সেই ভারতে আটকা বাংলাদেশ
২৭ জুলাই ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ২৭ জুলাই ২০২৪, ১২:০৩ এএম
নারী এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনালে ভারতের কাছে বড় ব্যবধানে হেরে বিদায় নিলো বাংলাদেশ। গতকাল শ্রীলঙ্কার ডাম্বুলায় শেষ চারের প্রথম ম্যাচে বাংলাদেশকে ১০ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ভারত। এই জয়ে টানা নয় আসরের সবগুলোর ফাইনালে উঠার কৃতিত্ব দেখালো ভারত। ডাম্বুলার রনগিরি আন্তর্জাতিক স্টেডিয়ামে সেমিফাইনালে ব্যাটে-বলে দারুণ ব্যর্থতার পরিচয় দিয়েছে বাংলাদেশের মেয়েরা।
টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ভারতীয় বোলারদের বোলিং তোপে পড়ে একের পর এক উইকেট হারাতে থাকে নিগার সুলতানা জ্যোতির দল। ইনিংসের শুচনা করতে নেমে দলের খাতায় ৭ রান যোগ করেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ দল। ৪ বলে ৬ রান করে রেনুকা সিংয়ের শিকারে পরিণত হন ওপেনার দিলারা আক্তার।
এরপর উইকেটে এসে সেট হওয়ার আগেই সাজঘরে ফেরেন ইশমা তানজিম। আগের দুই ম্যাচে হাফসেঞ্চুরি করা মুর্শিদা খাতুনও এদিন নিজেকে মেলে ধরতে পারেননি। মাত্র ৪ রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি। দলীয় সংগ্রহ ৫০ রান হওয়ার আগেই ৬ উইকেট হারায় বাংলাদেশ। মুর্শিদার পর যাওয়া আসার মিছিলে যুক্ত হন রুমানা আহমেদ, রাবেয়া খান ও রিতু মনি।
পরে ৮ নম্বরে ব্যাটিংয়ে নামা স্বর্ণা আক্তারকে সঙ্গে নিয়ে ৩৬ রানের জুটি গড়েন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। দলীয় ৮০ রানের মাথায় জ্যোতি আউট হলে বড় স্কোর গড়ার সম্ভাবনা শেষ হয়ে যায় বাংলাদেশের। ৫১ বলে দুই চারের মারে ৩২ রান করেন জ্যোতি। এরপর আর কারো সাপোর্ট পাননি স্বর্ণা আক্তার। শেষ দিকে তার ১৮ বলে ১৯ রানের ইনিংসে ভর করে ২০ ওভারে ৮ উইকেটে মাত্র ৮০ রান তুলতে পারে বাংলাদেশ দল। ভারতের হয়ে রেনুকা সিং ১০ রানে এবং রাধা যাদব ১৪ রানে ৩টি করে উইকেট পান।
জবাবে জয়ের জন্য ৮১ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই মারমুখি ছিল ভারতের মেয়েরা। টুর্নামেন্টে এ পর্যন্ত দারুণ খেলা ওপেনার শেফালি ভার্মা আর স্মৃতি মান্দানার দায়িত্বশীল ব্যাটিংয়ে শেষ পর্যন্ত বড় জয়ই তুলে নেয় ভারত। সহজ লক্ষ্যে পৌছাতে ভারতকে তেমন কোনো চাপে ফেলতে পারেননি বাংলাদেশের বোলাররা। ১১ ওভার খেলে কোনো উইকেট না হারিয়ে ৮৩ রান করে জয়ের বন্দরে পৌছে যায় ভারত। স্মৃতি মান্দানা ৩৯ বলে ৫৫ আর শেফালি ভার্মা অপরাজিত থাকেন ২৬ রানে। ম্যাচ সেরা হন রেনুকা সিং। ২০১৮ সালের আসরে ভারতকে হারিয়েই নারী এশিয়া কাপের একমাত্র শিরোপা জিতেছিল বাংলাদেশ। এছাড়া এই টুর্নামেন্টে আর কখনওই ফাইনালে ওঠতে পারেনি টাইগ্রেসরা।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বাংলাদেশ সেনাবাহিনীর সাঁজোয়া কোরের '৯ম কর্ণেল কমান্ড্যান্ট' অভিষেক অনুষ্ঠিত
দ. কোরিয়ায় ইয়ুনের আটক বাড়ানোর পর আদালতে হামলা ও বিক্ষোভ
শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ওয়াশিংটনে ট্রাম্প
ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলা, ইসরাইলি বিমানবন্দর বন্ধ
৬০০ টাকা কেজি দরে ইলিশ বেচবে সরকার, পাওয়া যাবে যেখানে
লাইফ সাপোর্টে কাজী নজরুল ইসলামের নাতি বাবুল
স্পেনের এনজিওগুলো ইলন মাস্কের বিরোধিতায় এক্স ছেড়ে যাচ্ছে
যে দেশ বা সমাজে ন্যায়বিচার নেই, সে জাতিকে ধ্বংস করে দেন আল্লাহ: আল্লামা মামুনুল হক
গাজায় প্রতিদিন ঢুকবে ৬০০ ট্রাক ত্রাণ
যুদ্ধবিরতির আনন্দে গাজায় কর্মরত সাংবাদিকদের আবেগ-উল্লাস
ফের শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিলো আবহাওয়া অফিস
লিমায় স্প্যানিশ বিজয়ী ফ্রান্সিসকো পিজারোর মূর্তি পুনঃস্থাপন
আবারও পেছাল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউ শুনানি
‘প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ বাধ্যতামূলকভাবে করতে হবে’
রাজনীতির মধ্যে ঢুকতে চায় না ইসি, ভোটার তালিকা হালনাগাদ শুরু সোমবার
টিকটকের যুক্তরাষ্ট্রে পরিষেবা বন্ধ, আইনি নিষেধাজ্ঞার প্রভাব
ইউল্যাবের হাল্ট প্রাইজ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ
স্পিকারের কাছে ক্ষমতা হস্তান্তরের পরিকল্পনা করছিলেন হাসিনা : দ্য হিন্দু
আওয়ামী দুঃশাসনের যেন পুনরাবৃত্তি না হয়: রিজভী আহমেদ
সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির ভরাডুবি, আ.লীগের জয়জয়কার