গ্রুপ পর্বে শতভাগ জয় চায় ভারত
১৫ জুন ২০২৪, ১২:১৩ এএম | আপডেট: ১৫ জুন ২০২৪, ১২:১৩ এএম
টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘এ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে আজ কানাডার মুখোমুখি হচ্ছে ভারত। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি। গ্রুপে ইতোমধ্যে তিন ম্যাচ জিতে ৬ পয়েন্ট পেয়ে শীর্ষে থেকেই সুপার এইট নিশ্চিত করেছেন রোহিত শর্মারা। চতুর্থ ম্যাচে কানাডাকে হারিয়ে গ্রুপ পর্বে শতভাগ জয় চান তারা।
অন্যদিকে তিন ম্যাচে এক জয় ও দুই হারে ২ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে থাকলেও ভারতের বিপক্ষে জয়ই কানাডার প্রধান লক্ষ্য। এই প্রথমবারের মত আন্তর্জাতিক ক্রিকেটে মুখোমুখি হবে ভারত ও কানাডা।
আয়ারল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটের বড় জয় দিয়ে এবারের বিশ^কাপ মিশন শুরু করে ভারত। পরের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৬ রানের রোমাঞ্চকর জয় তুলে নেয় টিম ইন্ডিয়া। প্রথমে ব্যাট করে পাকিস্তানের শক্তিশালী বোলিং লাইনআপের সামনে ১১৯ রানে অলআউট হয় ভারত। পাকিস্তানকে ১২০ রানের টার্গেট ছুঁড়ে দিয়ে দুর্দান্ত বোলিং পারফরম্যান্স দেখান ভারতীয় বোলাররা। দুই পেসার জসপ্রিত বুমরাহ ও হার্ডিক পান্ডিয়ার বোলিং তোপে ৭ উইকেটে ১১৩ রানে আটকে ম্যাচ হারে পাকিস্তান। পাকিস্তানকে হারিয়ে টানা দুই জয়ে সুপার এইটের দ্বারপ্রান্তে পৌঁছে যায় ভারত। তৃতীয় ম্যাচে দারুণ ছন্দে থাকা যুক্তরাষ্ট্রকে ৭ উইকেটে উড়িয়ে দিয়ে সুপার এইট নিশ্চিত করে তারা। এরপরও জয়ের ধারা অব্যাহত রাখতে মরিয়া টিম ইন্ডিয়া। এ প্রসঙ্গে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা গতকাল বলেন, ‘গ্রুপে প্রথম তিন ম্যাচের জয়ে সুপার এইট নিশ্চিত হয়েছে আমাদের। তারপরও আমরা নির্ভার হচ্ছি না। কারণ জয়ের মধ্যেই থাকতে চাই। কানাডার বিপক্ষে ম্যাচ জিতে, শতভাগ সাফল্য নিয়ে গ্রুপ পর্ব শেষ করতে চায় আমার দল।’
এদিকে স্বাগতিক যুক্তরাষ্ট্রের কাছে ৭ উইকেটের বড় হারে বিশ^কাপ শুরু করে কানাডা। ওই ম্যাচে জয়ের ভালো সুযোগ ছিলো কানাডার। প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৯৪ রানের বড় সংগ্রহ পায় তারা। কিন্তু যুক্তরাষ্ট্রের ব্যাটার অ্যারন জোন্সের ৪০ বলে অপরাজিত ৯৪ রানের ইনিংসের কাছে হার মানে কানাডিয়ানরা। তবে যুক্তরাষ্ট্রের কাছে হারলেও, পরের ম্যাচে আয়ারল্যান্ডকে ১২ রানে হারিয়ে দেয় কানাডা। জয়ের মধ্যে থেকে পাকিস্তানের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নামে দলটি। কিন্তু বাবর আজমদের বিপক্ষে তেমন জ্বলে উঠতে পারেনি কানাডার ব্যাটার- বোলাররা। ৭ উইকেটের হার মেনে নেয় তারা। গ্রুপের শেষ ম্যাচে ভারতকে হারিয়ে অঘটনের জন্ম দিতে চায় কানাডা। দলের অধিনায়ক সাদ বিন জাফর বলেন, ‘সুপার এইটের সমীকরণ আমাদের জন্য কি হবে, তা আমরা জানিনা। তবে আমরা ভারতের বিপক্ষে জয়ের জন্যই মাঠে নামবো। বিশে^র অন্যতম সেরা দলের বিপক্ষে খেলতে নামবো, আমরা খুবই রোমাঞ্চিত। নিজেদের সামর্থ্য প্রমাণের এটাই সেরা সুযোগ। এই সুযোগ কাজে লাগিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিতে চাই আমরা। আমাদের প্রধান লক্ষ্যই হচ্ছে ভারতকে হারানো। এজন্য দলের সবাইকে নিজের সেরাটা মাঠে ঢেলে দিতে হবে। আমার বিশ্বাস সতীর্থরা যার যার অবস্থানে নিজের সেরাটাই দেবে।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
সিরিয়ায় আটক নাগরিকদের দেশে বিচার করতে অস্বীকৃতি জানিয়েছে ফ্রান্স
বিশ্ব ইজতেমার ৭০ ভাগ প্রস্তুতি সম্পন্ন : ঢাকা বিভাগীয় কমিশনার
আখাউড়া কালন্দি খালে বইবে জলধারা
টঙ্গীতে ছাত্রদল নেতাসহ গ্রেফতার ১৩
৩৩ জিম্মির বিনিময়ে ১ হাজার ৯৭৭ ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল
যোগ্য প্রার্থীকে বাদ দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ বাগিয়ে নেন পুতুল
আল-শারা ও শেখ মোহাম্মদের ঐতিহাসিক টেলি-আলোচনা
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন যারা, নেই নরেন্দ্র মোদি
বাণিজ্য উপদেষ্টা কালোবাজারি সিন্ডিকেটের পৃষ্ঠপোষকতা করছেন: ডা. ইরান
ভারতে ১২ মাওবাদীকে হত্যা
মার্কিন যুক্তরাষ্ট্রে রবিবার থেকে বন্ধ হতে পারে টিকটক
ভারত তাদের চিরশত্রু পাকিস্তানকে দুর্বল করতেই মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে : নুরুল হক নুর
সুদকে সামাজিকভাবে প্রতিরোধ করতে হবে : হাসনাত আব্দুল্লাহ
বাড্ডায় পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদককে গুলি
গণঅভ্যুত্থানে অংশ নেয়া রাজনৈতিক দল অভিমত নিতে চিঠি দিচ্ছে সরকার
গাজায় যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন, কাল মুক্তি ৯৫ ফিলিস্তিনির
১৮ মামলার আসামি আ.লীগ নেতা আজমল গ্রেপ্তার
ছাত্রশিবিরকে গুপ্ত রাজনীতি পরিহার করার আহ্বান জাবির ১০ শিক্ষকের
একমাত্র পথ লাল সন্ত্রাস: ঢাবি ছাত্র ইউনিয়ন সভাপতি
লাল সন্ত্রাসের ডাক : মেঘমল্লার বসুকে গ্রেফতার দাবিতে ঢাবিতে বিক্ষোভ