উইন্ডিজকে উড়িয়ে সুপার এইট পর্ব শুরু চ্যাম্পিয়নদের
২০ জুন ২০২৪, ০৯:৫৬ এএম | আপডেট: ২০ জুন ২০২৪, ১০:৪১ এএম
ব্যাটসম্যানদের মিলিত প্রচেষ্টায় লাড়াকু সংগ্রহই পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু বোলাররা পারলেন না সেই সংগ্রহকে যথেষ্ঠ প্রমাণ করতে। ফিল সল্ট আর জনি বেয়ারস্টোর ঝড়ে ক্যারিবীয়দের উড়িয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের সুপার এইট পর্ব শুরু করল বর্গমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডও।
সেন্ট লুসিয়ার ড্যারেন সামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে বিশ্বকাপ স্বাগতিকদের বিপক্ষে ৮ উইকেটের জয় পায় ইংলিশরা। ১৮১ রানের লক্ষ্য তারা পূরণ করে ১৫ বল হাতে রেখে।
৭ রানে জীবন পাওয়ার পর ওয়েস্ট ইন্ডিজের বোলারদের কচুকাটা করে ইংল্যান্ডকে দারুণ জয় এনে দেন ফিল সল্ট। ৩০ বলে যখন ৪০ রান দরকার তখন রোমারিও শেফার্ডের ওভারে ঝড় তোলেন সল্ট। তিনটি করে ছক্কা-চারে ওই ওভার থেকে নেন ৩০ রান।
শেষ পর্যন্ত ৪৭ বলে ৭টি চার ও ৫ ছক্কায় ৮৭ রানের অপরাজিত ইনিংস কেলে ইংলিশদের জয়ের নায়ক সল্টই। ২৬ বলে ৫টি চার ও ২ ছক্কায় ৪৮ রানে অপরাজিত থাকেন বেয়ারস্টো। দুজনের ৪৪ বলের অবিচ্ছিন্ন জুটি থেকে আসে ৯৭ রান।
গ্রুপপর্বে চার ম্যাচ জিতেই সুপার এইটে এসেছিল ওয়েস্ট ইন্ডিজ। অন্যদিকে ইংল্যান্ডকে অপেক্ষা করতে হয়েছিল একেবারে শেষ পর্যন্ত, তাকিয়ে থাকতে হয়েছিল অস্ট্রেলিয়ার দিকে। সেই উইন্ডিজকে গুঁড়িয়েই সুপার এইট শুরু করে বাকিদের যেন একটা বার্তাও দিল বর্তমান চ্যাম্পিয়নরা।
রান তাড়ায় দুর্দান্ত শুরু করেন ইংল্যান্ডের দুই ওপেনার সল্ট ও বাটলার। তৃতীয় ওভারে আকিল হোসেনের বলে অবশ্য ভাঙতে পারত জুটি। উইকেটের পেছনে সল্টের ক্যাচ নিতে পারেননি নিকোলাস পুরান।
বেঁচে যাওয়ার পর বোলারদের তুলাধুনা করে ছাড়েন সল্ট। পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে ৫৮ রান করে ইংল্যান্ড। মাত্র ১৩ ইনিংসে সল্ট ও বাটলারের সপ্তম পঞ্চাশ ছোঁয়া জুটি এটি।
যে কোনো উইকেটে ইংল্যান্ডের সর্বোচ্চ পঞ্চাশ ছোঁয়া জুটির রেকর্ড এটি। এছাড়া বাটলার ও জেসন রয় ৩২ ইনিংসে ৭টি এবং বাটলার ও দাভিদ মালান ১৯ ইনিংসে সাতবার পঞ্চাশ ছোঁয়া জুটি গড়েন।
পাওয়ারপ্লেতে মূল হুমকি আকিল হোসেনকে নিরাপদে পার করেন দুজন। শেষ পর্যন্ত সে জুটি ভাঙে অফ স্পিনার রোস্টন চেজের বলে বাটলার সামনে এসে খেলতে গিয়ে এলবিডব্লু হয়ে। ডানহাতিদের বিপক্ষেও অফ স্পিনার চেজ দারুণ করেছেন। তবে উইকেট দরকার ছিল তাদের, সেটির দেখাই খুব একটা পায়নি ওয়েস্ট ইন্ডিজ।
মঈন আলি এসে সুবিধা করতে পারেননি। ফেরেন ১০ বলে ১৩ রান করে আন্দ্রে রাসেলের বলে ডিপ মিডউইকেটে ক্যাচ তুলে। এরপর চার নম্বরে ব্যাটিংয়ের কার্যকারিতো প্রমাণ করেন বেয়ারস্টো।
