কোহলির দুর্দান্ত প্রত্যাবর্তনে ফাইনালে রেকর্ড টার্গেট ছুড়ে দিল ভারত
৩০ জুন ২০২৪, ১২:১০ এএম | আপডেট: ৩০ জুন ২০২৪, ১২:১০ এএম
সেমিফাইনাল শেষে বিরাট কোহলির অফ ফর্ম নিয়ে জানতে চাইলে রোহিত শর্মা বলেছিলেন,সে হয়তো নিজের সেরাটা ফাইনালের জন্য জমিয়ে রেখেছে।ভারতীয় ক্যাপ্টেনর কথা যেন মিলে গেল পুরোপুরি। পুরো বিশ্বকাপ জুড়ে ফ্লপ বিরাট ফাইনালে জ্বলে উঠেন দুর্দান্তভাবে।
আগে ব্যাট করতে নেমে দ্রুত তিন উইকেট হারিয়ে বিপদে পড়া ভারতকে একমাত্র আগলে রেখে দলকে এগিয়ে নিয়ে গিয়েছেন। আক্ষর প্যাটেলকে নিয়ে ভারতকে নিয়ে বিপদ মুক্ত করে ভারতকে নিয়ে গেছেন চ্যালেঞ্জিং সংগ্রহের দিকে।জুটির শুরুতে সাবধানী ব্যাট করলেও শেষে আগ্রাসী ছন্দে তুলেছেন একের পর এক বাউন্ডারি।তার ব্যাটে প্রথম ইনিংস শেষে সুবিধাজনক অবস্থানে আছে ভারত।
ব্রিজটাউনের কেনসিংটন ওভালে আগে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতে তিন উইকেট হারানোর পরেও নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৬ রান সংগ্রহ করেছে ভারত। ওপেনিংয়ে নামা বিরাট কোহলির ৫৯ বলে ৭৬ রানের অসাধারণ ইনিংসেই চ্যালেঞ্জিং সংগ্রহ ২০০৭ সালের বিশ্বচ্যাম্পিয়নরা।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে এখন পর্যন্ত এটি সর্বোচ্চ সংগ্রহ।২০২১ সালের বিশ্বকাপে নিউজিল্যান্ডকে হারিয়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ করা ১৭৩ রান এর আগের সর্বোচ্চ রান ছিল।
ফলে প্রথমবার বিশ্ব আসরের ফাইনালে উঠেই শিরোপা জিততে হলে দক্ষিণ আফ্রিকাকে রেকর্ড গড়তে হবে।
এদিন অবশ্য ব্যাট করতে নেমে শুরুটা দারুণ হয়েছিল ভারতের।কাগিসো রাবাদার প্রথম ওভারে ৩ চারে তুলেছেন ১৫ রান।কেশব মাহরাজের করা দ্বিতীয় ওভারে টানা দুই চারে শুরু দুর্দান্ত ফর্মে থাকা রোহিত শর্মার।আগে ব্যাট করতে নেমে ভারত তখন প্রথম ইনিংসে বিশাল রান জমা করারই ইঙ্গিত দিচ্ছিল।
তবে এরপরই দলটির উড়ন্ত যাত্রায় ছেদ পরে। সেই ওভারে ওভারের চতুর্থ বলে সুইপ করতে গিয়ে ঠিকঠাক টাইম করতে পারেননি রোহিত শর্মা।হেনিরক ক্লাসেনের কাছে ধরা পড়েন ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে। আগের দুই ম্যাচে ফিফটির টাকা পাওয়া ভারতীয় ক্যাপ্টেন এদিন ফিরেছেন ৫ বলে ৯ রান করে।মাহরাজের পরের বলে নেমেই আউট রিষাভ পান্থ।প্রথমবারের তিনটি চার হজম করা কাগিসো রাবাদা নিজের দ্বিতীয় ওভারে এসে রান দিয়েছেন তিন। মাহরাজ পরের ওভারে এক চার সহ কোহলি তুললেন ছয় রান।টানা তৃতীয়বারে বোলিংয়ে এসে সাফল্যের দেখাবেন রাবাদা। মাত্র ৩ রানে সাজঘরে ফেরান আক্রমণাত্মক ব্যাটসম্যান সূর্যকুমার যাদব কে।১.২ ওভারে ২৩/০ থেকে ভারত মুহূর্তেই পরিণত হয় ৩৫/৩ এ! ব্যাটিং পাওয়ার প্লেতে রান উঠেছে ৪৫।
