দক্ষিণ আফ্রিকাকে কাঁপিয়ে ১ রানে হারল নেপাল
১৫ জুন ২০২৪, ০৯:১৪ এএম | আপডেট: ১৫ জুন ২০২৪, ০৯:৪২ এএম
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ উপহার দিল আরও একটি লো স্কোরিং থ্রিলার। এবার খুব কাছে গিয়েও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্বরণীয় এক জয় পেল না নেপাল। রোমাঞ্চ আর নাটকীয়তায় মোড়ানো ম্যাচে স্রেফ ১ রানে হেরে গেছে এশিয়ার দলটি।
আসরের ‘ডি’ গ্রুপে বাংলাদেশ সময় শনিবার সকালে কিংসটাউনে শিরোপা প্রত্যাশি দক্ষিণ আফ্রিকাকে স্রেফ ১১৫ রানে আটকে দেয় নেপাল। কিন্তু রান তাড়ায় তারা করতে পারে ৭ উইকেটে ১১৪ রান।
টি-টোয়েন্টি বিশ্বকাপে এ নিয়ে দ্বিতীয়বার ১ রানে জিতল দক্ষিণ আফ্রিকা। সব মিলিয়ে বৈশ্বিক টুর্নামেন্টে ১ রানের ব্যবধানে নিষ্পত্তি হওয়া ষষ্ঠ ম্যাচ এটি। দক্ষিণ আফ্রিকা ছাড়া ভারতও দুবার জিতেছে ১ রানে।
শেষ দুই ওভারে নেপালের দরকার ছিল ১৬ রান। তখনই নাটকীয়তার শুরু। ১৯তম ওভারে কুশল মাল্লাকে হারিয়ে ৮ রান তুলতে পারে দলটি। জয়ের জন্য শেষ ওভারে দরকার ছিল ৮ রান। ওটনেইল বার্টমানের করা শেষ ওভারের প্রথম ৫ বল থেকে একটি চারসহ ৬ রান তুলতে পারে নেপাল।
শেষ বলে দরকার ছিল ২ রান। গুলশান ঝা সেই বলটি ব্যাটেই লাগাতে পারেননি। দৌড়ে রান নিয়ে ম্যাচটি টাই করার চেষ্টায় রান আউট হয়ে যান ঝা। খুব কাছে গিয়েও অবিশ্বাস এক জয় না পাওয়ার হতাশায় নুইয়ে পড়ে নেপাল শিবির।
ঠিক বিপরীত চিত্র প্রতিপক্ষ শিবিরে। স্বস্তির চোরা স্রোত যেন নেমে গেছে দক্ষিণ আফ্রিকানদের সিরদাড়া বেয়ে। সেন্ট ভিনসেন্টের অ্যারোন্স ভ্যালি গ্রাউন্ডে শুরু থেকেই তাদের চেপে থরে নেপালের বোলাররা। শুরুর দিকে উইকেট খুব একটা না ফেরও খুব একটা রান বিলোয়নি তারা। শেষ দিকে যখন হাত খুলে মারার চেষ্টা করে দক্ষিণ আফ্রিকা, হারায় উইকেট।
ওপেনার রেজা হেনরিক্স সর্বোচ্চ ৪৩ রান করেন ৪৯ বলে। শেষ দিকে ট্রিস্টান স্টাবসের ১৮ বলে অপরাজিত ২৭ রানের কল্যাণে একশ পার করতে পারে প্রটিয়ারা।
৪ ওভারে ১৯ রানে ৪ উইকেট নেন কুসল বোহারা। ২১ রানে ৩টি শিকার ধরেন দিপেন্দ্র সিং আইরি।
রান তাড়ায় ৩৫ রানের উদ্বোধনী জুটির পর তৃতীয় উইকেটে আসিফ শেখ (৪৯ বলে ৪২) ও অনিশ শাহ-এর (২৪ বলে ২৭) ৩৬ বলে ৫০ রানের দুর্দান্ত জুটিতে জয়ের পথেই ছিল নেপাল। ৩৮ বলে তাদের দরকার ছিল ৩১ রান, হাতে ৮ উইকেট। এই ম্যাচ হেরে যায় তারা।
১৯ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচের নায়ক তারবিজ শামসি।
