বিশ্বকাপের আগে সাকিবের পতন
৩০ মে ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ৩০ মে ২০২৪, ১২:০৪ এএম
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি মাত্র দুই দিন। দলগুলো এখন প্রস্তুতি ম্যাচ নিয়েই বেশি ব্যস্ত। যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে পরাস্ত হওয়া বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান ছিলেন মলিন। ব্যাটিং কিংবা বোলিং কোনো বিভাগেই সুবিধা করতে পারেননি ৩৭ বছর বয়সী এই অভিজ্ঞ ক্রিকেটার। এর নেতিবাচক প্রভাব পড়েছে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে। গতকাল খেলোয়াড়দের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
গত শনিবার শেষ হওয়া সিরিজের প্রথম দুই ম্যাচে ব্যাট করার সুযোগ মিলেছিল সাকিবের। তিনি যথাক্রমে ৬ ও ৩০ রানে আউট হয়েছিলেন। আর তিন ইনিংসে হাত ঘুরিয়ে নিয়েছিলেন ¯্রফে ১ উইকেট। প্রথম দুই টি-টোয়েন্টিতে তিনি ছিলেন উইকেটশূন্য। এই বেহাল দশার কারণে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং- তিন র্যাঙ্কিংয়েই অবনতি হয়েছে সাকিবের।
টি-টোয়েন্টি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হাতছাড়া হয়ে গেছে সাকিবের। তিনি ২২৩ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে যাওয়ায় এক নম্বরে উঠে গেছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। শ্রীলঙ্কার এই অলরাউন্ডারের রেটিং পয়েন্ট ২২৮। ব্যাটিংয়ে তিন ধাপ পিছিয়ে সাকিব আছেন যৌথভাবে ৮২তম স্থানে। আর বোলিংয়ে এক ধাপ অবনতি হওয়ায় তার অবস্থান ৩১ নম্বরে।
এদিকে, আন্তর্জাতিক সিরিজ খেলছে ইংল্যান্ড ও পাকিস্তান। শেষ হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও। এই দুই সিরিজের প্রভাবও পড়েছে বিশ্বকাপের আগে আইসিসির হালনাগাদকৃত সর্বশেষ র্যাঙ্কিংয়ে।
পাকিস্তান-ইংল্যান্ডের চার ম্যাচ সিরিজের প্রথম তিন ম্যাচের মধ্যে দুটি ম্যাচই পরিত্যক্ত হয়েছে বৃষ্টিতে। এখন পর্যন্ত হয়েছে শুধু দ্বিতীয় টি-টোয়েন্টি। সে ম্যাচে ৮৪ রানের ইনিংস খেলে টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার এখন সাতে। ২১ রানের ইনিংস খেলে জনি বেয়ারেস্টো এগিয়েছেন ৮ ধাপ। তার অবস্থান ৩৬তম।
দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তান হারলেও ২১ বলে ৪৫ রানের ইনিংস খেলেছেন ফখর জামান। তাতে ৬ ধাপ এগিয়ে ৫১ নম্বরে উঠে এসেছেন ফখর। ৩ উইকেট নিয়ে শাহিন শাহ আফ্রিদি এগিয়েছেন ৩ ধাপ, আছেন যৌথভাবে ১১ নম্বরে। স্পিনার ইমাদ ওয়াসিম ১৯ রানে ২ উইকেট নিয়ে ১৪ ধাপ এগিয়েছেন, আছেন ৩৮ নম্বরে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ ১৫৯ রান করে ব্র্যান্ডন কিং এগিয়েছেন ৫ ধাপ, উঠে এসেছেন ৮ নম্বরে। জনসন চার্লস এগিয়েছেন ১৭ ধাপ। এই ডানহাতির অবস্থান ২০ নম্বরে। বাঁহাতি কাইল মায়ার্স ১২ ধাপ এগিয়েছেন, আছেন ৩১ নম্বরে। প্রোটিয়াদের বিপক্ষে ৮ উইকেট নিয়ে সিরিজসেরা হয়েছেন গুড়াকেশ মোতি। সিরিজ শুরুর আগে তিনি ছিলেন ১০০-এর বাইরে, বর্তমানে তার অবস্থান ২৭তম স্থানে।
ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ের শীর্ষে থেকেই বিশ্বকাপ শুরু করবেন সূর্যকুমার যাদব। বোলারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে আছেন ইংল্যান্ডের আদিল রশিদ।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ব্রাহ্মণপাড়ায় এইচএমপিভি সচেতনতায় স্বাস্থ্য কমপ্লেক্সের প্রচারণা
জেলা প্রশাসক গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভালুকা উপজেলা
গৌরনদীতে দাদাবাড়ি বেড়াতে এসে শিশু খুনের ঘটনায় ২ নারীসহ গ্রেফতার ৪
কম্বোডিয়ার পরিবর্তে অনৈতিক কাজে সউদী পাঠানোর প্রস্তাব পাসপোর্ট আটকে রেখে টাকা দাবি
মেডিক্যাল ভর্তি পরীক্ষায় আবু সাঈদকে নিয়ে প্রশ্ন
কুষ্টিয়ায় দুষ্কৃতকারীদের হুমকিতে গড়াই খননকাজ বন্ধ,থানায় অভিযোগ
কাপ্তাই জাতীয় বিদ্যুৎ শ্রমিক ইউনিয়ন সিবিএ কর্তৃক শীতবস্ত্র কম্বল বিতরণ
মুক্তা বাতাসে বাবরের জুমার নামাজ আদায়
তারুণ্যের উৎসবে আনন্দের ঢেউ
কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধ ইটভাটায় পুড়ছে কাঠ
বিরলে ৫ দিন ব্যাপি চতুর্থ উপজেলা কাব ক্যাম্পুরীর শুভ উদ্বোধন
আটঘরিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বাড়িঘর ভাঙচুর লুটপাট
আ.লীগকে হিটলারের নাৎসি বাহিনীর মত নিষিদ্ধ করতে হবে: রাশেদ খাঁন
কুমিল্লা নগর আওয়ামী লীগ নেতা কবির শিকদার গ্রেফতার
ঝিনাইদহে ১৬ দিনে সড়ক দুর্ঘটনায় ১২ জনের মৃত্যু
সরিষাবাড়ীতে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে নিহত ১ আহত ১০
চকরিয়াতে পৃথক ঘটনায় ৩ জন নিহত, আহত ৫
কালীগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুনামেন্ট উদ্বোধন
ঈশ্বরগঞ্জে সার ও ভাউচারের গড়মিলে ২ ডিলারকে জরিমানা
বাংলাদেশের সমাজব্যবস্থা আলেমদের হাতেই নিরাপদ: এ এম এম বাহাউদ্দীন