তবুও খুশি বিসিবি!
৩০ জুন ২০২৪, ১২:১০ এএম | আপডেট: ৩০ জুন ২০২৪, ১২:১০ এএম
টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে সেমিফাইনালের খুব কাছেই ছিল বাংলাদেশ। সুপার এইটে গ্রুপ-১ নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে নির্দিষ্ট ব্যবধানে জিতলেই ইতিহাস গড়তো নাজমুল হোসেন শান্তর দল। তবে তা হয়নি। ছন্নছাড়া ব্যাটিংয়ে আফগানদের বিপক্ষে বৃষ্টি আইনে ৮ রানে হেরে বিশ্বকাপ থেকে লজ্জার বিদায় নেয় বাংলাদেশ। পুরো টুর্নামেন্ট জুড়েই নড়বড়ে ব্যাটিং লাইনআপ নিয়ে পথচলা শেষে গত শুক্রবার দেশে ফিরেছে জাতীয় ক্রিকেট দল। বিশ্বকাপের সুপার এইটে তিন ম্যাচেই হেরেছেন শান্তরা। অবশ্য গ্রুপ পর্বে এক হারের বিপরীতে তিন জয় ছিল বাংলাদেশ দলের। এতেই আত্মতুষ্টিতে ভুগছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তারা। বিশ্বকাপে ক্রিকেটারদের পারফরম্যান্সে খুশি বিসিবি! গতকাল গণমাধ্যমকে এমনটাই জানালেন বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের প্রধান জালাল ইউনুস। তিনি বলেন,‘টি-টোয়েন্টি বিশ্বকাপে আমাদের প্রধান লক্ষ্য ছিল সুপার এইটে খেলা। আমরা তা অর্জন করতে পেরেছি, তার জন্য বোর্ডের সবাই খুশি।’ যে দলটি ওয়ানডে মর্যাদা পেয়েছে ১৯৯৭ সালে, ২০০০ সালে পেয়েছে টেস্ট মর্যাদা। যারা টি-টোয়েন্টি ক্রিকেট খেলছে ২০০৬ সাল থেকে। আর সংক্ষিপ্ত সংস্করণে বিশ্বকাপের প্রথম আসর থেকেই যাদের অংশগ্রহণ শুরু তারাই কি-না ১৭ বছর পর সুপার এইটকে প্রধান লক্ষ্য হিসেবে ধরে নেয়! এতে শুধু অবাকই নয়, বিস্মিত হয়েছেন দেশের ক্রিকেটবোদ্ধারা।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ যে তিন দলের বিপক্ষে জিতেছে তার মধ্যে একমাত্র শ্রীলঙ্কাই ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পূর্ণ সদস্য। বাকি দুই দল নেদারল্যান্ডস ও নেপাল সহযোগি সদস্য। জয় পাওয়া ম্যাচগুলোর সবক’টিতেই বড় অবদান ছিল বোলারদের। এক তাওহিদ হৃদয় ছাড়া আর কোনো ব্যাটারই বলার মতো রান করতে পারেননি। দুই ওপেনার তানজিদ হাসান তামিম, লিটন কুমার দাস, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, টপঅর্ডার ব্যাটার সৌম্য সরকার এবং দলের দুই সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ পুরো বিশ্বকাপ জুড়ে ছিলেন ব্যর্থ। বলার মতো আহামরি কিছুই করে দেখাতে পারেননি তারা। ব্যাটারদের এমন ব্যর্থতার কারণ খুঁজবে বিসিবি। এ প্রসঙ্গে জালাল ইউনুস বলেন,‘টপ অর্ডার টানা ব্যর্থ হয়েছে বলেই আমরা ব্যাটিংয়ে ভালো করতে পারিনি। ব্যাটিংয়ে এভাবে ফেইল করতে আমি কখনো দেখিনি। হয়তো একজন করেছে, আরেকজন ওই জায়গায় গিয়ে কাভার দিয়েছে। কোন কোন জায়গায় দুর্বলতা আছে এটা আমাদের খুঁজে বের করতে হবে এবং সেটা নিয়ে কাজ করতে হবে।’ পুরো আসরেই দুর্দান্ত ছিলেন লেগ স্পিনার রিশাদ হোসেন। এই তরুণকে নিয়ে জালাল বলেন,‘দুর্দান্ত বোলিং করেছে আমাদের পেসার ও স্পিনাররা। বিশেষ করে রিশাদ। ওর জন্য একটা বড় প্ল্যাটফর্ম ছিল নিজেকে প্রমাণ করার। সব মিলিয়ে এই ওয়ার্ল্ডকাপে আমরা ভালো খেলেছি।’ টপঅর্ডারের ব্যাটারদের টানা ব্যর্থতার পরও বিসিবির এই খুশি কি বার্তা বহন করে তা জানেন না কেউ।
