শুরু হচ্ছে ভারত-জিম্বাবুয়ে সিরিজ
০৫ জুলাই ২০২৪, ০৮:৩৭ পিএম | আপডেট: ০৫ জুলাই ২০২৪, ০৮:৩৭ পিএম
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি শুরু করতে যাচ্ছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ভারত ও স্বাগতিক জিম্বাবুয়ে। সদ্যই বিশ্বকাপ শেষ হওয়ায় দ্বিতীয় সারির দল নিয়ে এই সিরিজে অংশ নিবে টিম ইন্ডিয়া।
হারারেতে বাংলাদেশ সময় শনিবার বিকেল ৫টায় শুরু হবে প্রথম টি-টোয়েন্টি।
গত শনিবার বার্বাডোজে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর ভারতীয় দলের বিদায়ী কোচ রাহুল দ্রাবিড় জানিয়েছিলেন, দুই বছরের যাত্রার সমাপ্তি হলো। জিম্বাবুয়ে সফরে অস্থায়ী কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন ভিভিএস লক্ষণ।
পরের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ সালে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত হবে। আগামী বিশ্বকাপকে মাথায় রেখে আগামী দুই বছরের জন্য নতুনভাবে পথচলা শুরু করতে যাচ্ছে সিরিজের দু’দল।
গত সপ্তাহে বিশ্বকাপে জয়ের সুখস্মৃতিকে সাথে নিয়ে নতুনভাবে সব কিছু শুরু করবে ভারত। নতুনভাবে শুরু করতে হচ্ছে সর্বশেষ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ হওয়া জিম্বাবুয়েকেও। গত নভেম্বরে নামিবিয়ায় আফ্রিকা অঞ্চলের বাছাইপর্বে নামিবিয়া ও উগান্ডার কাছে হেরে বিশ্বকাপের টিকেট পায়নি জিম্বাবুয়ে।
বিশ্বকাপ জয়ী ভারত দলের কেউই জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচে খেলবেন না। তবে সিরিজের শেষ তিন ম্যাচে খেলবেন বিশ্বকাপ জয়ী দলের তিন সদস্য যশস্বী জয়সওয়াল, শিবম দুবে এবং সঞ্জু স্যামসন।
হারিকেনের কারণে বার্বাডোজ ছাড়তে বিলম্ব হওয়ায় চ্যাম্পিয়ন দলের সাথে দেশে ফিরেন এই ত্রয়ী। তাদের জায়গায় প্রথম দুই ম্যাচের দলে নেওয়া হয়েছে সাই সুদর্শন, জিতেশ শর্মা এবং হর্ষিত রানাকে।
জিম্বাবুয়ে সিরিজে দ্বিতীয় সারির ভারত দলকে নেতৃত্ব দিবেন শুভমান গিল। বিশ্বকাপ শেষে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নিয়েছেন ভারতের দুই সেরা ব্যাটার রোহিত শর্মা এবং বিরাট কোহলি।
রোহিত-কোহলির সাথে টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন বাঁ-হাতি স্পিন বোলিং অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাও।
ভারতে জার্সিতে আন্তর্জাতিক অঙ্গনে অভিষেকের অপেক্ষায় আছেন ২২ বছর বয়সী রিয়ান পরাগ ও রানা এবং ২৩ বছর বয়সী অভিষেক শর্মা।
ভারতের বিপক্ষে সিরিজ দিয়ে জিম্বাবুয়ের হয়ে কোচ হিসেবে পথচলা শুরু হবে দক্ষিণ কোচ জাস্টিন স্যামন্সের। এর আগে তিনি দক্ষিণ আফ্রিকার ব্যাটিং কোচের দায়িত্ব পালন করেছেন।
এই সিরিজে তারুণ্যনির্ভর দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। ত্রিশোর্ধ্ব খেলোয়াড়ের মধ্যে শুধুমাত্র আছেন ৩৮ বছর বয়সী অধিনায়ক সিকান্দার রাজা।
ডোপিংয়ের দায়ে নিষেধাজ্ঞা কাটিয়ে জাতীয় দলে ফিরেছেন ওয়েসলি মাধেভেরে ও ব্রান্ডন মাভুতা।
বাংলাদেশের বিপক্ষে খেলা সর্বশেষ সিরিজের দল থেকে অভিজ্ঞ সিন উইলিয়ামস ও ক্রেইগ আরভিনসহ মোট পাঁচজন খেলোয়াড় বাদ পড়েছেন। টাইগারদের কাছে ঐ সিরিজটি ৪-১ ব্যবধানে হেরেছিলো জিম্বাবুয়ে।
এই দলে একমাত্র নতুন মুখ বেলজিয়ামে জন্ম নেওয়া আন্তুম নাকভি। তার বাবা-মা পাকিস্তানি হলেও ১৯৯৯ সালের ৫ এপ্রিল বেলজিয়ামের ব্রাসেলসে জন্ম নেন নাকভি।
গত জানুয়ারিতে জিম্বাবুয়ের প্রথম ব্যাটার হিসেবে প্রথম শ্রেনির ক্রিকেটে অপরাজিত ৩শ রানের ইনিংসের সুবাদে জাতীয় দলে ডাক পান নাকভি। ঘরোয়া টি-টোয়েন্টিতে ৭ ম্যাচে ১৪৬ দশমিক ৮০ স্ট্রাইক রেটে ১৩৮ রান করেছেন তিনি। বল হাতে অফ-স্পিনে ৭ উইকেটও শিকার করেছেন নাকভি।
ভারত ও জিম্বাবুয়ে সিরিজের পরের চার ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে- ৭, ১০, ১৩ ও ১৪ জুলাই। সবগুলো ম্যাচই হবে হারারেতে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে : তারেক রহমান
ঋণখেলাপিরা যাতে মনোনয়ন না পায় চেষ্টা করবো : মির্জা ফখরুল
অর্থনৈতিক বৈষম্য দূর না হলে রাজনৈতিক সংস্কার টেকসই হবে না : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
টিসিবি’র এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে ৩৭ লাখই ভুয়া: বাণিজ্য উপদেষ্টা
ভোজ্যতেলের সরবরাহ নিশ্চিতে কারখানা পরিদর্শন ভোক্তা অধিকারের
গণপরিবহনে শৃঙ্খলায় কাউন্টার স্থাপনের পরিকল্পনা
রাজধানীর তিন পার্কে ভেন্ডারের চুক্তি : শর্ত ভঙ্গের তদন্তে ডিএনসিসি
বাবা-মায়ের পুরোনো বাড়িতে যাই : শফিকুল আলম
জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় ১৫০ কোটি টাকা অনুদান
২০২৪ সালে ৩১০ শিক্ষার্থীর আত্মহত্যা
ভারতীয় ৭২ গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে অপতথ্য প্রচার
লেবানন থেকে দেশে ফিরলেন আরো ৪৭
প্লাটফর্ম বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
শক্তিশালী অর্থনীতি ও গর্বিত জাতি গড়তে শহীদ জিয়ার দর্শন ধারণ করতে হবে : আমির খসরু
কী আছে তৌফিকার লকারে?
ঘটনার তিনদিন পর থানায় মামলা
অনিয়ম ঢাকতে তড়িঘড়ি করে নির্বাচনের পাঁয়তারা
শেবাচিম হাসপাতালের মেডিসিন বিভাগের দুরবস্থা
৯৬টি সিএনজি ভাঙ্গাড়ি হিসাবে সাড়ে ১১ লাখ টাকায় বিক্রি
৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে রূপগঞ্জে বিএনপির সমাবেশ