মাঠে ফেরার আনন্দ শান্ত-বিজয়দের
২৫ জুলাই ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ২৫ জুলাই ২০২৪, ১২:০৪ এএম
ক্রিকেটাররা খেলার মধ্যে থাকবেন, অনুশীলন করবেন—এটাই তো স্বাভাবিক। কিন্তু গত দুই সপ্তাহ দেশের পরিস্থিতির কারণে সেই স্বাভাবিকতাতেই ব্যাঘাত ঘটেছিল। কোটা সংস্কার আন্দোলন ও কারফিউর কারণে চট্টগ্রামে বাংলাদেশ টাইগার্স ও বিসিবি হাই পারফরম্যান্স দলের অনুশীলন ও প্রস্তুতি ম্যাচ খেলা হয়নি। এ সময়টা ক্রিকেটাররা হোটেলবন্দী সময় কাটিয়েছেন। বিকেএসপিতেও আটকা পড়েছিলেন অনূর্ধ্ব-১৯ দলের ৩০ জন ক্রিকেটার।
আগের দিন থেকেই অবশ্য ক্রিকেটারদের বন্দিদশা কিছুটা হলেও কেটেছে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ক্রিকেটাররা পুলিশের নিরাপত্তায় অনুশীলন করেছেন। গতকালও ক্রিকেটারদের একটি দল সাগরিকায় গিয়েছিলেন নিজেদের ‘জং’ ছাড়াতে। এদিন বেলা ১১টায় জহুর আহমেদের মূল ভেন্যুতে শুরু হয় অনুশীলনের প্রথম ধাপ। ওয়ার্ম আপ সারতে সারতে দুপুরে বৃষ্টি এলে তাদের আশ্রয় নিতে হয় ভেন্যুর নয়নাভিরাম ইনডোরে। যেখানে নেটে ব্যাটিং-বোলিংয়ের পাশাপাশি জিমে ঘাম ঝরিয়েছেন বিজয়-সাইফরা। অল্প হলেও অবশেষে হোটেল থেকে বেরিয়ে চিরচেনা সবুজ মাঠে ফিরতে পেরে খেলার আনন্দটা আবার নতুন করে অনুভব করেছেন ক্রিকেটাররা।
এদিনই আবার চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার কথা হাই পারফরম্যান্স দলের ক্রিকেটারদের। তাঁদের অস্ট্রেলিয়া সফরের ফ্লাইট ২৮ জুলাই। এদিকে অধিনায়ক নাজমুল হোসেন শান্তসহ জাতীয় দলের ক্রিকেটার ও কোচরা আজ চট্টগ্রামে যাবেন। যাঁরা এরই মধ্যে সেখানে আছেন, তাঁদের নিজেদের মধ্যে ভাগ হয়ে এদিনই থেকে একটি দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলার কথা। নাজমুলদের কয়েক দিনের অনুশীলনের পর ২৯ জুলাই শুরু হতে যাওয়া তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলার কথা। এরপর কয়েক দিনের বিরতির পর আগামী ৪ আগস্ট থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন করবে বাংলাদেশ দল।
বাংলাদেশ দলের এই প্রস্তুতি মূলত আসন্ন পাকিস্তান সফর নিয়ে। সব ঠিক থাকলে আগামী ৬ আগস্ট পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ ‘এ’ দল। সেখানে দুটি চার দিনের ম্যাচ ও তিনটি এক দিনের ম্যাচ খেলবে দুই দল। এরপর আগামী ১৭ আগস্ট বাংলাদেশ জাতীয় দলের পাকিস্তান সফরে যাওয়ার কথা। সফরে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি টেস্ট খেলার কথা। রাওয়ালপিন্ডিতে ২১ আগস্ট শুরু হবে দুই টেস্টের সিরিজের প্রথম টেস্ট। করাচিতে দ্বিতীয় টেস্ট শুরু ৩০ আগস্ট। জানা গেছে, পাকিস্তানে ‘এ’ দলের চার দিনের ম্যাচ দুটিতে থাকবেন টেস্ট দলের সম্ভাব্য অনেকেই। গত কয়েক মাস খেলার বাইরে থাকায় অভিজ্ঞ মুশফিকুর রহিম ও মুমিনুল হকেরও তাতে খেলার কথা।
বাংলাদেশ দল সর্বশেষ টেস্ট খেলেছে গত এপ্রিলে, শ্রীলঙ্কার বিপক্ষে। ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজের দুটিতেই হেরে সমালোচিত হয়েছিল বাংলাদেশ দল। বিপিএল ও ঢাকা প্রিমিয়ার লিগের মতো দুটি সাদা বলের ঘরোয়া টুর্নামেন্ট খেলে লাল বলের ক্রিকেটে খেলতে নামা বাংলাদেশ দলের ব্যাটসম্যানদের প্রস্তুতির ঘাটতি ছিল স্পষ্ট। আরও একটি টেস্ট সিরিজ যখন দুয়ারে কড়া নাড়ছে, তখন শতভাগ প্রস্তুত হয়েই মাঠে নামতে চাচ্ছে বাংলাদেশ দল। গত ২৫ মে থেকেই টেস্ট দলের সম্ভাব্য ক্রিকেটারদের নিয়ে সিলেটে শুরু হয় বাংলাদেশ টাইগার্স ক্যাম্প। কোরবানির ঈদের ছুটির পর চট্টগ্রামে শুরু হয় ক্যাম্পের দ্বিতীয় পর্ব। তৃতীয় পর্বে প্রস্তুতি ম্যাচ খেলে ক্যাম্প শেষ করবেন ক্রিকেটাররা।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ওয়াশিংটনে ট্রাম্প
ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলা, ইসরাইলি বিমানবন্দর বন্ধ
৬০০ টাকা কেজি দরে ইলিশ বেচবে সরকার, পাওয়া যাবে যেখানে
লাইফ সাপোর্টে কাজী নজরুল ইসলামের নাতি বাবুল
স্পেনের এনজিওগুলো ইলন মাস্কের বিরোধিতায় এক্স ছেড়ে যাচ্ছে
যে দেশ বা সমাজে ন্যায়বিচার নেই, সে জাতিকে ধ্বংস করে দেন আল্লাহ: আল্লামা মামুনুল হক
গাজায় প্রতিদিন ঢুকবে ৬০০ ট্রাক ত্রাণ
যুদ্ধবিরতির আনন্দে গাজায় কর্মরত সাংবাদিকদের আবেগ-উল্লাস
ফের শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিলো আবহাওয়া অফিস
লিমায় স্প্যানিশ বিজয়ী ফ্রান্সিসকো পিজারোর মূর্তি পুনঃস্থাপন
আবারও পেছাল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউ শুনানি
‘প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ বাধ্যতামূলকভাবে করতে হবে’
রাজনীতির মধ্যে ঢুকতে চায় না ইসি, ভোটার তালিকা হালনাগাদ শুরু সোমবার
টিকটকের যুক্তরাষ্ট্রে পরিষেবা বন্ধ, আইনি নিষেধাজ্ঞার প্রভাব
ইউল্যাবের হাল্ট প্রাইজ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ
স্পিকারের কাছে ক্ষমতা হস্তান্তরের পরিকল্পনা করছিলেন হাসিনা : দ্য হিন্দু
আওয়ামী দুঃশাসনের যেন পুনরাবৃত্তি না হয়: রিজভী আহমেদ
সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির ভরাডুবি, আ.লীগের জয়জয়কার
সাইফের হামলাকারী বাংলাদেশি?
থানায় বসে ঘুষ গ্রহণ: সেই এসআই প্রত্যাহার