সাড়ে ৩ বছর পর জিম্বাবুয়ে যাচ্ছে পাকিস্তান
০৭ জুলাই ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ০৭ জুলাই ২০২৪, ১২:০৪ এএম
দীর্ঘ সাড়ে তিন বছর পর আগামী নভেম্বরে জিম্বাবুয়ে সফরে যাবে পাকিস্তান ক্রিকেট দল। সফরকারী পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সূচি চূড়ান্ত করেছে জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)। জিম্বাবুয়ে ক্রিকেট জানিয়েছে, তিন ম্যাচ ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচ বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত হবে।
ওয়ানডে সিরিজ দিয়ে জিম্বাবুয়ে সফর শুরু করবে পাকিস্তান। ২৪ নভেম্বর সিরিজের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে। পরের দু’টি ওয়ানডে হবে যথাক্রমে- ২৬ ও ২৮ নভেম্বর। পহেলা ডিসেম্বর থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। এরপর ৩ ও ৫ ডিসেম্বর টি-টোয়েন্টি সিরিজের বাকী ম্যাচ খেলবে দু’দল।
২০২১ সালের এপ্রিলে সর্বশেষ জিম্বাবুয়ে সফর করেছিলো পাকিস্তান ক্রিকেট দল । সফরে দুই ম্যাচের টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিলো পাকিস্তান। টেস্টে হোয়াইওয়াশ ও টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ২-১ ব্যবধানে হারিয়েছিলো সফরকারীরা। ২০১৮ সালের পর জিম্বাবুয়ের মাটিতে ওয়ানডে সিরিজ খেলেনি পাকিস্তান। সফরে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেছিলো উপমহাদেশের দলটি।
এদিকে, বিভিন্ন লিগে খেলার জন্য ১২ জন ক্রিকেটারকে ছাড়পত্র দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে কেন্দ্রীয় চুক্তিতে থাকা ত্রয়ী পাকিস্তানের অধিনায়ক বাবর আজম, উইকেটরক্ষক মুহাম্মদ রিজওয়ান ও পেসার শাহিন শাহ আফ্রিদিকে গ্লোবাল টি-টোয়েন্টি কানাডা লিগে অংশগ্রহণের জন্য ছাড়পত্র দেয়নি বোর্ডটি। এটা কোনও শাস্তির অংশ কিনা সেটাও জানা যায়নি।
পাকিস্তান ক্রিকেটের অবস্থা বর্তমান টালমাটাল। ওয়ানডে বিশ্বকাপের পর সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপেও গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় দলটি। এরপর ক্রমাগত সম্মুখীন হচ্ছে সমালোচনার। পাকিস্তান ক্রিকেট বোর্ডও নিয়েছে কঠোর অবস্থান। খেলোয়াড়দের লাগাম টেনে ধরতে বিদেশী টি-টোয়েন্টি লিগে অংশগ্রহণের বিষয়ে পিসিবি কঠোর ব্যবস্থা নেবে বলে খবর ছিল। বাবর-রিজওয়ান-শাহিনের কানাডায় খেলতে না দেওয়ার বিষয়ে কথা বলতে গিয়ে এক পিসিবি কর্মকর্তা বলেছেন, ‘পিসিবি গ্লোবাল লিগের মর্যাদা নিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করে না এবং আয়োজক ও আইসিসির কাছ থেকে কিছু তথ্য চেয়েছে। যে কারণে এনওসি ইস্যুতে বিলম্ব হচ্ছে।’
গ্লোবাল টি-টোয়েন্টি কানাডা লিগের এবারের আসর শুরু হবে আগামী ২৫ জুলাই, চলবে ১১ আগস্ট পর্যন্ত। আর ইউএসএ মেজর লিগ ৮ জুলাই থেকে ২৮ জুলাই পর্যন্ত চলবে। এই টুর্নামেন্টের জন্য হারিস রউফ, আবরার আহমেদ, জামান খানকে ছাড়পত্র দেওয়া হয়েছে। অন্যদিকে মুহাম্মদ হারিস, মুহাম্মদ হাসনাইন, সালমান আলি আঘা, শাদাব খানকে লঙ্কা প্রিমিয়ার লিগের জন্য ছাড়পত্র দেওয়া হয়েছে। এই টুর্নামেন্টটি ২১ জুলাই শেষ হবে।
আগামী ২৯ আগস্ট থেকে ৬ অক্টোবর পর্যন্ত ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের জন্য ফখর জামানকে এবং ২৩ জুলাই থেকে ২০ অগাস্ট পর্যন্ত চলা দ্য হান্ড্রেডের জন্য উসামা মীর এবং কাউন্টি ক্রিকেটের জন্য মুহাম্মদ আমিরকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তবে বিষ্ময়করভাবে সিপিএলের জন্য তরুণ সাইম আইয়ুব এবং আজম খানকে ছাড়পত্র দেয়নি পিসিবি।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে : তারেক রহমান
ঋণখেলাপিরা যাতে মনোনয়ন না পায় চেষ্টা করবো : মির্জা ফখরুল
অর্থনৈতিক বৈষম্য দূর না হলে রাজনৈতিক সংস্কার টেকসই হবে না : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
টিসিবি’র এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে ৩৭ লাখই ভুয়া: বাণিজ্য উপদেষ্টা
ভোজ্যতেলের সরবরাহ নিশ্চিতে কারখানা পরিদর্শন ভোক্তা অধিকারের
গণপরিবহনে শৃঙ্খলায় কাউন্টার স্থাপনের পরিকল্পনা
রাজধানীর তিন পার্কে ভেন্ডারের চুক্তি : শর্ত ভঙ্গের তদন্তে ডিএনসিসি
বাবা-মায়ের পুরোনো বাড়িতে যাই : শফিকুল আলম
জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় ১৫০ কোটি টাকা অনুদান
২০২৪ সালে ৩১০ শিক্ষার্থীর আত্মহত্যা
ভারতীয় ৭২ গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে অপতথ্য প্রচার
লেবানন থেকে দেশে ফিরলেন আরো ৪৭
প্লাটফর্ম বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
শক্তিশালী অর্থনীতি ও গর্বিত জাতি গড়তে শহীদ জিয়ার দর্শন ধারণ করতে হবে : আমির খসরু
কী আছে তৌফিকার লকারে?
ঘটনার তিনদিন পর থানায় মামলা
অনিয়ম ঢাকতে তড়িঘড়ি করে নির্বাচনের পাঁয়তারা
শেবাচিম হাসপাতালের মেডিসিন বিভাগের দুরবস্থা
৯৬টি সিএনজি ভাঙ্গাড়ি হিসাবে সাড়ে ১১ লাখ টাকায় বিক্রি
৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে রূপগঞ্জে বিএনপির সমাবেশ