রিশাদ-মুস্তাফিজে মজেছে মিসবাহ-শোয়েব-তামিমরা

Daily Inqilab স্পোর্টস রিপোর্টার

১৫ জুন ২০২৪, ১২:১৩ এএম | আপডেট: ১৫ জুন ২০২৪, ১২:১৩ এএম

নেদারল্যান্ডসকে হারিয়ে বাংলাদেশ সুপার এইটের খুব কাছে পৌঁছে গেছে। ১৭ জুন নেপালের বিপক্ষে গ্রুপে বাংলাদেশের শেষ ম্যাচ। এই ম্যাচ জিতলে তো কথাই নেই, হারলেও সুপার এইটে যাওয়ার সুযোগ থাকবে বাংলাদেশের। আর গতপরশু নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে ফর্মে ফিরেছেন সাকিব আল হাসান। সব মিলিয়ে ‘ডি’ গ্রুপে গুরুত্বপূর্ণ ম্যাচে তুলে নেওয়া জয়ে বাংলাদেশের খেলোয়াড়দের প্রশংসায় ভাসিয়েছেন পাকিস্তানের সাবেক দুই অধিনায়ক মিসবাহ-উল-হক ও শোয়েব মালিক।

‘হাম স্পোর্টস’- এর অনুষ্ঠান ‘দ্য ফ্লিক’- এ মিসবাহ বলেছেন, ‘সাকিব মনে হয় ১৭ বছর ধরে খেলছে। বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ খেলেছে। ওর আত্মবিশ্বাসের জন্য এটা (রান পাওয়া) দরকার ছিল, দলের জন্যও। খুবই গুরুত্বপূর্ণ ইনিংস ছিল, শুধু রানই করেনি, কর্তৃত্বও দেখিয়েছে। শুরুতেই উইকেট চলে গিয়েছিল, সেই ধাক্কা কাটিয়ে উঠে বাংলাদেশকে ১৬০ রান করার মতো মঞ্চ গড়ে দিয়েছে।’ মিসবাহ আরও বলেন, ‘মুস্তাফিজ দারুণ বোলিং করেছেন। বাংলাদেশের উইকেটের মতো উইকেট, ওর সেøায়ার ব্যাটসম্যান বুঝতেই পারেনি। রিশাদও দুর্দান্ত বোলিং করেছে। সামনের ম্যাচ জিতে এরা যদি সুপার এইটে যায়, ওয়েস্ট ইন্ডিজে তারা খুব কার্যকর হতে পারে, কন্ডিশনও তাদের জন্য মানানসই হবে।’

একই অনুষ্ঠানে মালিক প্রশংসা করেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুলেরও, ‘নেদারল্যান্ডসের ব্যাটিং অর্ডারের প্রথম ৫ ব্যাটসম্যানের সবাই শুরু পেয়েছে। আজকের ম্যাচে অধিনায়কত্ব গুরুত্বপূর্ণ ছিল। ওদের বিক্রমজিত সাকিবের বলে দুটি ও রিশাদের বলে একটি ছক্কা মেরেছে। অধিনায়ক হিসেবে সে (নাজমুল) তখন তৎপর ছিল। সঙ্গে সঙ্গে সে মাহমুদউল্লাহকে বোলিংয়ে নিয়ে আসে। কারণ, বাঁহাতি ব্যাটসম্যানদের বিপক্ষে ডানহাতি স্পিনাররা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সেটাই হয়েছে। মাহমুদউল্লাহ এসে উইকেট নিয়ে নেয়।’

মুস্তাফিজের প্রশংসা করে মালিক বলেন, ‘তাদের বোলিং আক্রমণ দারুণ, বিশেষ করে এই ওয়েস্ট ইন্ডিজ কন্ডিশনে। যেখানে স্পিনারদের বড় ভূমিকা থাকে। বাংলাদেশের কাছে মুস্তাফিজ আছে, ওর সেøায়ার বল যারা বেশি খেলেনি, তাদের জন্য বোঝাটা কঠিন। সেটাই দেখা গেছে ম্যাচে। নেদারল্যান্ডসের ব্যাটসম্যানদের জন্য সেøায়ার কঠিন হয়ে গিয়েছিল। যে কারণে মুস্তাফিজ ৪ ওভার বোলিং করে মাত্র ১২ রান দিয়েছে, ১ উইকেট নিয়েছে।’ সাকিবের ফর্মে ফেরাকে দারুণ কিছু মনে মানছেন ভারতের সাবেক পেসার বরুণ অরুণ। ইএসপিএন ক্রিকইনফোতে তিনি বলেছেন, ‘সাকিবের ফর্মে ফেরা বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল। ব্যাটিং ও বোলিং দুটোই আজ (পরশু) সাকিব ভালো করেছে। উইকেট পায়নি, তবে উইকেট ওর প্রাপ্য ছিল। শেষ দুই ওভারে গুরুত্বপূর্ণ সময়ে ১০ রান দিয়েছে।’

