দ্রুত ৩ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ, এরপর বৃষ্টি
২৫ জুন ২০২৪, ০৯:৩১ এএম | আপডেট: ২৫ জুন ২০২৪, ০৯:৩১ এএম
আফগানদের অল্পতেই আটকে সেমিফাইনালের যে স্বপ্ন দেখছিল বাংলাদেশ তা হোঁচট খেয়েছে শুরুতেই। তিন ওভারের মধ্যেই শীর্ষ তিন ব্যাটারকে হারিয়েছে টাইগাররা।
দ্বিতীয় ওভারে ফজলহক ফারুকিকে আড়াআড়ি খেলতে গিয়ে লাইন মিস করে এলবিডব্লিউ হন তানজিদ হাসান। সবশেষ চার ইনিংসে তৃতীয় ডাক মারলেন এই ওপেনার।
পরের ওভারে জোড়া আঘাত হানেন নাভিন-উল-হক। মিডউইকেটে ক্যাচ দিয়ে শান্ত আউট হওয়ার পরের বলেই লিডিং এজ হয়ে বোলারকে সহজ ক্যাচ দেন সাকিব। ৩ ওভারে বাংলাদেশের স্কোর ২৪/৩।
৩.২ ওভারে ৩১/৩ হওয়ার পর বৃষ্টিতে থেমে গেছে খেলা। ইনিংসের শুরুতে ওভার কাটা যায়নি বলে ওভার কাটা যায়নি কোনো। তবে এবার কাটা যেতে পারে। সেক্ষেত্রে কার্যকর হবে ডিএলএস পদ্ধতি। ৩ উইকেট হারানো বাংলাদেশের সমীকরণ কঠিন হয়ে যাওয়ার কথা আরও।
সেমিফাইনালে যেতে ১২.১ ওভারে বাংলাদেশের লক্ষ্য ১১৭ রান
সময়মতো উইকেট নিতে পারলেন না বোলারা, তবে আঁটসাট বোলিংয়ে রান রাখলেন আটকে। রিশাদ-তাসকিন-মুস্তাফিজদের দারুণ বোলিংয়ে আফগানিস্তানকে অল্পতেই আটকে দিয়েছে বাংলাদেশ।
সুপার এইট পর্বের শেষ ম্যাচে আফগানিস্তান ২০ ওভারে তুলেছে ৫ উইকেটে ১১৫ রান। তানজিমের করা শেষ ওভারেই এসেছে ১৫ রান। সেমিফাইনালে যেতে স্লো পিচে এই রান ১২.১ ওভারের মধ্যে তাড়া করতে হবে বাংলাদেশকে।
আফগান ইনিংসের এরপরই আম্পায়াররা ডেকে পাঠিয়েছেন কাভার। সেন্ট ভিনসেন্টে গুড়ি গুড়ি বৃষ্টি নেমেছে আগেই।
আফগান ইনিংসে ডট বল ৬৬টি। ১৯তম ওভারে মুমস্তাফিজ দেন ১ রান। প্রথম ২৩ বলে স্রেফ ৬ রান দেওয়া তাসকিন নিজের শেষ বলে হজম করেন ছক্কা। এরপরও ৪ ওভারে স্রেফ ১২ রান দিয়ে ১ উইকেট নেন এই পেসার, যেখানে ১৯টিই ছিল ডট বল।
তবে ৪ ওভারে ২৬ রানে ৩ উইকেট নিয়ে ইনিংসের সফলতম বোলার রিশাদ। উইকেট না পেলেও ৪ ওভারে কেবল ১৯ রান দেন সাকিব। খরুচে ছিলেন তানজিম। এই তরুণ এদিন ৪ ওভারে ৩৬ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য।
করিম জানাতের সঙ্গে ষষ্ঠ উইকেটে অবিচ্ছিন্ন জুটিতে ১৪ বলে ২২ রান যোগ করেন রশিদ খান। আফগান অধিনায়ক ৩ ছক্কায় করেন ১০ বলে ১৯ রান। তার এই ক্যামিওতেই মূলত একশ পেরোয় আফগানিস্তান।
টস জিতে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে ৫৮ রান যোগ করেন আফগানরা। মন্থর ব্যাটিংয়ে ১৮ রান করতে ২৯ বল খেলেন ইব্রাহিম জাদরান। আরেক ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ৫৫ বলে খেলেন ৪৩ রানের ইনিংস। তার ইনিংসের স্ট্রাইক রেট ৭৮.১৮, বিশ্বকাপে কমপক্ষে ৪০ রানের ইনিংসগুলোর মধ্যে যা মন্থরতম।
পরিসংখ্যান বলছে কিংস্টনের এই মাঠে এখন পর্যন্ত হওয়া বিশ্বকাপের চার ম্যাচের সবকটিতেই জিতেছে প্রথমে ব্যাটিং করা দল।
সংক্ষিপ্ত স্কোর:
আফগানিস্তান: ২০ ওভারে ১১৫/৫ (গুরবাজ ৪৩, জাদরান ১৮, ওমারজাই ১০, নাইব ৪, নাবি ১, জানাত ৭*, রাশিদ ১৯*; তানজিম ৪-০-৩৬-০, তাসকিন ৪-১-১২-১, সাকিব ৪-০-১৯-০, মুস্তাফিজ ৪-০-১৭-১, রিশাদ ৪-০-২৬-৩)।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
শুল্ক ও কর বৃদ্ধি যেভাবে প্রভাব ফেলবে সিগারেটের বাজারে
বায়ুদূষণের প্রভাবে দেশে প্রতিবছর লক্ষাধিক মানুষের মৃত্যু: গবেষণা
যেকোনো জাতির জন্য সামনে এগিয়ে যাওয়াটা হচ্ছে মুখ্য বিষয়- মোস্তফা সরয়ার ফারুকী
তরুণদের জন্য সেরা প্ল্যাটফর্ম বিপিএল: আর্থার
ইরানের প্রেসিডেন্টের সালামের উত্তর দিলেন পুতিন
টাঙ্গাইলে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহতদের স্মরণে দোয়া মাহফিল
সিএমজেএফ টকে ডিএসই চেয়ারম্যান জুনের মধ্যে গতি ফিরে পাবে শেয়ারবাজার
আবাসিক গ্যাস সংযোগ চালুর দাবি গ্রাহক গ্যাস পাইপ লাইন নির্মাণ ঠিকাদার ঐক্য ফেডারেশনের
চিকিৎসা নীতিশাস্ত্র গবেষণায় মধ্যপ্রাচ্যে প্রথম ইরান
জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
এনবিআরের সেই মতিউর রিমান্ড শেষে কারাগারে
ডিবি হারুনকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন ডা. সাবরিনা
হাকিমপুর উপজেলার ইউনিয়ন পর্যায়ে ওয়ার্ড বিএনপির যৌথ কর্মী সম্মেলন
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে ১০ জন আহত
রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে হবে : আমির খসরু
ইনকিলাবের কবির হোসেন কাপ্তাই প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মনোনীত
সুনামগঞ্জে সীমান্তজুড়ে কঠোর অবস্থানে বিজিবি
শামি-বুমরাহকে নিয়েই ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির দল
ঝিনাইদহে নিখোঁজের ৭দিন পর সেপটি ট্যাংকে মিললো যুবকের লাশ
ইসলামী আইনজীবী পরিষদের ১৩তম কেন্দ্রীয় সম্মেলন রবিবার