প্রতিবেশী ভারতের বিশ্বকাপ জয়ে শুভেচ্ছা না জানিয়ে কেন দক্ষিণ আফ্রিকার হারে আক্ষেপ জানাচ্ছেন বাংলাদেশিরা!
৩০ জুন ২০২৪, ১০:১৩ এএম | আপডেট: ৩০ জুন ২০২৪, ১০:১৩ এএম
দক্ষিণ আফ্রিকার জন্য এটা ছিল পুরুষ আইসিসি ইভেন্টের প্রথম বিশ্বকাপ ফাইনাল। আর ভারত, একের পর এক ফাইনাল ও সেমিফাইনালে হারতে হারতে ক্লান্ত হয়ে শেষ পর্যন্ত শিরোপা হাতে নিলো। ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির পরে এটাই ভারতের প্রথম আইসিসি শিরোপা।
তবে প্রতিবেশী ভারতের এমন আকাঙ্ক্ষিত জয়ে উচ্ছ্বাস নেই বাংলাদেশী ক্রিকেট ভক্তদের মাঝে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় ক্রিকেট দলকে শুভেচ্ছা জানাতে দেখা যায়নি তেমন কাউকে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার আক্ষেপ প্রকাশ করতে দেখা গেছে অসংখ্য ক্রিকেট ভক্তকে।
ম্যাচ শেষ হওয়ার ৩০ মিনিট আগেও মনে হচ্ছিল দক্ষিণ আফ্রিকা ভারতকে হারিয়ে নিজেদের ক্রিকেট ইতিহাসের প্রথম বিশ্বকাপ শিরোপা ঘরে তুলবে। ৩০ মিনিট আগেও ৩০ বলে দরকার ছিল ৩০ রান, যেটা নিতে পারলো না দক্ষিণ আফ্রিকা।
টস জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়ে ভারত পুরো ২০ ওভার ব্যাট করে ১৭৬ রান তোলে। সেই রান তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা ৮ উইকেট হারিয়ে ২০ ওভারে ১৬৯ রান তুলতে পেরেছে।
মূলত ৫ উইকেট যাওয়ার পরেই দক্ষিণ আফ্রিকার শেষ ব্যাটার নেমে আসেন, মার্কো ইয়ানসেন। এরপর চার জন বোলার যারা ব্যাটিং জানেন না।
এখানেই দক্ষিণ আফ্রিকা ম্যাচটা হেরে গেল।
হেইনরিখ ক্লাসেন যতক্ষণ ব্যাট করছিলেন ততক্ষণ মনে হচ্ছিল এই ম্যাচ দক্ষিণ আফ্রিকার হাতের মুঠোয়, মাত্র ২৩ বলে ৫৩ রান তোলার পথে আকসার প্যাটেলের এক ওভারে তিনি ২৪ রান তুলে নেন।
এরপরেও জসপ্রিত বুমরাহ'র ২ ওভার বাকি ছিল, এখানেই রোহিত তার আসল অস্ত্র জমা রেখে দেন।
তবে বুমরাহ নন, প্রায় নির্বিষ এক বলে ক্লাসেনকে সাজঘরে ফেরান হার্দিক পান্ডিয়া। সেই থেকে দক্ষিণ আফ্রিকা খোলসে ঢুকে যায়। তাই দেশটির এমন হারকে মানতে পারছেন না বাংলাদেশী ক্রিকেট ভক্তরা।
ফেসবুকে সমালোচকরা বলছেন, বাংলাদেশের নির্বাচনে নগ্ন হস্তক্ষেপের মাধ্যমে জনগণের ভোটাধিকার হরণ, বাংলাদেশ থেকে একতরফা সুবিধা নেওয়া, সীমান্তে বাংলাদেশিদের পাখির মতো গুলি করে হত্যা এবং গাজায় ইসরাইলের মুসলিম গণহত্যায় অস্ত্র দিয়ে সহযোগিতা করার মত বিষয়গুলো ভারতের জয় উদযাপন না করার পেছনে কাজ করছে।
মাহবুব কবির লিখেছেন, ক্রিকেটটা এখন বিগ থ্রির খেলা। এই খেলাটা এখন বড্ড একঘেয়েমি লাগে দেখতে। বিশেষ করে world cup এর মত জায়গায়। কাপ মানেই এখন ইন্ডিয়া, ইংল্যান্ড অথবা অস্ট্রেলিয়ার। এজন্যই ক্রিকেটটা খুব কমই দেখা হয়। আর ইন্ডিয়াতো এ খেলাটাকে আরো হাস্যকর পর্যায়ে নিয়ে গেছে।
