পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ভারতের সামনে শ্রীলঙ্কা
২৭ জুলাই ২০২৪, ০৯:৪৯ এএম | আপডেট: ২৭ জুলাই ২০২৪, ০৯:৪৯ এএম
শেষ ওভারের রোমাঞ্চে পাকিস্তানের বিপক্ষে রুদ্ধশ্বাস জয়ে নারী এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে উঠেছে শ্রীলঙ্কা। যে খানে তাদের প্রতিপক্ষ প্রতাপশালী ভারত।
ডাম্বুলায় শুক্রবার দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানকে ৩ উইকেটে হারায় শ্রীলঙ্কা। ১৪১ রানের লক্ষ্য ১ বল হাতে রেখে পূরণ করে তারা।
এই জয়ে টানা দ্বিতীয়বার এবং সব মিলিয়ে ষষ্ঠবারের মতো এশিয়া কাপের ফাইনালে উঠলো শ্রীলঙ্কা।
শেষ ওভারে শ্রীলঙ্কার দরকার ছিল ৩ রান। পাকিস্তানের অধিনায়ক নিদা দার ৪ বলে ১ রান দিয়ে একটি উইকেট তুলে নিয়ে কঠিন চাপে ফেলেন স্বাগতিকদের। তবে পঞ্চম বলে ওয়াইড হলে স্কোরলাইনে আসে সমতা। শেষ দুই বলে প্রয়োজন এক রান, দায়িত্বশীল ব্যাটিং করা লঙ্কান ব্যাটার আনুশকা সঞ্জীওয়ানি পঞ্চম বলে চার মেরে দলকে ৩ উইকেটের জয় এনে দেন।
তবে ৩৮ বলে ৬৩ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে ম্যাচসেরা হয়েছেন অধিনায়ক চামিরা।
মাঝারি মানের লক্ষ্যে খেলতে নেমে ১৯ রানে লঙ্কানরা দুই উইকেট হারায়। তৃতীয় উইকেটে চামিরা ও কবিশা দিলহারি মিলে গড়েন ৪৬ বলে ৫৯ রানের জুটি। কবিশা (১৭) রানে ফিরে যান। ওই ওভারেই নীলাক্ষী সিলভাকে ফেরান সাদিয়া ইকবাল।
এরপর অধিনায়ক চামিরা মিডল অর্ডার ব্যাটার আনুশকাকে সঙ্গে নিয়ে ২৯ বলে ঝোড়ো ৪২ রানের জুটি গড়েন। শেষ চার ওভারে শ্রীলঙ্কার জয়ের জন্য প্রয়োজন ছিল ২১ বলে ২১ রান। ১৭তম ওভারে চামিরা ৪ মেরে ব্যবধান কমিয়ে ফেলেন।
ওভারের চতুর্থ বলে সাদিয়াকে ক্রস ব্যাটে খেলতে নিয়ে নিজের গুরুত্বপূর্ণ উইকেট বিলিয়ে দিয়ে আসেন। চামিরাকে হারিয়ে প্রবল চাপে পড়ে যায় শ্রীলঙ্কা। এরপর আরও দুই উইকেট হারালেও এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং করে যাওয়া আনুশকা ঠান্ডা মাথায় খেলে এক বল আগে দলের জয় নিশ্চিত করেন।
চামিরা ৪৮ বলে ৯ চার ও ১ ছক্কায় নিজের ৬৩ রানের ইনিংসটি খেলেন। দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান আসে আনুশকার ব্যাট থেকে।
পাকিস্তানের হয়ে সাদিয়া ১৬ রানে নেন ৪ উইকেট। এ ছাড়া নিদা দার ও ওমাইমা সোহেল প্রত্যেকে একটি করে উইকেট নেন।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ভালোই শুরু পায় পাকিস্তান। দুই ওপেনার গুল ফিরোজা ও মুনিবা আলী ৬১ রানের জুটি গড়েন। এশিয়া কাপে দারুণ ছন্দে থাকা ফিরোজা ২৪ বলে ২৫ রানের ইনিংস খেলে আউট হন। সঙ্গীকে হারানোর কিছুক্ষণ পর মুনিবা সাজঘরে ফেরেন ৩৪ বলে ৩৭ রান করে।
এরপর নিদা দারের ১৭ বলে ২৩, ফাতেমা সানার ১৭ বলে ২৩ এবং আলিয়া রিয়াজের ১৫ বলে ১৬ রানের ইনিংসের ওপর দাঁড়িয়ে পাকিস্তান ৪ উইকেট হারিয়ে ১৪০ রান তুলতে পারে।
লঙ্কানদের হয়ে উদেশিকা প্রবোধনী ও কাবিশা দুটি করে উইকেট নেন।
সোমবার হবে ফাইনাল।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
দ. কোরিয়ায় ইয়ুনের আটক বাড়ানোর পর আদালতে হামলা ও বিক্ষোভ
শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ওয়াশিংটনে ট্রাম্প
ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলা, ইসরাইলি বিমানবন্দর বন্ধ
৬০০ টাকা কেজি দরে ইলিশ বেচবে সরকার, পাওয়া যাবে যেখানে
লাইফ সাপোর্টে কাজী নজরুল ইসলামের নাতি বাবুল
স্পেনের এনজিওগুলো ইলন মাস্কের বিরোধিতায় এক্স ছেড়ে যাচ্ছে
যে দেশ বা সমাজে ন্যায়বিচার নেই, সে জাতিকে ধ্বংস করে দেন আল্লাহ: আল্লামা মামুনুল হক
গাজায় প্রতিদিন ঢুকবে ৬০০ ট্রাক ত্রাণ
যুদ্ধবিরতির আনন্দে গাজায় কর্মরত সাংবাদিকদের আবেগ-উল্লাস
ফের শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিলো আবহাওয়া অফিস
লিমায় স্প্যানিশ বিজয়ী ফ্রান্সিসকো পিজারোর মূর্তি পুনঃস্থাপন
আবারও পেছাল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউ শুনানি
‘প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ বাধ্যতামূলকভাবে করতে হবে’
রাজনীতির মধ্যে ঢুকতে চায় না ইসি, ভোটার তালিকা হালনাগাদ শুরু সোমবার
টিকটকের যুক্তরাষ্ট্রে পরিষেবা বন্ধ, আইনি নিষেধাজ্ঞার প্রভাব
ইউল্যাবের হাল্ট প্রাইজ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ
স্পিকারের কাছে ক্ষমতা হস্তান্তরের পরিকল্পনা করছিলেন হাসিনা : দ্য হিন্দু
আওয়ামী দুঃশাসনের যেন পুনরাবৃত্তি না হয়: রিজভী আহমেদ
সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির ভরাডুবি, আ.লীগের জয়জয়কার
সাইফের হামলাকারী বাংলাদেশি?