জিম্বাবুয়ের বিপক্ষে ১১৬ রান করতে পারল না বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
০৭ জুলাই ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ০৭ জুলাই ২০২৪, ১২:০৫ এএম
একরাশ হতাশার মধ্য দিয়ে জিম্বাবুয়ে সফর শুরু করল ভারতীয় ক্রিকেট দল। যে দলটি এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের খেলার যোগ্যতাই অর্জন করতে পারেনি সেই দলটির বিপক্ষেই হার দিয়ে পাঁচ ম্যাচের সিরিজ শুরু করল শুবমান গিলের নেতৃত্বাধীন দলটি।
হারারে স্পোর্টস ক্লাবে শনিবার জিম্বাবুয়ের কাছে ১৩ রানে হেরেছে ভারত। ১১৬ রানের লক্ষ্যে স্রেফ ১০২ রানে গুটিয়ে যায় সফরকারী দলটি।
টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর প্রথম ম্যাচ খেলতে নেমেই হারের তেতো স্বাদ পেল ভারত। ভারতের এই একাদশে অবশ্য ছিলেন না টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের কেউ। বিশ্বকাপের মূল দল থেকে এই সিরিজে আছেন কেবল তিন জন- সাঞ্জু স্যামসন, শিভাব দুবে ও ইয়াশাসভি জয়সওয়াল। তবে প্রথম দুই ম্যাচে তারা খেলছেন না।
অল্প পুঁজি নিয়েও দারুণ বোলিং করেছেন জিম্বাবুয়ের বোলাররা। সেই সুবাদে আট বছর পর ভারতের বিপক্ষে জয়ের স্বাদ পেল তারা। এই সংস্করণে ভারতের বিপক্ষে ৯ ম্যাচে জিম্বাবুয়ের এটি তৃতীয় জয়, ২০১৬ সালের পর প্রথম।
টসে জিতে ব্যাটিংয়ে নামা জিম্বাবুয়ের শুরুটা ছিল দারুণ। কিন্তু সেই ধারা বয়ে নিতে পারেনি তারা। শীর্ষ সাত ব্যাটারের পাঁচজনই ২০ পেরুলেও কেউই ইনিংস লম্বা করতে পারেননি। ২৫ বলে সর্বোচ্চ ২৯ রানে অপরাজিত থাকেন উইকেটকিপার-ব্যাটার ক্লাইভ মাডান্ডে।
মাঝের ওভারগুলোতে দুর্দান্ত বোলিং করেন লেগ স্পিনার রভি বিষ্ণই। ৪ ওভারের দুটিই নিয়েছেন মেডেন, সাথে ১৩ রানে দিয়ে নিয়েছেন ৪ উইকেট। ডানহাতি স্পিনার ওয়াশিংটন সুন্দর ৪ ওভারে স্রেফ ১১ রান দিয়ে নেন ২ উইকেট।
মামুলি লক্ষ্যে কখনই জয়ের পথে ছিল না ভারত। প্রথম ওভারেই অভিষেক শর্মার বিদায়ে শুরু। এরপর নিয়মিতভাবে উইকেট হারাতে থাকে দলটি। শীর্ষ ৬ ব্যাটারের ৫জনই দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি।
২২ রানেই ৪ উইকেট হারিয়ে বসে ভারত। এক প্রান্ত আগলে ছিলেন গিল। অধিনায়কও ষষ্ঠ ব্যাটার হিসেবে পেরেন একাদশতম ওভারে। ২৯ বলে ম্যাচের সর্বোচ্চ ৩১ রান গিলের।
জিম্বাবুয়ের অপেক্ষা বাড়ান ওয়াশিংটন সুন্দর। শেষ ব্যাটার হিসেবে এক বল বাকি থাকতে আউট হওয়অর আগে এই বোলিং অলরাউন্ডারের ব্যাট থেকে আসে ৩৪ বলে ২৭ রান। ইনিংসের একমাত্র ছক্কাটিও আসে তার ব্যাট থেকে। তবে তা হারের ব্যবধান কমিয়েছে মাত্র।