গ্রুপ পর্বের চার ম্যাচে অপরাজিত থেকেই সুপার এইটে যাত্রা শুরু করবে দক্ষিণ আফ্রিকা। তিন ম্যাচে দ্বিতীয় পরাজয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে গেল নেপালের।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা: ২০ ওভারে ১১৫/৭ (হেনড্রিকস ৪৩, ডি কক ১০, মারক্রাম ১৫, ক্লসেন ৩, মিলার ৭, স্টাবস ২৭*, ইয়ানসেন ১, রাবাদা ০; কামি ২-১-৬-০, দিপেন্দ্র ৪-০-২১-৩, কারান ১-০-৯-০, মাল্লা ২-০-১৭-০, লামিছানে ৪-০-১৮-০, ভুর্তেল৪-০-১৯-৪, বোহারা ৩-০-১৯-০)
নেপাল: ২০ ওভারে ১১৪/৭ (ভুরতেল ১৩, আসিফ ৪২, রোহিত ০, আনিল ২৭, দিপেন্দ্র ৬, মাল্লা ১, ঝা ৬, কামি ৮*; ইয়ানসেন ৪-০-১৬-০, রাবাদা ২-০-১৭-০, বার্টম্যান ৪-০-২০-০, নরকিয়া ৪-০-২৭-১, শামসি ৪-০-১৯-৪, মারক্রাম ২-০-৮-১)
ফল: দক্ষিণ আফ্রিকা ১ রানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: তাবরাইজ শামসি
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
সিরিয়ায় আটক নাগরিকদের দেশে বিচার করতে অস্বীকৃতি জানিয়েছে ফ্রান্স
বিশ্ব ইজতেমার ৭০ ভাগ প্রস্তুতি সম্পন্ন : ঢাকা বিভাগীয় কমিশনার
আখাউড়া কালন্দি খালে বইবে জলধারা
টঙ্গীতে ছাত্রদল নেতাসহ গ্রেফতার ১৩
৩৩ জিম্মির বিনিময়ে ১ হাজার ৯৭৭ ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল
যোগ্য প্রার্থীকে বাদ দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ বাগিয়ে নেন পুতুল
আল-শারা ও শেখ মোহাম্মদের ঐতিহাসিক টেলি-আলোচনা
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন যারা, নেই নরেন্দ্র মোদি
বাণিজ্য উপদেষ্টা কালোবাজারি সিন্ডিকেটের পৃষ্ঠপোষকতা করছেন: ডা. ইরান
ভারতে ১২ মাওবাদীকে হত্যা
মার্কিন যুক্তরাষ্ট্রে রবিবার থেকে বন্ধ হতে পারে টিকটক
ভারত তাদের চিরশত্রু পাকিস্তানকে দুর্বল করতেই মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে : নুরুল হক নুর
সুদকে সামাজিকভাবে প্রতিরোধ করতে হবে : হাসনাত আব্দুল্লাহ
বাড্ডায় পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদককে গুলি
জুলাই ঘোষণাপত্র নিয়ে গণঅভ্যুত্থানে অংশ নেয়া রাজনৈতিক দলগুলোর অভিমত চেয়েছে সরকার
গাজায় যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন, কাল মুক্তি ৯৫ ফিলিস্তিনির
১৮ মামলার আসামি আ.লীগ নেতা আজমল গ্রেপ্তার
ছাত্রশিবিরকে গুপ্ত রাজনীতি পরিহার করার আহ্বান জাবির ১০ শিক্ষকের
একমাত্র পথ লাল সন্ত্রাস: ঢাবি ছাত্র ইউনিয়ন সভাপতি
লাল সন্ত্রাসের ডাক : মেঘমল্লার বসুকে গ্রেফতার দাবিতে ঢাবিতে বিক্ষোভ