এদিকে বিশ্বকাপে ব্যাট হাতে চরম ব্যর্থ হওয়ার পাশাপাশি মাঠে সঠিক নেতৃত্বও দিতে পারেননি নাজমুল হোসেন শান্ত-এমন বক্তব্য ক্রিকেটপ্রেমীদের। চলতি বছরের ফেব্রুয়ারিতে সব ফরম্যাটের জন্য বাংলাদেশ দলের অধিনায়কত্ব পাওয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপেও তার নেতৃত্বে খেলেছে বাংলাদেশ দল। যেখানে অধিনায়ক নিজেই পারফর্ম করতে পারেননি। একই সঙ্গে ভুগেছে দলও। তাই এবার তার অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। বিশ্বকাপে ৭ ম্যাচ খেলে শান্ত করেছেন মোটে ১১২ রান, স্ট্রাইকরেট ৯২। এমন অবস্থায় তাকে নিয়ে বিসিবি কি ভাবছে? কাল সে প্রশ্নেরও উত্তর দেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তার কথায় স্পষ্ট শান্তই থাকছেন বাংলাদেশ দলের অধিনায়ক! শান্তর অধিনায়কত্ব নিয়ে জালাল বলেন,‘আমরা শান্তকে ম্যান্ডেট দিয়েছি এক বছরের জন্য। এখন পর্যন্ত এই বিষয় নিয়ে আমরা আলোচনা করিনি। তাসকিন শুরু করেছে ভাইস ক্যাপ্টেন হিসেবে। আমার মনে হয়, সে সামনে থেকে নেতৃত্ব দিতে পারে। কিন্তু এই মুহুর্তে অধিনায়ক পরিবর্তন হবে কি না, ভবিষ্যতেও হবে কি না এই বিষয় নিয়ে আমি আলোচনা করতে পারব না। সবকিছু বোর্ডের সিদ্ধান্তে হয়। শান্তকে আমরা এই বছরের জন্য ম্যান্ডেট দিয়েছি। বাকিটা বোর্ডের ইচ্ছা।’
টি-টোয়েন্টি বিশ্বকাপে পারফর্ম করতে ব্যর্থ হয়েছেন সাকিব আল হাসান এবং মাহমুদউল্লাহ রিয়াদের মতো অভিজ্ঞরা। এ দুই সিনিয়র ক্রিকেটারকে নিয়ে জালাল বলেন, ‘সাকিব-মাহমুদউল্লাহ কারো নাম নিয়ে বলছি না, যারা পারফর্ম করে সামনে আসবে তারাই খেলবে ভবিষ্যতে। এখন যারা খেলছে তারা সবাই পারফর্ম করেই এসেছে। যারা টি-টোয়েন্টি দলে গিয়েছে প্রত্যেকেই সামর্থ্য দেখিয়েই টিমে ছিল। দলের মধ্যে পারফরম্যান্সকেই সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হয়।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে : তারেক রহমান
ঋণখেলাপিরা যাতে মনোনয়ন না পায় চেষ্টা করবো : মির্জা ফখরুল
অর্থনৈতিক বৈষম্য দূর না হলে রাজনৈতিক সংস্কার টেকসই হবে না : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
টিসিবি’র এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে ৩৭ লাখই ভুয়া: বাণিজ্য উপদেষ্টা
ভোজ্যতেলের সরবরাহ নিশ্চিতে কারখানা পরিদর্শন ভোক্তা অধিকারের
গণপরিবহনে শৃঙ্খলায় কাউন্টার স্থাপনের পরিকল্পনা
রাজধানীর তিন পার্কে ভেন্ডারের চুক্তি : শর্ত ভঙ্গের তদন্তে ডিএনসিসি
বাবা-মায়ের পুরোনো বাড়িতে যাই : শফিকুল আলম
জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় ১৫০ কোটি টাকা অনুদান
২০২৪ সালে ৩১০ শিক্ষার্থীর আত্মহত্যা
ভারতীয় ৭২ গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে অপতথ্য প্রচার
লেবানন থেকে দেশে ফিরলেন আরো ৪৭
প্লাটফর্ম বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
শক্তিশালী অর্থনীতি ও গর্বিত জাতি গড়তে শহীদ জিয়ার দর্শন ধারণ করতে হবে : আমির খসরু
কী আছে তৌফিকার লকারে?
ঘটনার তিনদিন পর থানায় মামলা
অনিয়ম ঢাকতে তড়িঘড়ি করে নির্বাচনের পাঁয়তারা
শেবাচিম হাসপাতালের মেডিসিন বিভাগের দুরবস্থা
৯৬টি সিএনজি ভাঙ্গাড়ি হিসাবে সাড়ে ১১ লাখ টাকায় বিক্রি
৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে রূপগঞ্জে বিএনপির সমাবেশ