অস্ট্রেলিয়াকে হারিয়েই শুরু চায় বাংলাদেশ
২০ জুন ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ২০ জুন ২০২৪, ১২:০৩ এএম
শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বের শুরু চায় বাংলাদেশ। এই পর্বে গ্রুপ-১ এ নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে দু’দল। আগামীকাল ওয়েস্ট ইন্ডিজের অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় শুরু হবে ম্যাচটি। এবারের আসরে ‘ডি’ গ্রুপে নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচে নেপালকে হারিয়েই সুপার এইট নিশ্চিত করেন নাজমুল হোসেন শান্তরা। গত ১৭ জুন ঈদুল আজহার দিন বাংলাদেশ সময় ভোরে ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্টের কিংসটাউনে নেপালকে ২১ রানে হারিয়ে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে শেষ আটে উঠে টাইগাররা। আগে ব্যাট করে ১৯.৩ ওভারে ১০৬ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে পেসার তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান ও তারকা স্পিনার সাকিব আল হাসানের বিধ্বংসি বোলিংয়ে ১৯.২ ওভারে ৮৫ রানেই গুটিয়ে যায় নেপালের ইনিংস। ফলে দারুণ জয় পেয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয়বারের মতো সুপার এইটে খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ দল।
গ্রুপ পর্বে চার ম্যাচে তিন জয় ও এক হারে ৬ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে থেকে সুপার এইটে জায়গা পেলেন শান্তরা। এই পর্বে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ২ উইকেটে এবং তৃতীয় ম্যাচে নেদারল্যান্ডসকে ২৫ রানে হারালেও দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র ৪ রানে হেরে যায় বাংলাদেশ। গ্রুপের শেষ ম্যাচে নেপালকে হারানোর ফলে এই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ তিন ম্যাচ জিতল টাইগাররা। এর আগে ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে টি-টোয়েন্টি বিশ^কাপের প্রথম আসরে সুপার এইটে উঠেছিল বাংলাদেশ। এরপর আর কোনো আসরেই প্রথম রাউন্ডের বাঁধা টপকাতে পারেনি তারা। তবে এবারের আসরে কন্ডিশন পক্ষে থাকার কারণে দৃশ্যপট পাল্টে গিয়েছে। কন্ডিশনের সাথে দারুণভাবে মানিয়ে নিয়েছেন বাংলাদেশের বোলাররা। বোলারদের অসাধারণ পারফরম্যান্সের কারণেই ব্যাটারদের অবদান ছাড়াই এবার সুপার এইটে জায়গা করে নিয়েছে বাংলাদেশ।
বিশেষ করে বাংলাদেশ দলের টপ অর্ডারের ব্যর্থতা ছিল চোখে পড়ার মত। তাই নড়বড়ে ব্যাটিং লাইনআপ নিয়েই সুপার এইটে বাংলাদেশ দলকে মানসিক ও শারীরিক দৃঢ়তার পরীক্ষা যে দিতে হবে-সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু কন্ডিশন যদি একই হয়, অস্ট্রেলিয়ার বিপক্ষে ফেভারিটের তকমা নিয়েই খেলতে নামবে বাংলাদেশ। মন্থর উইকেটের কারণেই ২০২১ সালে ঘরের মাঠে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে হারিয়েছিল টাইগাররা। তারপরও বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মনে করেন, যেকোন সুযোগ কাজে লাগাতে হলে ব্যাটিং সমস্যার সমাধান করতে হবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার আগে অফ-ফর্মে থাকা শান্ত গতকাল বলেন,‘আশা করছি আমাদের বোলিং পারফরম্যান্স ধরে রাখতে পারবো এবং সুপার এইটে আমাদের ব্যাটিং ভালো হবে। আমরা অস্ট্রেলিয়াকে হারিয়েই সুপার এইট পর্ব শুরু করতে চাই।’ তিনি যোগ করেন, ‘আমরা খুব বেশি রান করছি না। কিন্তু আমরা জানি দ্রুত কিছু উইকেট তুলে নিতে পারলে আমাদের রান ডিফেন্ড করতে পারবো। টি-টোয়েন্টিতে মোমেন্টাম সবসময় গুরুত্বপূর্ণ। এই রাউন্ডের জন্য আমাদের পরিকল্পনা করতে হবে এবং পরিকল্পনাগুলো কাজে লাগাতে হবে।’
সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে এখন পর্যন্ত ১০বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। এরমধ্যে বাংলাদেশ ৪টিতে জিতেছে এবং ৬ ম্যাচ হেরেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে পাঁচবারের মোকাবেলায় সবগুলোতেই জিতেছে অস্ট্রেলিয়া। এবার কন্ডিশন পক্ষে থাকায় অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়খরা কাটানোর প্রত্যাশা টাইগারদের। সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের জন্য বোলারদের দুর্দান্ত ফর্মের উপর নির্ভর করছেন অধিনায়ক শান্ত। তিনি বলেন, ‘গত দুই-তিন বছরে সব বোলারই কঠোর পরিশ্রম করছে। এই ফরম্যাটে বোলিং অনেক গুরুত্বপূর্ণ। আশা করি তারা ফর্ম ধরে রাখবে।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
এবার বিএফআইইউর সাবেক প্রধান মাসুদ বিশ্বাস গ্রেপ্তার
হিলিতে ব্যাডমিন্টন ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে
ইতালির পররাষ্ট্রমন্ত্রী এএফডির সঙ্গে সম্পর্ক রাখতে চান না
খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি: দোয়া চাইলেন তারেক রহমান
মাঘের শুরুতে আবার আসছে শৈত্যপ্রবাহ
আজহারীর মাহফিলের আগের রাতেই মাঠ কানায় কানায় পূর্ণ
আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’, শীর্ষে করাচিতে
পুলিশ পরিচয়ে ছিনতাইকালে বিদেশি অস্ত্রসহ ছাত্রলীগ নেতা আটক
ফ্যাসিস্টের দোসর সোহানা সাবা পেল ভারতে বড় দায়িত্ব
সংস্কারের কিছু প্রস্তাবে অসন্তোষ বিএনপির
মাগুরার শ্রীপুরে কৃষক দলের বিশাল কৃষক সমাবেশ
ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড কানাডার পরবর্তী প্রধানমন্ত্রী?
টানা তৃতীয় বছরের মতো চীনের জনসংখ্যা কমল
নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলন করায় ড্রেজারসহ ৬ জন গ্রেফতার
টিউলিপের পতন, এক রাজনৈতিক অধ্যায়ের অবসান
অভিষেকের আগে শি জিনপিংকে ট্রাম্পের ফোন
সিরিয়ায় আটক নাগরিকদের দেশে বিচার করতে অস্বীকৃতি জানিয়েছে ফ্রান্স
বিশ্ব ইজতেমার ৭০ ভাগ প্রস্তুতি সম্পন্ন : ঢাকা বিভাগীয় কমিশনার
আখাউড়া কালন্দি খালে বইবে জলধারা
টঙ্গীতে ছাত্রদল নেতাসহ গ্রেফতার ১৩