রিশাদের বোলিং স্বতন্ত্র বৈশিষ্ট্য খুঁজে পেয়েছেন বরুন, ‘আমার মনে হয় বাংলাদেশ সুপার এইটে যাবে। শুরু থেকেই রিশাদ ভালো বোলিং করছে। শ্রীলঙ্কার বিপক্ষেও প্রভাব ফেলার মতো পারফরম্যান্স ছিল তার। বাংলাদেশ বোলিং বিভাগ খুব ভালো করছে। একে অন্যকে সমর্থন করছে। মাহমুদউল্লাহর নেওয়া উইকেটও গুরুত্বপূর্ণ ছিল। আধুনিক লেগ স্পিনাররা ফ্লাট বোলিং করেন, তবে রিশাদ হাওয়ায় ভাসিয়ে বল বাঁক খাওয়ানোর চেষ্টা করে।’

শুধু এই ম্যাচেই নয় এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে মুস্তাফিজে বোলিং নজরকাড়া- ১২-০-৪৭-৪। এখন পর্যন্ত তিন ম্যাচ খেলা মুস্তাফিজ কোনো ম্যাচেই ২০ রানের বেশি খরচ করেননি। সর্বোচ্চ ৪ ওভারে ১৮ খরচ করেছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। গতপরশু নেদারল্যান্ডসের বিপক্ষে তো দিয়েছেন মাত্র ১২ রান। মুস্তাফিজের এমন পারফরম্যান্সে মুগ্ধ বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবালও। ইএসপিএন ক্রিকইনফোতে ম্যাচ শেষে তামিম বলেছেন, ‘মুস্তাফিজ যেভাবে বল করছে, সেটা অবিশ্বাস্য। সে সব সময়ই কঠিন ওভারগুলো করে থাকে। সে এই কাজটাই ভালোভাবে করছে। এই উইকেট বাংলাদেশের জন্য মানানসই, অনেকটা দেশের মাটিতে খেলার মতো।’ এদিন নেদারল্যান্ডস ইনিংসের ১৫তম ওভারে এসে দুই উইকেট নিয়ে ম্যাচ বাংলাদেশের অনুকূলে নিয়ে আসেন স্পিনার রিশাদ হোসেন। তামিমও মনে করেন ম্যাচের টার্নিং পয়েন্ট ওই ওভারটাই, ‘রিশাদের তৃতীয় ওভার ম্যাচের চেহারা বদলে দিয়েছে। ওই সময়ে নেদারল্যান্ডস-বাংলাদেশ সমানে সমানে লড়াই করছিল। নেদারল্যান্ডস ৩ উইকেটে ১১১ রান তুলেছিল তখন। খেলাটা কোন দিকে যাবে, সেটা নিশ্চিত ছিল না। এই ওভারটা অবিশ্বাস্য ছিল।’

একই দিনে ২০ ইনিংস পর টি-টোয়েন্টিতে ফিফটি পেয়েছেন সাকিব। ২০২১ সালের পর প্রথমবার হয়েছেন ম্যাচসেরা। ম্যাচের আগে সাকিবের সাম্প্রতিক ফর্ম নিয়ে অনেক কথা হয়েছে। তখনো সাকিবের পক্ষে কথা বলেছিলেন তামিম। আরও একবার সাকিবকে প্রশংসা ভাসিয়েছেন এই ওপেনার, ‘আমার মতে, ওর ওজন কতটা বোঝানোর কিছু নেই। আমরা ওর মূল্য বুঝি। সে ১৬-১৭ বছর ধরে নিজের কাজটা করছে। (মাঝখানে কিছুটা) খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছে। অনেক সমালোচনা হয়েছে, অনেক কথা হয়েছে। সব মিলিয়ে এটা দারুণ একটা ইনিংস ছিল। সে শেষ পর্যন্ত ব্যাটিং করেছে, যেটা এই উইকেট সবচেয়ে গুরুত্বপূর্ণ।’ তামিম এরপর যোগ করেন, ‘নেদারল্যান্ডস ঠিক পথেই এগোচ্ছিল। তাদের রিশাদের ওভারে সুযোগ নিতেই হতো। চেষ্টাও করেছে। সেই ওভারে যদি তারা ১২-১৩ রান করতে পারত, এর পরের ওভারে ৭-৮ রান, তাহলে তারা ঠিক পথে থাকত।’


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

খুশদীলের অলরাউন্ড নৈপুণ্যে রংপুরের আটে আট
বাংলাদেশের একটি আইসিসি ট্রফি দরকার: আর্থার
তারকা হওয়ার সব গুনাবলী আছে নাহিদ রানার মধ্যে: আর্থার
সিলসের ছোবল সামলে শাকিল-রিজওয়ানের দৃঢ়তা
তিন দল নিয়ে হচ্ছে মেয়েদের বিপিএল
আরও

