বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে জিম্বাবুয়ের উৎসব

Daily Inqilab স্পোর্টস রিপোর্টার

০৭ জুলাই ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ০৭ জুলাই ২০২৪, ১২:০৪ এএম

জিম্বাবুয়ের ক্রিকেটে সুখবর নেই বহুদিন ধরে। বিশ দলের সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করতে না পেরে দলটি। তলানি থেকে নেমেছিল আরও তলানিতে। তবে একটি ম্যাচেই যেন বদলে দিল সব। গতকাল বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে ১৩ রানে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে শুভসূচনা করলো এবার জিম্বাবুয়ে। যে জয় তাদের ক্রিকেটমহলে দীর্ঘ খরার পর এক পশলা বৃষ্টির মতো যেন! তাই উৎসবেই ছেয়ে গেছে হারারে স্পোর্টস ক্লাব। গ্যালারিতে ঠাসা জিম্বাবুয়ের সমর্থক নেচে-গেয়ে, হৈ-হুল্লোড়ে তারা মাতিয়ে রাখলেন চারদিক। তাদের আনন্দ আরও বাড়িয়ে দিলেন সিকান্দার রাজা, ব্লেসিং মুজারাবানিরা। অল্প পুঁজি নিয়েও দারুণ বোলিং করলেন জিম্বাবুয়ের বোলাররা। আট বছর পর ভারতকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল তারা। ১১৫ রানের পুঁজি নিয়ে সফরকারীদের ১০২ রানে গুটিয়ে দেয় স্বাগতিকরা।

টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর প্রথম ম্যাচ খেলতে নেমেই হারের তেতো স্বাদ পেল ভারত। যদিও এই সফরে গেছে দ্বিতীয় সারির দল। বিশ্বকাপের মূল দল থেকে এই সিরিজে আছেন কেবল তিন জন- সাঞ্জু স্যামসন, শিভাব দুবে ও জয়স্বী জয়সওয়াল। প্রথম দুই ম্যাচে তারা খেলছেন না। এই সংস্করণে ভারতের বিপক্ষে ৯ ম্যাচে জিম্বাবুয়ের এটি তৃতীয় জয়, ২০১৬ সালের পর প্রথম। টি-টোয়েন্টিতে এত কম রানের পুঁজি নিয়ে ভারতের বিপক্ষে জিততে পারেনি আর কেউ। ২০১৬ বিশ্বকাপে ১২৬ রানের পুঁজি নিয়ে নিউজিল্যান্ডের জয় ছিল আগের রেকর্ড।

টস হেরে আগে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ের প্রথম সাত ব্যাটারের পাঁচজন দুই অঙ্কের রানে পৌঁছেছেন, যদিও কেউই ইনিংসকে ৩০ রানের বড় করতে পারেননি। ৯ উইকেটে ১১৫ রানের পুঁজি গড়ে ফিল্ডিংয়ে নেমে এরপর তারা ভারতের অবস্থা আরও নাজেহালই করে দেন। প্রথম ছয় ভারতীয় ব্যাটারের মধ্যে একমাত্র শুবমান গিল ত্রিশোর্ধ্ব রানের ইনিংস খেলেন। সাতে নামা ওয়াশিংটন সুন্দরের আরেকটি ত্রিশোর্ধ্ব রানের ইনিংস তাদের নিয়ে যায় ১৯.৫ ওভারে ১০২ রান পর্যন্ত। জিম্বাবুয়ের প্রত্যেক বোলার পেয়েছেন উইকেটের দেখা। টেন্ডাই চাতারা ও সিকান্দার রাজা নিয়েছেন সর্বোচ্চ তিনটি করে উইকেট।

