রেকর্ডের মালা গেঁথে আফগানিস্তানকে উড়িয়ে দিল ওয়েস্ট ইন্ডিজ

Daily Inqilab স্পোর্টস ডেস্ক

১৮ জুন ২০২৪, ১০:১০ এএম | আপডেট: ১৮ জুন ২০২৪, ১১:০৪ এএম

ছবি: ফেসবুক

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ব্যাটার হিসেবে সেঞ্চুরির খুব কাছে গিয়েও পারলেন না নিকোলাস পুরান। এই টপ অর্ডারের এমন মধুর আক্ষেপের দিনে অনেকগুলো রেকর্ড গড়ে আফগানিস্তানকে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

নিউ ইয়র্কে যখন চলছে রান খরার বিশ্বকাপ, সেখানে সেন্ট লুসিয়ায় টুর্নামেন্টের রেকর্ড সংগ্রহ গড়ে আফগানদের ১০৪ রানে উড়িয়ে দিয়েছে ক্যারিবীয়রা। ২১৮ রানের লক্ষ্যে ১৬.২ ওভারে স্রেফ ১১৪ রানে গুটিয়ে যায় আফগানিস্তান।

আসরে আগের সর্বোচ্চ ছিল অস্ট্রেলিয়ার ২০১/৭, ইংল্যান্ডের বিপক্ষে।

৫৩ বলে ৬টি চার ও ৮টি ছক্কায় টুর্নামেন্ট সর্বোচ্চ ৯৮ রানের ইনিংস খেলে উইন্ডিজের জয়ের নায়ক পুরান। তার আগে টুর্নামেন্টে সর্বোচ্চ রান ছিল যুক্তরাষ্ট্রের অ্যারোন জোন্সের, কানাডার বিপক্ষে।  

এদিন তিনি দেশের হয়ে ছক্কার রেকর্ডে ছাড়িয়ে যান সাবেক তারকা ক্রিস গেইলকে। ৭৫ ইনিংসে গেইলের ১২৪ ছক্কার রেকর্ড ছাড়িয়ে ২৮ বছর বয়সী পুরানের বর্তমান ছক্কা ৮৪ ইনিংসে ১২৮টি।

৪ ম্যাচে শতভাগ জয়ে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েই সুপার এইটে উঠল ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচ জিতে আগেই যে রাউন্ড নিশ্চিত করে আফগানিস্তান। ২ জয়ে তিনে থেকে আসর শেষ করল নিউজিল্যান্ড। গ্রুপের বাকি দুই দল যথাক্রমে উগান্ডা ও পাপুয়া নিউ গিনি।

আফগান-উইন্ডিজ লড়াইটা তাই ছিল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার। যে লড়াইয়ে শুরুতেই অনেকটা ছিটকে যায় আফগানরা। আজমতউল্লাহ ওমরজাইয়ের এক ওভারে আন্তর্জাতিক টি-টোয়েন্টির যৌথ সর্বোচ্চ ৩৬ রান তোলেন পুরান।

টি-টোয়েন্টিতে এক ওভারে সর্বোচ্চ রান দেওয়ার আগের রেকর্ড ছিল স্টুয়ার্ট ব্রডের। বিশ্বকাপের প্রথম আসরে এক ওভারে ৩৬ রান দেন শুধু ইংলিশ পেসার। তার ওভারে ৬টি ছক্কা মারেন ভারতের ইউভরাজ সিং।

কল্যাণে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাওয়ার প্লেতে সর্বোচ্চ ৯২ রানের রেকর্ড গড়ে উইন্ডিজ। ২০১৪ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে পাওয়ার প্লেতে ৯১ রান করেছিল নেদারল্যান্ডস।

দলীয় ২০০ ছাড়ানো ইনিংসে কার্যকর অবদান রাখেন জনসন চার্লস (৪৩), শেই হোপ (২৫) ও রভমন পাওয়েল (২৬)। তবে পুরানের ইনিংসের কল্যাণেই টুর্নামেন্টে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে দলটি।