এর আগে টসে হেরে বাটিংয়ে নামা উইন্ডিজ ভালো শুরু পেয়েও প্রত্যাশিত ঝড় তুলতে না পারায় সংগ্রহটা বাড়েনি। ১৩ বলে ২৩ রান করে সেচ্ছা অবসরে যান ব্রান্ডন কিং। কুঁচকিতে টান পড়ে বেরিয়ে যান মাঠ ছেড়ে। এরপর ত্রিশোর্ধো ইনিংস খেলেন পরের তিন ব্যাটারই।
৩৪ বলে ৩৮ রান তরেন জনসন চার্লস। ৩২ বলে ৩৬ রান করতে পারেন আগে ম্যাচে টুর্নামেন্ট সর্বোচ্চ (৯৮) রানের ইনিংস খেলা নিকোলাস পুরান। সেই তুলনায় ১৭ বলে ৫ ছক্কায় অধিনায়ক রভমন পাওয়েলের করা ৩৬ রান দলকে লড়াইয়ের ভালো পুঁজি এনে দেয়। ফেরফান রাদারফোর্ড খেলেন ১৫ বলে অপরাজিত ২৮ রানের ইনিংস।
ইংলিশরা ব্যবহার করে সাতজন বোলার। ৪ ওভারে ২১ রান দিয়ে ১ উইকেট নেন আদিল রশদ।
তবু দুইশোর বেশ নিচে আটকে যাওয়ায় ভালো বোলিং দরকার ছিলো ওয়েস্ট ইন্ডিজের। তারা সেটার ধারেকাছ দিয়েও থাকতে পারেনি।
সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ১৮০/৪ (কিং ২৩, চার্লস ৩৮, পুরান ৩৬, পাওয়েল ৩৬, রাসেল ১, রাদারফোর্ড ২৮*, শেফার্ড ৫*; টপলি ৩-০-২৬-০, উড ৩-০-৩৬-০, আর্চার ৪-০-৩৪-১, কারান ৩-০-২৫-০, রাশিদ ৪-০-২১-১, মইন ২-০-১৫-১, লিভিংস্টোন ১-০-২০-১)
ইংল্যান্ড: ১৭.৩ ওভারে ১৮১/২ (সল্ট ৮৭*, বাটলার ২৫, মইন ১৩, বেয়ারস্টো ৪৮*; আকিল ৪-০-৩৫-০, শেফার্ড ২-০-৪১-০, রাসেল ২-০-২১-১, জোসেফ ২.৩-০-৩২-০, মোটি ৪-০-৩২-০, চেইস ৩-০-১৯-১)
ফল: ইংল্যান্ড ৮ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: ফিল সল্ট
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
অবিবেচকভাবে ভ্যাট বৃদ্ধি করা হয়েছে: ড. দেবপ্রিয়
‘উন্নয়নের অংশীদার, প্রবাসীরাও দাবিদার’ শ্লোগানে রিয়াদে প্রবাস মেলা’র ১১ বর্ষে পদার্পণ উদযাপন
এবার বিএফআইইউর সাবেক প্রধান মাসুদ বিশ্বাস গ্রেপ্তার
হিলিতে ব্যাডমিন্টন ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে
ইতালির পররাষ্ট্রমন্ত্রী এএফডির সঙ্গে সম্পর্ক রাখতে চান না
খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি: দোয়া চাইলেন তারেক রহমান
মাঘের শুরুতে আবার আসছে শৈত্যপ্রবাহ
আজহারীর মাহফিলের আগের রাতেই মাঠ কানায় কানায় পূর্ণ
আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’, শীর্ষে করাচিতে
পুলিশ পরিচয়ে ছিনতাইকালে বিদেশি অস্ত্রসহ ছাত্রলীগ নেতা আটক
ফ্যাসিস্টের দোসর সোহানা সাবা পেল ভারতে বড় দায়িত্ব
সংস্কারের কিছু প্রস্তাবে অসন্তোষ বিএনপির
মাগুরার শ্রীপুরে কৃষক দলের বিশাল কৃষক সমাবেশ
ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড কানাডার পরবর্তী প্রধানমন্ত্রী?
টানা তৃতীয় বছরের মতো চীনের জনসংখ্যা কমল
নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলন করায় ড্রেজারসহ ৬ জন গ্রেফতার
টিউলিপের পতন, এক রাজনৈতিক অধ্যায়ের অবসান
অভিষেকের আগে শি জিনপিংকে ট্রাম্পের ফোন
সিরিয়ায় আটক নাগরিকদের দেশে বিচার করতে অস্বীকৃতি জানিয়েছে ফ্রান্স
বিশ্ব ইজতেমার ৭০ ভাগ প্রস্তুতি সম্পন্ন : ঢাকা বিভাগীয় কমিশনার