রান তাড়ায় প্রথম ওভারেই অভিষিক্ত অভিষেক শর্মা আউট হন শূন্য রানে। এদিন অভিষেক হওয়া আরও দুজনও ফিরে যান দ্রুতই। রিয়ান পরাগ ২ রান ও ধ্রুব জুরেল করতে পারেন ৬ রান। জুরেল যখন দলীয় ৪৩ রানে ফিরছেন সাজঘরে, ততক্ষণে ৫ উইকেট হারিয়ে ভারত বিপদের মহাসাগরে। একে নামা রুতরাজ গায়কোয়াড় ৭ ও রিঙ্কু সিং বিদায় নেন রান ছাড়াই। টেন্ডাই চাতারা ও ব্লেসিং মুজারাবানির তোপে ২২ রানে চার উইকেট হারায় ভারত। সদ্য বিশ্ব চ্যাম্পিয়নের মুকুটধারীদের আশার ঘরে বাতি জ্বালিয়ে রেখেছিলেন গিল। কিন্তু অধিনায়ককে ২৯ বলে ৫ চারে ৩১ রানে ফিরিয়ে লাগাম নিজেদের হাতে নেন জিম্বাবুয়ে দলনেতা সিকান্দার রাজা। এরপর রবি বিষ্ণোই ও আভেশ খান যথাক্রমে ৯ ও ১৬ রান করে ব্যবধান কমাতে রাখেন অবদান। সুন্দর একাই লড়াই চালিয়ে যান। তবে শেষ পর্যন্ত তার ২৭ রানের ইনিংস ভারতকে নিয়ে যেতে পারে ১০২ রান পর্যন্ত। এক বল বাকি থাকতে তিনি শেষ উইকেট হয়ে ফিরে যান একটি করে চার ও ছক্কায় গড়া ৩৪ বলের ইনিংস খেলে। ১৬ রানে ৩ উইকেট নেন চাতারা, সমান উইকেট পেতে রাজা খরচ করেন ২৫ রান।

এর আগে ভারত বোলিংয়ে দ্বিতীয় ওভারেই উইকেটের দেখা পেয়ে যায়। মুকেশ কুমারের বলে বোল্ড হয়ে ইনোসেন্ট কাইয়া ফিরে যান শূন্য রানে। জিম্বাবুয়ের ইনিংসের সবচেয়ে বড় ৩৪ রানের জুটি এরপর ভেঙে দেন রবি বিশ্নোই এসে। ব্রায়ান বেনেট ৫টি চারে ১৫ বলে ২২ রানে আউট হন। ওপেনিংয়ে নামা ওয়েসলি মাধেভেরেও তার ইনিংস ২১ রানের বড় করতে পারেননি। ২২ বলে তিনটি চার মেরে তিনি যখন ফিরছেন বিশ্নোইয়ের শিকার হয়ে, ৫১ রানে তৃতীয় উইকেট হারিয়ে ফেলে জিম্বাবুয়ে।

এরপর অধিনায়ক সিকান্দার রাজার ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টাও বেশিক্ষণ টিকেনি। আভেশ খানকে বড় শট মারতে গিয়ে আউটফিল্ডে তিনি ধরা পড়েন ১৯ বলে ১৭ রানে। জিম্বাবুয়ের দুর্গতি বেড়ে যায় জোনাথন ক্যাম্পবেল এসে রান আউট হয়ে গেলে। ০ রানে তিনি ফেরার পর ডিয়ন মায়ার্স কিছুক্ষণ এগিয়ে নিয়ে যান দলকে। কিন্তু ২২ বলে ২টি চারে ২৩ রানে যখন ফিরেন এই ডানহাতি ব্যাটার, এরপরই উইকেটের মিছিল শুরু হয়ে যায়। ১ রানে আরও তিন উইকেট হারালে ৯০ রানে ৯ উইকেট পড়ে যায় জিম্বাবুয়ের। ১৩ রানে ৪ উইকেট নিয়ে বিশ্নোই তার ক্যারিয়ার সেরা বোলিং ফিগার গড়েন।

১৬তম ওভারে অলআউটের দ্বারপ্রান্তে চলে আসা জিম্বাবুয়েকে শেষ পর্যন্ত নিয়ে যান ক্লাইভ মাদান্দে। তার ২৫ বলে দুটি চারে গড়া ২৯ রানের ইনিংসে ভর করে ১১৫ রান পর্যন্ত যেতে পারে জিম্বাবুয়েনরা। যে সংগ্রহকেই বোলারদের নৈপুণ্যে যথেষ্ট প্রমাণ করে হারারেতে উৎসবে মেতেছে জিম্বাবুয়ে।