স্বরণীয় ইনিংস খেলে গেইলের পর দ্বিতীয় ব্যাটার হিসিবে নম্বইয়ের ঘরে রান আউট হন পুরান। ২০১০ বিশ্বকাপে ভারতের বিপক্ষে বারবাডোজে ৬৬ বলে ৯৮ রানে রান আউট হন গেইল। পুরানের সঙ্গে তার মিল আছে আরও একটি। গেইল আউট হওয়ার সময়ও ইনিংসে বল বাকি ছিল দুটি।

আগের তিন ম্যাচে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেওয়া ফাজালহাক ফারুকি এদিন পুরো ৪ ওভার শেষ করতে পারেননি। ৩ ওভারে খরচ করেন ৩৮ রান। রাশিদের ৪ ওভারে আসে ৪৫ রান। ৩৬ রানের ওভারের পর আর বোলিং পাননি ওমারজাই। মিতব্যয়ী বোলিংয়ে নুর আহমেদ ৪ ওভারে দেন ২০ রান।

কঠিন রান তাড়ায় আকিল হোসেনের প্রথম ওভারেই ইব্রাহিম জাদরানকে হারায় আফগানিস্তান। পাওয়ার প্লে পার হওয়ার শুরুতেই হারায় গুলবাদিন নাইবকে। সেই ধ্বসের শুরু। দুই ওভারের ব্যবধানে ১ উইকেটে ৪৫ থেকে ৫৯ রানে পৌছাতে ৪ উইকেট হারায় আফগানরা।

তিন ওভারের স্পেলে ওবেড ম্যাককয় তুলে নেন ১৪ রানে ৩ উইকেট। দুই স্পিনার গুডাকেশ মোটি ও আকিলও বল হাতে ছিলেন দারুণ। বাকি পেসারদের সহায়তায় দাপট দেখানো জয় নিয়ে মাঠ ছাড়ে ক্যারিবীয়রা।

সংক্ষিপ্ত স্কোর:

ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ২১৮/৫ (কিং ৭, চার্লস ৪৩, পুরান ৯৮, হোপ ২৫, পাওয়েল ২৬, রাসেল ৩*, রাদারফোর্ড ১*; ফারুকি ৩-০-৩৮-০, ওমারজাই ২-০-৪১-১, রাশিদ ৪-০-৪৫-০, নাভিন ৪-০-৪১-১, নুর ৪-০-২০-০, নাবি ১-০-১৫-০, গুলবাদিন ২-০-১৪-২)

আফগানিস্তান: ১৬.২ ওভারে ১১৪ (গুরবাজ ০, ইব্রাহিম ৩৮, গুলবাদিন ৭, ওমারজাই ২৩, নাজিবউল্লাহ ০, জানাত ১৪, রাশিদ ১৮, নুর ২, নাভিন ৪, ফারুকি ০*; আকিল ৪-১-২১-২, রাসেল ২.২-০-১৭-১, জোসেফ ৩-০-৩০-১, মোটি ৪-০-২৮-২, ম্যাককয় ৩-০-১৪-৩)

ফল: ওয়েস্ট ইন্ডিজ ১০৪ রানে জয়ী

ম্যান অব দা ম্যাচ: নিকোলাস পুরান


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

বাংলাদেশ ও মালদ্বীপ জলবায়ু কূটনীতিতে একযোগে কাজ করবে : পরিবেশ মন্ত্রী

বাংলাদেশ ও মালদ্বীপ জলবায়ু কূটনীতিতে একযোগে কাজ করবে : পরিবেশ মন্ত্রী

দুধকুমার নদের ভাঙ্গনে কবর বিলীন, বেড়িয়ে এলো আট বছর আগে দাফন করা লাশ

দুধকুমার নদের ভাঙ্গনে কবর বিলীন, বেড়িয়ে এলো আট বছর আগে দাফন করা লাশ

অবৈধভাবে নির্মিত সাদিক এগ্রোর স্থাপনা উচ্ছেদ করবে ডিএনসিসি

অবৈধভাবে নির্মিত সাদিক এগ্রোর স্থাপনা উচ্ছেদ করবে ডিএনসিসি

যে পেনশন স্কিম শিক্ষকদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে তা সম্পূর্ণ বৈষম্যমূলক : ড. জিনাত হুদা

যে পেনশন স্কিম শিক্ষকদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে তা সম্পূর্ণ বৈষম্যমূলক : ড. জিনাত হুদা

লক্ষাধিক সউদীগামী কর্মী বিপাকে!

