সাকিব উঠলেন তিনে, শীর্ষে স্টয়নিস
২০ জুন ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ২০ জুন ২০২৪, ১২:০৪ এএম
শীর্ষে থেকেই টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছিলেন। এরপর শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাজে পারফর্ম করায় গত সপ্তাহে শীর্ষ স্থান থেকে একঝটকায় পাঁচে নেমে যান সাকিব আল হাসান। তবে নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে পারফর্ম করে আইসিসি অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়েছেন সাকিব। এখন তিনি আছেন ৩ নম্বরে। নেদারল্যান্ডসের বিপক্ষে অপরাজিত ৬৬ রান করেছিলেন সাকিব। এরপর নেপালের বিপক্ষে ব্যাট হাতে ১৭ আর বল হাতে ২ উইকেট নিয়েছেন সাকিব।
গত সপ্তাহে শীর্ষে থাকা আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবী নেমে গেছেন ৪ নম্বরে। শীর্ষে উঠেছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মার্কাস স্টয়নিস। গ্রুপ পর্বে নামিবিয়ার বিপক্ষে বল হাতে ৩ ওভারে ৯ রানে ২ উইকেট নেন স্টয়নিস। এরপর স্কটল্যান্ডের বিপক্ষে ৫৯ রানের ইনিংস খেলেছিলেন এই অলরাউন্ডার।
বল হাতে এবারের বিশ্বকাপে দারুণ পারফর্ম করছেন আকিল হোসেন। ৪ ম্যাচে এখন পর্যন্ত নিয়েছেন ৯ উইকেট। তাতে ৬ ধাপ এগিয়ে টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে ২ নম্বরে উঠে এসেছেন আকিল। দারুণ বোলিং করছেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনও। তাতে তিনি ক্যারিয়ার-সেরা ৫৭৯ রেটিং পয়েন্ট নিয়ে তিন ধাপ এগিয়ে যৌথভাবে ২৭ নম্বর অবস্থানে আছেন।
নেপালের বিপক্ষে দারুণ বোলিং করেও এক ধাপ পিছিয়েছেন মুস্তাফিজুর রহমান। তার অবস্থান ১৪ নম্বরে। ১৩ নম্বরে উঠে এসেছেন ওয়েস্ট ইন্ডিজের স্পিনার গুড়াকেশ মোতি। তিনি এগিয়েছেন ১৬ ধাপ। পেসার আলজারি জোসেফ ৬ ধাপ এগিয়ে ১১ নম্বর স্থানে এসেছেন। বোলারদের মধ্যে শীর্ষে যথারীতি ইংল্যান্ডের আদিল রশিদ।
টি-টোয়েন্টিতে ব্যাটসম্যানদের মধ্যে সূর্যকুমার যাদব। মূলত শীর্ষ চার ব্যাটসম্যানের মধ্যে কোনো জায়গার পরিবর্তন হয়নি। অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড পাঁচ ধাপ এগিয়ে আছেন পঞ্চম স্থানে। আফগানিস্তানের বিপক্ষে ৯৮ রানের ইনিংস খেলা নিকোলাস পুরান আট ধাপ এগিয়ে ১১ নম্বরে উঠে এসেছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে অপরাজিত ৬৮ রানের ইনিংস খেলেছিলেন শেরফান রাদারফোর্ড। তাতে র্যাঙ্কিংয়ে ৪৩ ধাপ এগিয়েছেন রাদারফোর্ড, উঠে এসেছেন ৪২ নম্বরে।
বাংলাদেশের তাওহীদ হৃদয় বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ২০ বলে ৪০ ও পরের ম্যাচে প্রোটিয়াদের বিপক্ষে ৩৪ বলে ৩৭ রান করেন। দুই ম্যাচেই বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। তাতে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে ৩২ ধাপ এগিয়েছিলেন হৃদয়। তবে টানা দুই ম্যাচে নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে ব্যর্থতায় তিন ধাপ পিছিয়েছেন। এখন আছেন ৩০ নম্বরে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
অবিবেচকভাবে ভ্যাট বৃদ্ধি করা হয়েছে: ড. দেবপ্রিয়
‘উন্নয়নের অংশীদার, প্রবাসীরাও দাবিদার’ শ্লোগানে রিয়াদে প্রবাস মেলা’র ১১ বর্ষে পদার্পণ উদযাপন
এবার বিএফআইইউর সাবেক প্রধান মাসুদ বিশ্বাস গ্রেপ্তার
হিলিতে ব্যাডমিন্টন ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে
ইতালির পররাষ্ট্রমন্ত্রী এএফডির সঙ্গে সম্পর্ক রাখতে চান না
খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি: দোয়া চাইলেন তারেক রহমান
মাঘের শুরুতে আবার আসছে শৈত্যপ্রবাহ
আজহারীর মাহফিলের আগের রাতেই মাঠ কানায় কানায় পূর্ণ
আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’, শীর্ষে করাচিতে
পুলিশ পরিচয়ে ছিনতাইকালে বিদেশি অস্ত্রসহ ছাত্রলীগ নেতা আটক
ফ্যাসিস্টের দোসর সোহানা সাবা পেল ভারতে বড় দায়িত্ব
সংস্কারের কিছু প্রস্তাবে অসন্তোষ বিএনপির
মাগুরার শ্রীপুরে কৃষক দলের বিশাল কৃষক সমাবেশ
ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড কানাডার পরবর্তী প্রধানমন্ত্রী?
টানা তৃতীয় বছরের মতো চীনের জনসংখ্যা কমল
নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলন করায় ড্রেজারসহ ৬ জন গ্রেফতার
টিউলিপের পতন, এক রাজনৈতিক অধ্যায়ের অবসান
অভিষেকের আগে শি জিনপিংকে ট্রাম্পের ফোন
সিরিয়ায় আটক নাগরিকদের দেশে বিচার করতে অস্বীকৃতি জানিয়েছে ফ্রান্স
বিশ্ব ইজতেমার ৭০ ভাগ প্রস্তুতি সম্পন্ন : ঢাকা বিভাগীয় কমিশনার