বল হাতে জিম্বাবুয়ের প্রত্যেকেই পেয়েছেন উইকেটের দেখা। ১৬ রানে ৩টি নেন টেন্ডাই চাতারা। ২৫ রানে ৩টি শিকার ধরেন সিকন্দার রাজা।
একই মাঠে রোববার বিকেল ৫টায় শুরু হবে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি।
সংক্ষিপ্ত স্কোর:
জিম্বাবুয়ে: ২০ ওভারে ১১৫/৯ (মাধেভেরে ২১, কাইয়া ০, বেনেট ২২, রাজা ১৭, মায়ার্স ২৩, ক্যাম্পবেল ০, মাডান্ডে ২৯*, মাসাকাদজা ০, জঙ্গুয়ে ১, মুজারাবানি ০, চাটারা ০*; খালিল ৩-০-২৮-০, মুকেশ ৩-০-১৬-১, বিষ্ণই ৪-২-১৩-৪, আভিশেক ২-০-১৭-০, আভেশ ৪-০-২৯-১, ওয়াশিংটন ৪-০-১১-২)
ভারত: ১৯.৫ ওভারে ১০২ (আভিশেক ০, গিল ৩১, রুতুরাজ ৭, পারাগ ২, রিঙ্কু ০, জুরেল ৬, ওয়াশিংটন ২৭*, বিষ্ণই ৯, আভেশ ১৬, মুকেশ ০, খালিল ০*; বেনেট ১-১-০-১, মাসাকাদজা ৩-০-১৫-১, চাটারা ৩.৫-১-১৬-৩, মুজারাবানি ৪-০-১৭-১, জঙ্গুয়ে ৪-০-২৮-১, রাজা ৪-০-২৫-৩)
ফল: জিম্বাবুয়ে ১৩ রানে জয়ী
সিরিজ: ৫ ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে জিম্বাবুয়ে
ম্যান অব দা ম্যাচ: সিকান্দার রাজা
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে : তারেক রহমান
ঋণখেলাপিরা যাতে মনোনয়ন না পায় চেষ্টা করবো : মির্জা ফখরুল
অর্থনৈতিক বৈষম্য দূর না হলে রাজনৈতিক সংস্কার টেকসই হবে না : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
টিসিবি’র এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে ৩৭ লাখই ভুয়া: বাণিজ্য উপদেষ্টা
ভোজ্যতেলের সরবরাহ নিশ্চিতে কারখানা পরিদর্শন ভোক্তা অধিকারের
গণপরিবহনে শৃঙ্খলায় কাউন্টার স্থাপনের পরিকল্পনা
রাজধানীর তিন পার্কে ভেন্ডারের চুক্তি : শর্ত ভঙ্গের তদন্তে ডিএনসিসি
বাবা-মায়ের পুরোনো বাড়িতে যাই : শফিকুল আলম
জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় ১৫০ কোটি টাকা অনুদান
২০২৪ সালে ৩১০ শিক্ষার্থীর আত্মহত্যা
ভারতীয় ৭২ গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে অপতথ্য প্রচার
লেবানন থেকে দেশে ফিরলেন আরো ৪৭
প্লাটফর্ম বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
শক্তিশালী অর্থনীতি ও গর্বিত জাতি গড়তে শহীদ জিয়ার দর্শন ধারণ করতে হবে : আমির খসরু
কী আছে তৌফিকার লকারে?
ঘটনার তিনদিন পর থানায় মামলা
অনিয়ম ঢাকতে তড়িঘড়ি করে নির্বাচনের পাঁয়তারা
শেবাচিম হাসপাতালের মেডিসিন বিভাগের দুরবস্থা
৯৬টি সিএনজি ভাঙ্গাড়ি হিসাবে সাড়ে ১১ লাখ টাকায় বিক্রি
৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে রূপগঞ্জে বিএনপির সমাবেশ