উৎসবের নগরী মুম্বাই
০৫ জুলাই ২০২৪, ১২:০০ এএম | আপডেট: ০৫ জুলাই ২০২৪, ১২:০০ এএম
ফাইনাল শেষে মাঠে উদযাপন তো হয়েছেই, রাতভর পার্টি হয়েছে টিম হোটেলে। হারিকেন বেরিলের কারণে এরপর পিছিয়ে গেছে তাদের দেশে ফেরা। হোটেলে উদযাপন হয়েছে আরও কয়েক দফায়। এরপরও যেন রোমাঞ্চের শেষ নেই ভারতীয় ক্রিকেটারদের। দেশে ফেরার বিমানেও ট্রফি নিয়ে তাদের কত ছেলেমানুষি আনন্দ! সামাজিক মাধ্যমে ভারতীয় ক্রিকেট দলের ভিডিওতে দেখা যাচ্ছে, বিমানে ট্রফি নিয়ে খ্যাপাটে পোজ দিচ্ছেন রোহিত শর্মা, ট্রফিতে পরম আবেগে চুম্বন এঁকে দিচ্ছেন ভিরাট কোহলি, ট্রফি নিয়ে বিমানের ভেতরই নাচছেন ঋষভ পান্ত, সিটের পাশে সযতেœ ট্রফিটি রেখে দিচ্ছেন আকসার প্যাটেল, মোহাম্মদ সিরাজরা, শিশু সন্তানকে কোলে নিয়ে ট্রফি দেখাচ্ছেন জাসপ্রিত বুমরাহ, আরও কতজন যে কত কী করছেন! সবই বলে দিচ্ছে, কতটা কাক্সিক্ষত ছিল এই টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা।
হারিকেনের কারণে বাড়তি তিনদিন হোটেলে আটকে থাকার পর অবশেষে ভারতীয় বোর্ডের ব্যবস্থা করা বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছে ভারতীয় দল। গতকাল ভোর ৬টার দিকে দিল্লিতে পৌঁছায় তাদের চার্টার্ড ফ্লাইট, যেখানে ক্রিকেটার, কোচিং স্টাফ, টিম ম্যানেজমেন্টের সদস্যদের পাশাপাশি ছিলেন তাদের পরিবারের সদস্যরা ও টুর্নামেন্ট কাভার করতে যাওয়া ২২ জন সংবাদকর্মী। বিমানবন্দরেই এক দফা আয়োজন করে বরণ করে নেওয়া হয় বিজয়ী ক্রিকেটারদের। ফুলেল শুভেচ্ছার পাশাপশি কেক কাটেন অধিনায়ক রোহিত শর্মা। বাইরে বেরিয়ে তারা দেখতে পান, এই সকালেও শতশত ক্রিকেটপ্রেমী তাদেরকে স্বাগত জানানোর অপেক্ষায়। বিপুল হর্ষধ্বনি, চিৎকার, সেøাগানে তারা দলের প্রতি ভালোবাসা জানিয়ে দেন। তাদের দিকে ট্রফি উঁচিয়ে ধরে উল্লাসে জোয়ার এনে দেন রোহিত।
বিমানবন্দর থেকে দলকে নিয়ে যাওয়া হয় একটি হোটেলে, সংবর্ধনার বড় আয়োজন যেখানে। সেখানেও কেক কাটাসহ ছিল নানা আনুষ্ঠানিকতা। যথারীতি রাস্তা দুপাশে ছিল ক্রিকেটপ্রেমীদের ভিড়। বাস থেকে নামার পর বাদ্য-বাজনা, নাচে-গানে বরণ করে নেওয়া হয় দলকে। বাস থকে নেমে শিল্পীদের সঙ্গে নাচে মেতে ওঠেন রোহিতও। হোটেলে আনুষ্ঠানিকতা শেষে গোটা দল যাবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্রে মোদি সেখানে বিশেষ সংবর্ধনার আয়োজন করেছেন বিশ্বকাপজয়ী দলের জন্য। ভারতীয় দলের ভ্রমণের পালা অবশ্য শেষ নয় এখনই। সবচেয়ে বড় আয়োজনটি যে হবে আরেক শহরে! প্রধানমন্ত্রীর সংবর্ধনা শেষে দল যাবে মুম্বাইয়ে। সেখানে আয়োজন করা হয়েছে ‘ভিক্টরি প্যারেড।’ ছাদখোলা বাসে করে শহর প্রদক্ষিণ করে ওয়াংখেড়ে স্টেডিয়ামে গেছে দল।
