স্ট্রোক করে হাসপাতালে নাফিস ইকবাল
০৬ জুলাই ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ০৬ জুলাই ২০২৪, ১২:০৩ এএম
সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে লজিস্টিকস ম্যানেজার হিসেবে দলের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে গিয়েছিলেন নাফিস ইকবাল। দেশে ফেরার পর থেকে প্রায়ই মাথা ব্যথ্যায় ভুগছিলেন সাবেক সাবেক জাতীয় দলের এই ক্রিকেটার। গতকাল স্ট্রোক করে হাসপাতালে ভর্তি আছেন নাফিস। ভোরে বন্দর নগরীর কাজীর দেউরীতে নিজের বাসায় অসুস্থ হলে সেখানে পরীক্ষায় স্ট্রোকের বিষয়টি নিশ্চিত হলে তাকে ঢাকায় পাঠানো হয়। নাফিসের নিকটাত্মীয় চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন মোহাম্মদ আলমগীর এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘কয়েক দিন ধরে মাথা ব্যথার জন্য চিকিৎসাধীন ছিলেন নাফিস ইকবাল। ভোর চারটার দিকে তিনি অসুস্থবোধ করায় সাথে সাথে তাকে বেসরকারি এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকরা সিটি স্ক্যান করে তার ব্রেইন স্ট্রোকের বিষয়টি জানান।’ ক্রিকেট বোর্ডের সাবেক এই পরিচালক বলেন, ‘দুপুরে উন্নত চিকিৎসার জন্য নাফিসকে হেলিকপ্টার যোগে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।’
বর্তমানে নাফিস বাংলাদেশ স্পেশাইজড হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে নশ্চিত করেছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী। জাতীয় দলের সাবেক অধিনায়ক, বর্তমান বোর্ড পরিচালক আকরাম খানের বড় ভাই ইকবাল খানের ছেলে ও দেশের সবসময়ের সেরা ব্যাটসম্যানদের একজন তামিম ইকবালের বড় ভাই নাফিস ইকবাল।
৩৯ বছর বয়সী নাফিস বাংলাদেশের হয়ে ১১টি টেস্ট ও ১৬টি ওয়ানডে খেলেছেন। টেস্টে একটি সেঞ্চুরি ও দুটি ফিফটি আছে। ওয়ানডেতে আছে দুটি ফিফটি। প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন ১২০টি, লিস্ট ‘এ’ ১১২টি। ২০০৪ সালের অক্টোবরে নিউজিল্যান্ডের বিপক্ষে তার টেস্ট অভিষেক হয়। ওয়ানডে অভিষেকটা অবশ্য আরও আগে, ইংল্যান্ডের বিপক্ষে ২০০৩ সালের নভেম্বরে। ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে এম এ আজিজ স্টেডিয়ামের অভিষেক টেস্ট সিরিজ জয়ের পথে দারুণ এক সেঞ্চুরি করেছিলেন সেই সময়ের তরুণ এই ওপেনার। একই বছর কার্ডিফে অস্ট্রেলিয়াকে হারানো ওয়ানডেতেও ছিলেন তিনি। শেষ টেস্ট খেলেছেন ২০০৬ সালে বগুড়ায় শ্রীলঙ্কার বিপক্ষে। চোটের কারণে তার ক্যারিয়ার দীর্ঘ হয়নি।
২০১৮ পর্যন্ত দেশের ঘরোয়া ক্রিকেটে খেলেন তিনি। খেলোয়াড়ি জীবনের ইতি টানার পর ক্রিকেটের সঙ্গেই জড়িয়ে আছেন নাফিস। ঢাকা প্রিমিয়ার লিগে খেলাঘর সমাজকল্যাণ সমিতির ম্যানেজার হিসেবে দেখা যায় তাকে। এরপর জাতীয় দলের সঙ্গে যুক্ত করা হয় সাবেক ওপেনারকে। ২০২২ সাল থেকে কয়েকটি সিরিজে দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন নাফিস।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে : তারেক রহমান
ঋণখেলাপিরা যাতে মনোনয়ন না পায় চেষ্টা করবো : মির্জা ফখরুল
অর্থনৈতিক বৈষম্য দূর না হলে রাজনৈতিক সংস্কার টেকসই হবে না : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
টিসিবি’র এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে ৩৭ লাখই ভুয়া: বাণিজ্য উপদেষ্টা
ভোজ্যতেলের সরবরাহ নিশ্চিতে কারখানা পরিদর্শন ভোক্তা অধিকারের
গণপরিবহনে শৃঙ্খলায় কাউন্টার স্থাপনের পরিকল্পনা
রাজধানীর তিন পার্কে ভেন্ডারের চুক্তি : শর্ত ভঙ্গের তদন্তে ডিএনসিসি
বাবা-মায়ের পুরোনো বাড়িতে যাই : শফিকুল আলম
জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় ১৫০ কোটি টাকা অনুদান
২০২৪ সালে ৩১০ শিক্ষার্থীর আত্মহত্যা
ভারতীয় ৭২ গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে অপতথ্য প্রচার
লেবানন থেকে দেশে ফিরলেন আরো ৪৭
প্লাটফর্ম বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
শক্তিশালী অর্থনীতি ও গর্বিত জাতি গড়তে শহীদ জিয়ার দর্শন ধারণ করতে হবে : আমির খসরু
কী আছে তৌফিকার লকারে?
ঘটনার তিনদিন পর থানায় মামলা
অনিয়ম ঢাকতে তড়িঘড়ি করে নির্বাচনের পাঁয়তারা
শেবাচিম হাসপাতালের মেডিসিন বিভাগের দুরবস্থা
৯৬টি সিএনজি ভাঙ্গাড়ি হিসাবে সাড়ে ১১ লাখ টাকায় বিক্রি
৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে রূপগঞ্জে বিএনপির সমাবেশ