আরও পড়ুন

সিরিয়ায় আটক নাগরিকদের দেশে বিচার করতে অস্বীকৃতি জানিয়েছে ফ্রান্স

সিরিয়ায় আটক নাগরিকদের দেশে বিচার করতে অস্বীকৃতি জানিয়েছে ফ্রান্স

বিশ্ব ইজতেমার ৭০ ভাগ প্রস্তুতি সম্পন্ন : ঢাকা বিভাগীয় কমিশনার

বিশ্ব ইজতেমার ৭০ ভাগ প্রস্তুতি সম্পন্ন : ঢাকা বিভাগীয় কমিশনার

আখাউড়া কালন্দি খালে বইবে জলধারা

আখাউড়া কালন্দি খালে বইবে জলধারা

টঙ্গীতে ছাত্রদল নেতাসহ গ্রেফতার ১৩

টঙ্গীতে ছাত্রদল নেতাসহ গ্রেফতার ১৩

৩৩ জিম্মির বিনিময়ে ১ হাজার ৯৭৭ ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল

৩৩ জিম্মির বিনিময়ে ১ হাজার ৯৭৭ ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল

যোগ্য প্রার্থীকে বাদ দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ বাগিয়ে নেন পুতুল

যোগ্য প্রার্থীকে বাদ দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ বাগিয়ে নেন পুতুল

আল-শারা ও শেখ মোহাম্মদের  ঐতিহাসিক টেলি-আলোচনা

আল-শারা ও শেখ মোহাম্মদের ঐতিহাসিক টেলি-আলোচনা

ট্রাম্পের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন যারা, নেই নরেন্দ্র মোদি

ট্রাম্পের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন যারা, নেই নরেন্দ্র মোদি

বাণিজ্য উপদেষ্টা কালোবাজারি সিন্ডিকেটের পৃষ্ঠপোষকতা করছেন: ডা. ইরান

বাণিজ্য উপদেষ্টা কালোবাজারি সিন্ডিকেটের পৃষ্ঠপোষকতা করছেন: ডা. ইরান

ভারতে ১২ মাওবাদীকে হত্যা

ভারতে ১২ মাওবাদীকে হত্যা

মার্কিন যুক্তরাষ্ট্রে রবিবার থেকে বন্ধ হতে পারে টিকটক

মার্কিন যুক্তরাষ্ট্রে রবিবার থেকে বন্ধ হতে পারে টিকটক

ভারত তাদের চিরশত্রু পাকিস্তানকে দুর্বল করতেই মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে : নুরুল হক নুর

ভারত তাদের চিরশত্রু পাকিস্তানকে দুর্বল করতেই মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে : নুরুল হক নুর

সুদকে সামাজিকভাবে প্রতিরোধ করতে হবে : হাসনাত আব্দুল্লাহ

সুদকে সামাজিকভাবে প্রতিরোধ করতে হবে : হাসনাত আব্দুল্লাহ

বাড্ডায় পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদককে গুলি

বাড্ডায় পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদককে গুলি

গণঅভ্যুত্থানে অংশ নেয়া রাজনৈতিক দল অভিমত নিতে চিঠি দিচ্ছে সরকার

গণঅভ্যুত্থানে অংশ নেয়া রাজনৈতিক দল অভিমত নিতে চিঠি দিচ্ছে সরকার

গাজায় যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন, কাল মুক্তি ৯৫ ফিলিস্তিনির

গাজায় যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন, কাল মুক্তি ৯৫ ফিলিস্তিনির

১৮ মামলার আসামি আ.লীগ নেতা আজমল গ্রেপ্তার

১৮ মামলার আসামি আ.লীগ নেতা আজমল গ্রেপ্তার

ছাত্রশিবিরকে গুপ্ত রাজনীতি পরিহার করার আহ্বান জাবির ১০ শিক্ষকের

ছাত্রশিবিরকে গুপ্ত রাজনীতি পরিহার করার আহ্বান জাবির ১০ শিক্ষকের

একমাত্র পথ লাল সন্ত্রাস: ঢাবি ছাত্র ইউনিয়ন সভাপতি

একমাত্র পথ লাল সন্ত্রাস: ঢাবি ছাত্র ইউনিয়ন সভাপতি

লাল সন্ত্রাসের ডাক : মেঘমল্লার বসুকে গ্রেফতার দাবিতে ঢাবিতে বিক্ষোভ

লাল সন্ত্রাসের ডাক : মেঘমল্লার বসুকে গ্রেফতার দাবিতে ঢাবিতে বিক্ষোভ