২০০৭ বিশ্বকাপ জিতে দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফেরার পরও মাহেন্দ্র সিং ধোনির দলের জন্য ছিল এমন আয়োজন। সেবার বিমানবন্দর থেকে ওয়াংখেড়ে স্টেডিয়ামে যেতে ৬ ঘণ্টা লেগেছিল তাদের। বলার অপেক্ষা রাখে না, এবারও থমকে গেছে মুম্বাই শহর। ভারতীয় বোর্ড, অধিনায়ক রোহিত ও ক্রিকেটারদের অনেকেই সামাজিক মাধ্যমে জানিয়ে দিয়েছেন, বিকেল ৫টার পর এই ‘ভিক্টরি প্যারেড’ শুরু হবে। বারবাডোজে হোটেলে বাড়তি সময় আটকা থেকে, লম্বা ফ্লাইটের পর দিল্লিতে এসে নানা আনুষ্ঠানিকতা, এরপর আবার ফ্লাইটে করে মুম্বাইয়ে আসা, সব মিলিয়ে ভীষণ ক্লান্ত থাকবেন ক্রিকেটাররা। এবার অবশ্য ১৭ বছর আগের চেয়ে কম সময়ে এটা শেষ করার চেষ্টা ছিল। তবে আবেগের ঢেউ সামলানো তো আর সহজ ব্যপার নয়! ওয়াংখেড়ে স্টেডিয়ামেও দলের জন্য ছিল বিশেষ আয়োজন। ভারতীয় বোর্ডের ঘোষিত ১২৫ কোটি রুপির পুরস্কার তখনই তুলে দেওয়ার কথা ক্রিকেটারদের হাতে। সব আয়োজন শেষে তবেই কেবল নিজ নিজ শহরে নিজেদের ঘরে ফেরার সুযোগ পাবেন ক্রিকেটাররা। সবচেয়ে আবেগময় উদযাপন হয়তো সেখানেই হবে। পরিবারের চেয়ে আপন যে কিছু নেই!
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে : তারেক রহমান
ঋণখেলাপিরা যাতে মনোনয়ন না পায় চেষ্টা করবো : মির্জা ফখরুল
অর্থনৈতিক বৈষম্য দূর না হলে রাজনৈতিক সংস্কার টেকসই হবে না : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
টিসিবি’র এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে ৩৭ লাখই ভুয়া: বাণিজ্য উপদেষ্টা
ভোজ্যতেলের সরবরাহ নিশ্চিতে কারখানা পরিদর্শন ভোক্তা অধিকারের
গণপরিবহনে শৃঙ্খলায় কাউন্টার স্থাপনের পরিকল্পনা
রাজধানীর তিন পার্কে ভেন্ডারের চুক্তি : শর্ত ভঙ্গের তদন্তে ডিএনসিসি
বাবা-মায়ের পুরোনো বাড়িতে যাই : শফিকুল আলম
জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় ১৫০ কোটি টাকা অনুদান
২০২৪ সালে ৩১০ শিক্ষার্থীর আত্মহত্যা
ভারতীয় ৭২ গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে অপতথ্য প্রচার
লেবানন থেকে দেশে ফিরলেন আরো ৪৭
প্লাটফর্ম বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
শক্তিশালী অর্থনীতি ও গর্বিত জাতি গড়তে শহীদ জিয়ার দর্শন ধারণ করতে হবে : আমির খসরু
কী আছে তৌফিকার লকারে?
ঘটনার তিনদিন পর থানায় মামলা
অনিয়ম ঢাকতে তড়িঘড়ি করে নির্বাচনের পাঁয়তারা
শেবাচিম হাসপাতালের মেডিসিন বিভাগের দুরবস্থা
৯৬টি সিএনজি ভাঙ্গাড়ি হিসাবে সাড়ে ১১ লাখ টাকায় বিক্রি
৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে রূপগঞ্জে বিএনপির সমাবেশ