চাপ থেকে ভারতকে ধীরে ধীরে বের করে আনেন বিরাট কোহলি ও ব্যাটিং অর্ডারের আগে নামা অক্ষর প্যাটেল।জুটিতে প্যাটেলই ছিলেন আগ্রাসী ভূমিকায় কোহলি সিঙ্গেল ডাবলসে রানের চাকা সজল রাখলেও নিয়মিত বাউন্ডারি নিয়মিত মারার কাজটা করছিলেন এই বাঁহাতি। অষ্টম ও নবম ওভারে যথাক্রমে মার্করাম ও মহারাজকে একটি করে ছক্কা হাঁকান অক্ষর।প্রথম ১০ ওভারে আসে ৭৫ রান।১৪তম ওভারে এই জুটি ভাঙেন উইকেটরক্ষক ডি কক। তার সরাসরি থ্রোতে রানআউট হয়ে যান দারুণ খেলতে থাকা অক্ষর।তার ব্যাট থেকে আসে ৩১ বলে ৪৭ রান। এতে ভাঙে ভারতের ৫৪ বলে ৭২ রানের চতুর্থ উইকেট জুটি।
অক্ষর আউট হওয়ার পর বদলে যায় কোহলির খেলার ধরণ,রান তুলতে থাকেন ঝড়ের গতিতে।শেষ ৭ ওভারে ভারত তুলেছে ৮১ রান।১৯ তম ওভারে আউট হওয়ার আগে ৫৯ বলে সর্বোচ্চ ৭৬ রান আসে তার ব্যাট থেকে। তিনি ৬ চারের সঙ্গে মারেন ২ ছক্কা।শেষদিকে নেমে শিবম দুবে নেমে ১৬ বলে ২৭ রান করেন ৩ চার ও ১ ছক্কায়।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে : তারেক রহমান
ঋণখেলাপিরা যাতে মনোনয়ন না পায় চেষ্টা করবো : মির্জা ফখরুল
অর্থনৈতিক বৈষম্য দূর না হলে রাজনৈতিক সংস্কার টেকসই হবে না : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
টিসিবি’র এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে ৩৭ লাখই ভুয়া: বাণিজ্য উপদেষ্টা
ভোজ্যতেলের সরবরাহ নিশ্চিতে কারখানা পরিদর্শন ভোক্তা অধিকারের
গণপরিবহনে শৃঙ্খলায় কাউন্টার স্থাপনের পরিকল্পনা
রাজধানীর তিন পার্কে ভেন্ডারের চুক্তি : শর্ত ভঙ্গের তদন্তে ডিএনসিসি
বাবা-মায়ের পুরোনো বাড়িতে যাই : শফিকুল আলম
জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় ১৫০ কোটি টাকা অনুদান
২০২৪ সালে ৩১০ শিক্ষার্থীর আত্মহত্যা
ভারতীয় ৭২ গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে অপতথ্য প্রচার
লেবানন থেকে দেশে ফিরলেন আরো ৪৭
প্লাটফর্ম বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
শক্তিশালী অর্থনীতি ও গর্বিত জাতি গড়তে শহীদ জিয়ার দর্শন ধারণ করতে হবে : আমির খসরু
কী আছে তৌফিকার লকারে?
ঘটনার তিনদিন পর থানায় মামলা
অনিয়ম ঢাকতে তড়িঘড়ি করে নির্বাচনের পাঁয়তারা
শেবাচিম হাসপাতালের মেডিসিন বিভাগের দুরবস্থা
৯৬টি সিএনজি ভাঙ্গাড়ি হিসাবে সাড়ে ১১ লাখ টাকায় বিক্রি
৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে রূপগঞ্জে বিএনপির সমাবেশ