লক্ষাধিক সউদীগামী কর্মী বিপাকে!

ইরান আগামী সপ্তাহে দুটি বড় স্যাটেলাইট উৎক্ষেপণ করবে

ইরান আগামী সপ্তাহে দুটি বড় স্যাটেলাইট উৎক্ষেপণ করবে

কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র নির্বাচিত হয়েছেন দেওয়ান আবুল বাশার বাদশা

কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র নির্বাচিত হয়েছেন দেওয়ান আবুল বাশার বাদশা

বুড়িগঙ্গায় ট্রলারের আগুনে একজনের মরদেহ উদ্ধার

বুড়িগঙ্গায় ট্রলারের আগুনে একজনের মরদেহ উদ্ধার

জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ কাল থেকে শুরু

জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ কাল থেকে শুরু

হাসিমুখে করমর্দন করলেন মোদি-রাহুল

হাসিমুখে করমর্দন করলেন মোদি-রাহুল

অর্থ সংস্থান না থাকায় এমপিওভুক্ত শিক্ষকদের অবসরভাতা ৬ মাসে দেওয়া সম্ভব নয় : শিক্ষামন্ত্রী

অর্থ সংস্থান না থাকায় এমপিওভুক্ত শিক্ষকদের অবসরভাতা ৬ মাসে দেওয়া সম্ভব নয় : শিক্ষামন্ত্রী

ভারতের পার্লামেন্টে ‘জয় ফিলিস্তিন’ বলে আওয়াজ দিলেন আসাদউদ্দিন ওয়াইসি

ভারতের পার্লামেন্টে ‘জয় ফিলিস্তিন’ বলে আওয়াজ দিলেন আসাদউদ্দিন ওয়াইসি

সমাজ পরিবর্তনে সার্বজনীন শিক্ষাব্যবস্থার বিকল্প নেই : প্রেসিডেন্ট

সমাজ পরিবর্তনে সার্বজনীন শিক্ষাব্যবস্থার বিকল্প নেই : প্রেসিডেন্ট

স্মার্ট বাংলাদেশ বিনির্মানে জাতীয় লজিস্টিক নীতি হবে অন্যতম চালিকাশক্তি: তোফাজ্জেল হোসেন মিয়া

স্মার্ট বাংলাদেশ বিনির্মানে জাতীয় লজিস্টিক নীতি হবে অন্যতম চালিকাশক্তি: তোফাজ্জেল হোসেন মিয়া

চাঁপাইনবাবগঞ্জে আম বাগান পরিদর্শনে যাচ্ছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত

চাঁপাইনবাবগঞ্জে আম বাগান পরিদর্শনে যাচ্ছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত

আখাউড়া থানা পুলিশের অভিযানে ৯০টি স্কফসহ ১ জন গ্রেফতার

আখাউড়া থানা পুলিশের অভিযানে ৯০টি স্কফসহ ১ জন গ্রেফতার

চট্টগ্রাম বোর্ডে এইচএসসি পরীক্ষার্থী ১ লাখ ৬ হাজার

চট্টগ্রাম বোর্ডে এইচএসসি পরীক্ষার্থী ১ লাখ ৬ হাজার

প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ উন্নয়নের রোড মডেল হয়েছে : নৌপরিবহন প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ উন্নয়নের রোড মডেল হয়েছে : নৌপরিবহন প্রতিমন্ত্রী

নড়িয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

নড়িয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

সাংবাদিকদের সাথে পুলিশের দ্বন্ধ আলোচনার মধ্য দিয়ে নিরসন হবে - আইজিপি

সাংবাদিকদের সাথে পুলিশের দ্বন্ধ আলোচনার মধ্য দিয়ে নিরসন হবে - আইজিপি