই নির্জলা প্রস্তুতি ম্যাচ। এসব ম্যাচে কিছু জিনিস হয়ত খতিয়ে দেখার সুযোগ থাকবে। স্বীকৃত ম্যাচ না হওয়ার খবরে ব্যাটাররা যদি চাপ সরিয়ে মেলে ধরতে পারেন তাও হবে এক প্রাপ্তি। একটা জায়গায় অবশ্য শান্তরা স্বস্তি খুঁজতে পারেন। বিশ্বকাপের আগে এমন পারফরম্যান্স করেছেন যে তাদের নিয়ে সমর্থকদের প্রত্যাশার মাত্রা শূন্যের ঘরে। হারানোর তো আর কিছুই বাকি নেই, এই আবহে যদি জেগে উঠা যায়!

 

 


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

অতিরিক্ত সময়ে এন্দ্রিকের জোড়া গোলে জিতে শেষ আটে রিয়াল
দিয়ালোর দুর্দান্ত হ্যাটট্রিকে ইউনাইটেডের নাটকীয় জয়
অবিশ্বাস্য নতুন চুক্তিতে প্রতি মিনিটে রোনালদোর আয় ৪৩ হাজার টাকা!
স্থানীয় খেলোয়াড়দের পারফরমেন্স এবারের বিপিএলকে জাঁকজমক করেছে: আশরাফুল
টিভিতে দেখুন
আরও

আরও পড়ুন

এলএন-এর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ, কলম্বিয়ায় শান্তি আলোচনা বাধাগ্রস্ত

এলএন-এর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ, কলম্বিয়ায় শান্তি আলোচনা বাধাগ্রস্ত

ফরিদপুর মহানগর যুবদলের সভাপতি হলেন ইউসুফ হোসেন

ফরিদপুর মহানগর যুবদলের সভাপতি হলেন ইউসুফ হোসেন

ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে পড়েছিল মোটরসাইকেল আরোহীর চূর্ণ-বিচূর্ণ লাশ

ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে পড়েছিল মোটরসাইকেল আরোহীর চূর্ণ-বিচূর্ণ লাশ

জুলাই গণঅভ্যুত্থানের শহীদরাই আজকের বাংলাদেশ- কক্সবাজারে শিল্প উপদেষ্টা

জুলাই গণঅভ্যুত্থানের শহীদরাই আজকের বাংলাদেশ- কক্সবাজারে শিল্প উপদেষ্টা

অতিরিক্ত সময়ে এন্দ্রিকের জোড়া গোলে জিতে শেষ আটে রিয়াল

অতিরিক্ত সময়ে এন্দ্রিকের জোড়া গোলে জিতে শেষ আটে রিয়াল

গ্রিক সাইপ্রিয়ট প্রশাসনকে অস্ত্র বিক্রয়ের মার্কিন সিদ্ধান্তে টিআরএনসি-এর ক্ষোভ ও উদ্বেগ

গ্রিক সাইপ্রিয়ট প্রশাসনকে অস্ত্র বিক্রয়ের মার্কিন সিদ্ধান্তে টিআরএনসি-এর ক্ষোভ ও উদ্বেগ

নরসিংদীতে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ, আহত ৮

নরসিংদীতে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ, আহত ৮

পাবনায় জনজীবনে ভয়াবহ হচ্ছে ভার্চুয়াল আসক্তি

পাবনায় জনজীবনে ভয়াবহ হচ্ছে ভার্চুয়াল আসক্তি

মাঝ আকাশে ভেঙে টুকরো ইলন মাস্কের ‘স্টারশিপ’

মাঝ আকাশে ভেঙে টুকরো ইলন মাস্কের ‘স্টারশিপ’

বাংলাদেশ-ভারতকে অতীত কবর দিয়ে নতুন করে শুরু করতে হবে: সুনন্দা কে দত্ত রায়

বাংলাদেশ-ভারতকে অতীত কবর দিয়ে নতুন করে শুরু করতে হবে: সুনন্দা কে দত্ত রায়

সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশের খসড়া অনুমোদন

সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশের খসড়া অনুমোদন

সাইফ ইস্যুতে কেজরিওয়ালের বিস্ফোরক মন্তব্য, পাল্টা প্রতিক্রিয়া বিজেপি নেতার

সাইফ ইস্যুতে কেজরিওয়ালের বিস্ফোরক মন্তব্য, পাল্টা প্রতিক্রিয়া বিজেপি নেতার

ট্রাম্পের শুল্ক ছাড়াও চীনের অর্থনৈতিক সংকটে তিনটি বড় চ্যালেঞ্জ !

ট্রাম্পের শুল্ক ছাড়াও চীনের অর্থনৈতিক সংকটে তিনটি বড় চ্যালেঞ্জ !

গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

দিয়ালোর দুর্দান্ত হ্যাটট্রিকে ইউনাইটেডের নাটকীয় জয়

দিয়ালোর দুর্দান্ত হ্যাটট্রিকে ইউনাইটেডের নাটকীয় জয়

আজারবাইজান-জর্জিয়া সম্পর্ক শক্তিশালীকরণে উচ্চপর্যায়ের বৈঠক

আজারবাইজান-জর্জিয়া সম্পর্ক শক্তিশালীকরণে উচ্চপর্যায়ের বৈঠক

আসাদগেটে সিএনজি-ট্রাক সংঘর্ষ, একজনের মৃত্যু

আসাদগেটে সিএনজি-ট্রাক সংঘর্ষ, একজনের মৃত্যু

মরক্কোতে নৌকা ডুবে ৪৪ পাকিস্তানির মৃত্যু

মরক্কোতে নৌকা ডুবে ৪৪ পাকিস্তানির মৃত্যু

'বন্ধী মুক্তির চুক্তি' চূড়ান্ত জানিয়েছে নেতানিয়াহুর দপ্তর

'বন্ধী মুক্তির চুক্তি' চূড়ান্ত জানিয়েছে নেতানিয়াহুর দপ্তর

সুদানের সেনাপ্রধানের ওপর নিষেধাজ্ঞা আরোপ যুক্তরাষ্ট্রের

সুদানের সেনাপ্রধানের ওপর নিষেধাজ্ঞা আরোপ যুক্তরাষ্ট্রের