এমএলসি অভিষেকেই সাকিবের জয়
০৭ জুলাই ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ০৭ জুলাই ২০২৪, ১২:০৪ এএম
সাকিব আল হাসানের অভিষেক হয়ে গেল তার আরেক ‘ঘর’ যুক্তরাষ্ট্রের ফ্র্যাঞ্চাইজি লিগ মেজর লিগ ক্রিকেটে (এমএলসি)। আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের এমএলসি ফ্র্যাঞ্চাইজি লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স তাদের প্রথম ম্যাচ খেলেছে টেক্সাস সুপার কিংসের বিপক্ষে। ম্যাচটিতে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের হয়ে খেলেছেন সাকিব। ব্যাট হাতে ৪ নম্বরে নেমে ১৩ বলে ১৮ রান করেছেন তিনি, ৩ ওভার বোলিং করে ৩২ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। সাকিবের দল জিতেছে ১২ রানে।
ডালাসে আগে ব্যাট করা লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের ৭ উইকেটে করা ১৬২ রানের জবাবে খেলতে নেমে টেক্সাস সুপার কিংস ৮ উইকেটে করেছে ১৫০ রান। সুপার কিংসের হয়ে সর্বোচ্চ ৫৩ রান করেছেন ওপেনার ডেভন কনওয়ে। তার ৩৯ বলের ইনিংসটিতে ছিল ৪টি চার ও ২টি ছক্কা। এই কিউই ওপেনার ছাড়া সুপার কিংসের কেউই ৩০-এর ঘরে যেতে পারেননি। অস্ট্রেলীয় ফাস্ট বোলার স্পেনসার জনসন ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন। বাকি কাজটা করেন আরেক পেসার আলী খান। তিনি ৪ ওভারে ৩৩ রান দিয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা। ১টি করে উইকেট নিয়েছেন সাকিব ও আন্দ্রে রাসেল।
এর আগে ৫ রানেই দুই ওপেনারকে হারিয়ে বসে নাইট রাইডার্স। তিনে নামা উন্মুক্ত চাঁদ টিকে যাওয়ায় রক্ষা। তিনি সাকিবকে নিয়ে ৪২ রানের জুটি গড়ে শুরুর ধাক্কাটা সামলে নেন। যেখানে সাকিবের অবদান ১৮ রান। চাঁদ শেষ পর্যন্ত টিকে ছিলেন ২০তম ওভার পর্যন্ত। তার ব্যাট থেকে এসেছে ৪৫ বলে ৬৮ রান, ৬টি চার ও ৩টি ছক্কা ছিল তার ১৫১ স্ট্রাইক রেটের ইনিংসে। তার ইনিংসের সৌজন্যে ৭ উইকেটে ১৬২ রান করেছে লস অ্যাঞ্জেলেস, যা জয়ের জন্য যথেষ্ট ছিল।
এদিকে, কলম্বো স্ট্রাইকার্স দলে খেলছেন তাসকিন আহমেদ, ক্যান্ডি ফ্যালকনসে শরিফুল ইসলাম। ডাম্বুলায় গতকাল লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) এই দুই দলের ম্যাচটি বাংলাদেশ দলের সমর্থকদের জন্য তাসকিন-শরিফুলের লড়াইয়ে পরিণত হয়। যেখানে শরিফুলের ক্যান্ডিকে শেষ ওভারের রোমাঞ্চকর ম্যাচে ২ রানে হারিয়েছে তাসকিনের কলম্বো। শরিফুল ৪ ওভারে ৪৩ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট, তাসকিন ১ উইকেট নিয়েছেন ৪ ওভারে ৩০ রান দিয়ে।
আগে ব্যাট করা কলম্বোর ইনিংসের শুরুতেই আঘাত হানেন শরিফুল। দলটির আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজকে ২০ রানে থামান বাংলাদেশের পেসার। তবে তিনে নামা নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস ৪৩ বলে ৭০ রান করলে বড় রানের ভিত পেয়ে যায় কলম্বো। শরিফুল শেষের দিকে এসে চামিকা করুনারতেœকে আউট করলেও কলম্বো ৯ উইকেটে ১৯৯ রান তোলে। জবাবে তাসকিনের বলে শুরুতেই থামে ক্যান্ডির ওপেনার দিনেশ চান্ডিমালের ইনিংস। লেংথ থেকে ভেতরে আসা বলে চান্ডিমালকে বোল্ড করেন তিনি। এরপর আন্দ্রে ফ্লেচার ও মোহাম্মদ হারিস জুটি গড়ে দলের রান বাড়াতে থাকেন। ফ্লেচারের ব্যাট থেকে আসে ৪৭ রান, হারিস থেমেছেন ৩২ বলে ৫৬ করে।
কামিন্ডু মেন্ডিস ও অ্যাঞ্জেলো ম্যাথুসও থিতু হয়ে আউট হয়েছেন। মেন্ডিস ১৬ বলে ৩৬ রান করে আউট হন, ম্যাথুসের ৩৩ রান এসেছে মাত্র ১৪ বলে। শেষ ওভারে জয়ের জন্য যখন ২০ রান দরকার, থিসারা পেরেরার বলে ২টি ছক্কা ও ১টি চারে সমীকরণটা শেষ বলে ৩ রানে কমিয়ে আনেন ম্যাথুস। কিন্তু শেষ বলে ম্যাথুস রান আউট হলে ২ রানের জয় পায় তাসকিনদের কলম্বো। কলম্বোর হয়ে ২৬ রানে ৪ উইকেট নেওয়া মাতিসা পাতিরানা ম্যাচসেরা হয়েছেন।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে : তারেক রহমান
ঋণখেলাপিরা যাতে মনোনয়ন না পায় চেষ্টা করবো : মির্জা ফখরুল
অর্থনৈতিক বৈষম্য দূর না হলে রাজনৈতিক সংস্কার টেকসই হবে না : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
টিসিবি’র এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে ৩৭ লাখই ভুয়া: বাণিজ্য উপদেষ্টা
ভোজ্যতেলের সরবরাহ নিশ্চিতে কারখানা পরিদর্শন ভোক্তা অধিকারের
গণপরিবহনে শৃঙ্খলায় কাউন্টার স্থাপনের পরিকল্পনা
রাজধানীর তিন পার্কে ভেন্ডারের চুক্তি : শর্ত ভঙ্গের তদন্তে ডিএনসিসি
বাবা-মায়ের পুরোনো বাড়িতে যাই : শফিকুল আলম
জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় ১৫০ কোটি টাকা অনুদান
২০২৪ সালে ৩১০ শিক্ষার্থীর আত্মহত্যা
ভারতীয় ৭২ গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে অপতথ্য প্রচার
লেবানন থেকে দেশে ফিরলেন আরো ৪৭
প্লাটফর্ম বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
শক্তিশালী অর্থনীতি ও গর্বিত জাতি গড়তে শহীদ জিয়ার দর্শন ধারণ করতে হবে : আমির খসরু
কী আছে তৌফিকার লকারে?
ঘটনার তিনদিন পর থানায় মামলা
অনিয়ম ঢাকতে তড়িঘড়ি করে নির্বাচনের পাঁয়তারা
শেবাচিম হাসপাতালের মেডিসিন বিভাগের দুরবস্থা
৯৬টি সিএনজি ভাঙ্গাড়ি হিসাবে সাড়ে ১১ লাখ টাকায় বিক্রি
৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে রূপগঞ্জে বিএনপির সমাবেশ