বোলিংয়ের পর শাহিন আফ্রিদির ব্যাটিং 'বীরত্বে' পাকিস্তানের মান বাঁচানো জয়
১৭ জুন ২০২৪, ০১:০১ এএম | আপডেট: ১৭ জুন ২০২৪, ০৩:১৩ এএম
শাহিন আফ্রিদির বোলিং তোপ সামলে আয়ারল্যান্ড শেষদিকে ঘুরে দাঁড়ালেও স্কোরকার্ডে জমা করতে পারে কেবল ১০৬ রান।
মামুলি সেই টার্গেট তাড়ায় নেমেই হারতে বসেছিল পাকিস্তান। টপ ও মিডল অর্ডারের ব্যর্থতায় একপর্যায়ে ৬২ রানে ৬ উইকেট হারিয়ে বসে পাকিস্তান। যেখান থেকে বাবর আজম ও আব্বাস আফ্রিদি দলকে জয়ের দিকে টেনে নিয়ে যাচ্ছিলেন। তবে আব্বাস আউট হওয়ার পড়ে বিপদেই ছিল পাকিস্তান। শেষ ১২ বলে জয়ের জন্য দলটির প্রয়োজন ছিল ঠিক ১২ রান।ফ্লোরিডার লডারিহলে তখনও যে কোন ফলাফলই সম্ভব।
তবে গ্যারেথ ডেলানির করা ১৯ তম ওভারে দুই ছক্কায় পাকিস্তানকে আরেকটি আইরিশদের অঘটন থেকে হাত থেকে বাঁচান শাহিন আফ্রিদি।এই বাঁহাতির অলরাউন্ড নৈপুণ্যে বিবর্ণ বিশ্বকাপের শেষটা অন্তত তিন উইকেটের স্বস্তির জয় দিয়েই করেছে পাকিস্তান।
ফ্লোরিডার লডারহিলে বৈরী আবাহাওয়ায় একের পর এক ম্যাচ পরিত্যক্ত হলেও পাকিস্তান-আয়ারল্যান্ড ম্যাচ মাঠে গড়িয়েছে নির্ধারিত সময়ে। শাহিন আফ্রিদির বোলিং তোপে ২৮ রানে পাঁচ উইকেট হারানো আইরিশরা লোয়ার অর্ডারের দৃঢ়তায় শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে তুলে ১০৬ রান।এর মধ্যে বেঞ্জামিন হোয়াইট ও জসুয়া লিটল অপরাজিত শেষ উইকেটের জুটিতে যোগ করেন ২৬ রান।হয়ে মাত্র ৮ রান খরচায় তিন উইকেট নেন ইমাদ ওয়াসিম।২২ রান দিয়ে তিন উইকেট পেয়েছেন শাহিন আফ্রিদিও।
এদিন রানের খাতা খোলার আগেই অ্যান্ডি বালবার্নির উইকেট হারায় আইরিশরা। ওভারের তৃতীয় বলে বালবার্নিকে বোল্ড করা শাহিন আফ্রিদি পঞ্চম বলে শিকার করেন ২ রান করা লারকান টাকারকে। পরের ওভারে আইরিশ অধিনায়ক পল স্টার্লিংকে (১) রানে ফেরান মোহাম্মদ আমির।এরপর হ্যারি ট্যাক্টরকেও রানের খাতা খোলার আগে এলবিডব্লিউর ফাঁদে ফেলে আফ্রিদি সাজঘরে ফেরালে ধুঁকতে থাকে আইরিশরা।এরপর আমিরের জোড়া ধাক্কা ও হারিসের আঘাতে মাত্র ৩২ রানের ছয় উইকেট হারিয়ে অল্পতে গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়ে আয়ারল্যান্ড।সপ্তম উইকেটে গ্যারেথ ডেলানি ও মার্ক আডায়ারের ৩৫ রানের জুটিত গড়ে কিছুটা মান বাঁচান দলের।বাকিদের আসা-যাওয়ার মিছিলের মধ্যে ১৯ বলে ৩১ রানের ইনিংস খেলেন ডেলানি।