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

নুনেসের শেষের ম্যাজিকে জিতল লিভারপুল
হামজাকে ঘিরে জামালেরও স্বপ্ন
টিভিতে দেখুন
বিশ্বকাপ থেকে বাংলাদেশের দু’দলেরই বিদায়
চ্যাম্পিয়ন্স ট্রফির অধিনায়ক রোহিতই
আরও

আরও পড়ুন

মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে : তারেক রহমান

মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে : তারেক রহমান

ঋণখেলাপিরা যাতে মনোনয়ন না পায় চেষ্টা করবো : মির্জা ফখরুল

ঋণখেলাপিরা যাতে মনোনয়ন না পায় চেষ্টা করবো : মির্জা ফখরুল

অর্থনৈতিক বৈষম্য দূর না হলে রাজনৈতিক সংস্কার টেকসই হবে না : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

অর্থনৈতিক বৈষম্য দূর না হলে রাজনৈতিক সংস্কার টেকসই হবে না : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

টিসিবি’র এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে ৩৭ লাখই ভুয়া: বাণিজ্য উপদেষ্টা

টিসিবি’র এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে ৩৭ লাখই ভুয়া: বাণিজ্য উপদেষ্টা

ভোজ্যতেলের সরবরাহ নিশ্চিতে কারখানা পরিদর্শন ভোক্তা অধিকারের

ভোজ্যতেলের সরবরাহ নিশ্চিতে কারখানা পরিদর্শন ভোক্তা অধিকারের

গণপরিবহনে শৃঙ্খলায় কাউন্টার স্থাপনের পরিকল্পনা

গণপরিবহনে শৃঙ্খলায় কাউন্টার স্থাপনের পরিকল্পনা

রাজধানীর তিন পার্কে ভেন্ডারের চুক্তি : শর্ত ভঙ্গের তদন্তে ডিএনসিসি

রাজধানীর তিন পার্কে ভেন্ডারের চুক্তি : শর্ত ভঙ্গের তদন্তে ডিএনসিসি

বাবা-মায়ের পুরোনো বাড়িতে যাই : শফিকুল আলম

বাবা-মায়ের পুরোনো বাড়িতে যাই : শফিকুল আলম

জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় ১৫০ কোটি টাকা অনুদান

জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় ১৫০ কোটি টাকা অনুদান

২০২৪ সালে ৩১০ শিক্ষার্থীর আত্মহত্যা

২০২৪ সালে ৩১০ শিক্ষার্থীর আত্মহত্যা

ভারতীয় ৭২ গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে অপতথ্য প্রচার

ভারতীয় ৭২ গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে অপতথ্য প্রচার

লেবানন থেকে দেশে ফিরলেন আরো ৪৭

লেবানন থেকে দেশে ফিরলেন আরো ৪৭

প্লাটফর্ম বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্লাটফর্ম বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

শক্তিশালী অর্থনীতি ও গর্বিত জাতি গড়তে শহীদ জিয়ার দর্শন ধারণ করতে হবে : আমির খসরু

শক্তিশালী অর্থনীতি ও গর্বিত জাতি গড়তে শহীদ জিয়ার দর্শন ধারণ করতে হবে : আমির খসরু

কী আছে তৌফিকার লকারে?

কী আছে তৌফিকার লকারে?

ঘটনার তিনদিন পর থানায় মামলা

ঘটনার তিনদিন পর থানায় মামলা

অনিয়ম ঢাকতে তড়িঘড়ি করে নির্বাচনের পাঁয়তারা

অনিয়ম ঢাকতে তড়িঘড়ি করে নির্বাচনের পাঁয়তারা

শেবাচিম হাসপাতালের মেডিসিন বিভাগের দুরবস্থা

শেবাচিম হাসপাতালের মেডিসিন বিভাগের দুরবস্থা

৯৬টি সিএনজি ভাঙ্গাড়ি হিসাবে সাড়ে ১১ লাখ টাকায় বিক্রি

৯৬টি সিএনজি ভাঙ্গাড়ি হিসাবে সাড়ে ১১ লাখ টাকায় বিক্রি

৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে রূপগঞ্জে বিএনপির সমাবেশ

৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে রূপগঞ্জে বিএনপির সমাবেশ