অনিন্দ্য জাহিদ লিখেছেন, দক্ষিন আফ্রিকার জন্য খারাপ লাগতেছে। দক্ষিন আফ্রিকা সেই দেশ যারা প্যালেস্টাইনদের পক্ষ নিয়ে ইসরাইলকে যে পরিমান নাকানি চুবানি খাইয়ে যাচ্ছে, বাংলাদেশের প্রতিটা মুসলমানের উচিৎ ওদের সাপোর্ট করা..।
মোঃ মাহবুব লাবিব লিখেছেন, দক্ষিণ আফ্রিকার শেষ ৫ ওভারের খেলা দেখে মনে হয়েছে ম্যাচটা তারা জিততে চায়নি। হয়তো উপরের কোন ইশারা থাকতে পারে।
রাহাত আহমেদ লিখেছেন, এই চ্যাম্পিয়ন হয়ে লাভ কি। টাকা দিয়ে খেলা জিতলো ভারত। ভারত দল যতগুলো ট্রফি জিতছে সবগুলো চুরি করে। কেন সব দেশ ভারতের বিরুদ্ধে বলে তারা চুরি করে ওয়াল্ড কাপ জিতে। এই খেলা দেখে বুঝা যায় ভারত দল টাকা দিয়ে ম্যাচটা জিতছে। ভারত দলকে অভিনন্দন জানাতে পারলাম না কারণ তারা চুরি করে আম্পায়ার কিনে ঐই দলের কিছু খেলোয়াড় কিনে ম্যাচটা জিতছে। বরাবর তাই দেখে আসছি।
মোহাম্মদ নেসার উদ্দিন লিখেছেন, ক্লাসেন ম্যাচটা প্রায় বের করেই দিয়েছে,, সেখান থেকে ম্যাচ হারাটা সাউথ আফ্রিকার জন্য সত্যিই খুব হতাশাজনক। তবে ভারত আর চুরি এই দুইটা যে খুব পারস্পরিক সেটা ডি ককের নিশ্চিত ছক্কা চার বলে চালিয়ে দিয়েছে এবং সুরিয়া কুমারের ওই ক্যাচ টা ক্লোজলি চেক করলনা বিচিহীন আম্পায়ার এতে প্রমাণিত।
মোঃ রাকিবুল ইসলাম লিখেছেন, ভারতের একটা কাপ ছিলো সাউথ আফ্রিকার মতো দেশের একটা কাপ হলে ভালো লাগতো। আমার সোনার বাংলাদেশ তো আর যেই জায়গায় যেতে পারবে না বা এমন কিছু অর্জন করতে পারবে না । সমবেদনা সাউথ আফ্রিকা ।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে : তারেক রহমান
ঋণখেলাপিরা যাতে মনোনয়ন না পায় চেষ্টা করবো : মির্জা ফখরুল
অর্থনৈতিক বৈষম্য দূর না হলে রাজনৈতিক সংস্কার টেকসই হবে না : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
টিসিবি’র এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে ৩৭ লাখই ভুয়া: বাণিজ্য উপদেষ্টা
ভোজ্যতেলের সরবরাহ নিশ্চিতে কারখানা পরিদর্শন ভোক্তা অধিকারের
গণপরিবহনে শৃঙ্খলায় কাউন্টার স্থাপনের পরিকল্পনা
রাজধানীর তিন পার্কে ভেন্ডারের চুক্তি : শর্ত ভঙ্গের তদন্তে ডিএনসিসি
বাবা-মায়ের পুরোনো বাড়িতে যাই : শফিকুল আলম
জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় ১৫০ কোটি টাকা অনুদান
২০২৪ সালে ৩১০ শিক্ষার্থীর আত্মহত্যা
ভারতীয় ৭২ গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে অপতথ্য প্রচার
লেবানন থেকে দেশে ফিরলেন আরো ৪৭
প্লাটফর্ম বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
শক্তিশালী অর্থনীতি ও গর্বিত জাতি গড়তে শহীদ জিয়ার দর্শন ধারণ করতে হবে : আমির খসরু
কী আছে তৌফিকার লকারে?
ঘটনার তিনদিন পর থানায় মামলা
অনিয়ম ঢাকতে তড়িঘড়ি করে নির্বাচনের পাঁয়তারা
শেবাচিম হাসপাতালের মেডিসিন বিভাগের দুরবস্থা
৯৬টি সিএনজি ভাঙ্গাড়ি হিসাবে সাড়ে ১১ লাখ টাকায় বিক্রি
৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে রূপগঞ্জে বিএনপির সমাবেশ