৩ রান যোগ হতেই আডায়ারও বিদায় নেন। ইমাদ ওয়াসিমের বলে আউট হওয়ার আগে ১৯ বলে ১৫ রান করেন তিনি।আইরিশরা একশো পার করে দশম উইকেট জুটির কল্যাণে।বেঞ্জামিন হোয়াইট ও জসুয়া লিটল অপরাজিত শেষ উইকেটের জুটিতে যোগ করেন ২৬ রান।যাতে অবদান বেশি জসুয়ার। ১৮ বলে ২ চার ও ১ ছয়ে ২২ রান করেন তিনি। বেন হোয়াইট ২০ বলে ৫ রান করে তাকে সঙ্গ দেন।
পাওয়াপ্লেতে আগুন ঝড়ানো শাহি নেন তিন উইকেট।স্পিনার ইমাদ ওয়াসিমও পেয়েছেন তিন উইকেট।আমিরের শিকার দুইটি।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ভালোই শুরু পায় বাবর আজমদের।এক পর্যায়ে ওপেনার সাইয়ুম আইয়ুব আউট হলেও ৬ ওভারে ১ উইকেট ৩৯ রান তুলে ফেলা পাকিস্তান সহজ জয়ের পথেই ছিল।এরপরই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ছন্দপতন। ক্যাম্পার-ম্যাকার্থির বোলিং তোপে মাত্র ২৩ রানের ব্যবধানে পাঁচ উইকেট হারিয়ে বসে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।তবে একপ্রান্তে ঠিকেছিলেন বাবর।তার ৩৪ বলে অপারজিত ৩২ রানের ইনিংসেই কক্ষপথে ফিরে পাকিস্তান। তবে বল হাতে তিন উইকেট আর শেষে দুই ছক্কায় দলের জয়ের নায়ক শাহিন আফ্রিদি।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি: দোয়া চাইলেন তারেক রহমান
মাঘের শুরুতে আবার আসছে শৈত্যপ্রবাহ
আজহারীর মাহফিলের আগের রাতেই মাঠ কানায় কানায় পূর্ণ
আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’, শীর্ষে করাচিতে
পুলিশ পরিচয়ে ছিনতাইকালে বিদেশি অস্ত্রসহ ছাত্রলীগ নেতা আটক
ফ্যাসিস্টের দোসর সোহানা সাবা পেল ভারতে বড় দায়িত্ব
সংস্কারের কিছু প্রস্তাবে অসন্তোষ বিএনপির
মাগুরার শ্রীপুরে কৃষক দলের বিশাল কৃষক সমাবেশ
ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড কানাডার পরবর্তী প্রধানমন্ত্রী?
টানা তৃতীয় বছরের মতো চীনের জনসংখ্যা কমল
নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলন করায় ড্রেজারসহ ৬ জন গ্রেফতার
টিউলিপের পতন, এক রাজনৈতিক অধ্যায়ের অবসান
অভিষেকের আগে শি জিনপিংকে ট্রাম্পের ফোন
সিরিয়ায় আটক নাগরিকদের দেশে বিচার করতে অস্বীকৃতি জানিয়েছে ফ্রান্স
বিশ্ব ইজতেমার ৭০ ভাগ প্রস্তুতি সম্পন্ন : ঢাকা বিভাগীয় কমিশনার
আখাউড়া কালন্দি খালে বইবে জলধারা
টঙ্গীতে ছাত্রদল নেতাসহ গ্রেফতার ১৩
৩৩ জিম্মির বিনিময়ে ১ হাজার ৯৭৭ ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল
যোগ্য প্রার্থীকে বাদ দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ বাগিয়ে নেন পুতুল
আল-শারা ও শেখ মোহাম্মদের ঐতিহাসিক টেলি-আলোচনা