আরো বেশি ‘বড়’ ম্যাচের আকুতি জ্যোতিদের
২৮ জুলাই ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ২৮ জুলাই ২০২৪, ১২:০৪ এএম
ছয় বছর আগের সেই সুখস্মৃতি এখন রূপকথার মতোই মনে হয়। ২০১৮ নারী এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ পরে সেটির পুনরাবৃত্তি করা তো বহুদূর, কাছাকাছিও যেতে পারেনি আর। এবারও ফাইনালের আগেই শেষ এশিয়া কাপ অভিযান। ভারতের কাছে সেমি-ফাইনালে বাজেভাবে হারার বাংলাদেশ কোচ হাশান তিলাকারাতেœর রেসিপি, বড় দলগুলির সঙ্গে বেশি বেশি ম্যাচ খেলতে পারলেই কেবল উন্নতি করতে পারে এই দল।
শ্রীলঙ্কার ডাম্বুলায় এশিয়া কাপের প্রথম সেমি-ফাইনালে শুক্রবার ভারতের কাছে ১০ উইকেটে হেরে যায় বাংলাদেশ। টুর্নামেন্ট শুরুর আগেই দলের লক্ষ্য ছিল সেমি-ফাইনালে ভারতকে এড়ানো। মানসিকতায় পিছিয়ে থাকার প্রতিফলন পড়ে মাঠের ক্রিকেটেও। ব্যাটে-বলে একরকম অসহায় আত্মসমপর্ণই যেন করে নিগার সুলতানা জ্যোতির দল।
২০১৮ আসরে ভারতকে হারিয়েই শিরোপা জিতেছিল বাংলাদেশ। ওই টুর্নামেন্টের আগ পর্যন্ত এশিয়া কাপে একটি পরাজয়ের অভিজ্ঞতাও ছিল না ভারতের। কিন্তু এই অঞ্চলের পরাশক্তিকে সেবার গ্রুপ পর্বে হারানোর পর ফাইনালেও হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এরপর যতটা এগোনোর কথা ছিল দলটির, তা হয়নি মোটেও। কিছু কিছু জায়গায় বরং পিছিয়ে পড়ার ছাপও আছে। দ্বিপাক্ষিক সিরিজে চমকপ্রদ কিছু পারফরম্যান্স আছে বটে, তবে বিশ্বকাপ ও এশিয়া কাপের মতো আসরে হতাশার পাল্লাই বেশি ভারী।
২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে দেশের মাঠে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের সঙ্গে জয়ের পর গত চারটি বিশ্বকাপে ১৫ ম্যাচের সবকটি হেরেছে বাংলাদেশ। ২০১৮ এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়া দল গত আসরে দেশের মাঠে পাকিস্তান, শ্রীলঙ্কা ও ভারতের কাছে হেরে উঠতে পারেনি সেমি-ফাইনালেও। এবারও প্রথম ম্যাচে তারা হেরে যায় শ্রীলঙ্কার বিপক্ষে। পরে থাইল্যান্ড ও মালেয়েশিয়ার বিপক্ষে জিতলেও সেমিতে ভারতের বিপক্ষে সামান্য লড়াই করতেও পারেনি। শক্তি-সামর্থ্যে ভারত তো বাংলাদেশের ধরাছোঁয়ার বাইরে, এখন শ্রীলঙ্কাও ক্রমে নাগালের বাইরে চলে যাচ্ছে। টি-টোয়েন্টিতে লঙ্কানদের বিপক্ষে মুখোমুখি লড়াইয়ে প্রথম দুই ম্যাচই জিতেছিল বাংলাদেশ। কিন্তু সবশেষ ১১ ম্যাচের মধ্যে জিততে পেরেছে কেবল একটিতে।
কোচ হাশান তিলাকারাতেœ অবশ্য স্কিলে খুব একটা পিছিয়ে রাখছেন না নিগার সুলতানা, মুর্শিদা খাতুনদের। তবে তিনি ঘাটতি দেখছেন ক্রিকেট বোধে। এজন্যই বড় দলগুলির বিপক্ষে বাংলাদেশকে নিয়মিত ম্যাচ খেলা উচিত বলে মনে করেন শ্রীলঙ্কার ১৯৯৬ বিশ্বকাপজয়ী দলের ব্যাটসম্যান, ‘সামনে এগোনোর পথে আমাদের মেয়েদের এটা ভালো একটা অভিজ্ঞতা হলো, এরকম বড় দলের সঙ্গে খেলে। এটা খুবই গুরুত্বপূর্ণ, সেরাদের বিপক্ষে খেলতে পারলে নিজেদের খেলায় উন্নতি হয়। পুরো ব্যাপারটি হলো বোধের। বোধ দিয়েই ম্যাচ জিততে হয়, স্কিল দিয়ে নয়। স্কিল তাদের আছে, কিন্তু লেখাটাকে আরও ভালোভাবে বুঝতে হবে ওদের। সেটির সবচেয়ে সেরা উপায় হলো, উঁচু মানের প্রতিদ্বন্দ্বিতা। সেরা দলগুলির বিপক্ষে নিয়মিত ম্যাচ খেলতে হবে আমাদের।’
তিলাকারাতেœর কথায় কিছুটা যুক্তি অবশ্য আছে। ২০১৮ এশিয়া কাপের পর থেকে বাংলাদেশের ১২টি দ্বিপাক্ষিক সিরিজের মধ্যে ¯্রফে একটি করে সিরিজ ছিল অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডের বিপক্ষে (এই বছরই), ভারতের বিপক্ষে ছিল দুটি। ইংল্যান্ডের বিপক্ষে তো দ্বিপাক্ষিক সিরিজ খেলার সুযোগই হয়নি এখনও। আগামী অক্টোবরে বাংলাদেশেই হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। ‘বি’ গ্রুপে ইংল্যান্ড, স্কটল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবেন নিগার সুলতানা জ্যোতিরা।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বাংলাদেশ সেনাবাহিনীর সাঁজোয়া কোরের '৯ম কর্ণেল কমান্ড্যান্ট' অভিষেক অনুষ্ঠিত
দ. কোরিয়ায় ইয়ুনের আটক বাড়ানোর পর আদালতে হামলা ও বিক্ষোভ
শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ওয়াশিংটনে ট্রাম্প
ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলা, ইসরাইলি বিমানবন্দর বন্ধ
৬০০ টাকা কেজি দরে ইলিশ বেচবে সরকার, পাওয়া যাবে যেখানে
লাইফ সাপোর্টে কাজী নজরুল ইসলামের নাতি বাবুল
স্পেনের এনজিওগুলো ইলন মাস্কের বিরোধিতায় এক্স ছেড়ে যাচ্ছে
যে দেশ বা সমাজে ন্যায়বিচার নেই, সে জাতিকে ধ্বংস করে দেন আল্লাহ: আল্লামা মামুনুল হক
গাজায় প্রতিদিন ঢুকবে ৬০০ ট্রাক ত্রাণ
যুদ্ধবিরতির আনন্দে গাজায় কর্মরত সাংবাদিকদের আবেগ-উল্লাস
ফের শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিলো আবহাওয়া অফিস
লিমায় স্প্যানিশ বিজয়ী ফ্রান্সিসকো পিজারোর মূর্তি পুনঃস্থাপন
আবারও পেছাল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউ শুনানি
‘প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ বাধ্যতামূলকভাবে করতে হবে’
রাজনীতির মধ্যে ঢুকতে চায় না ইসি, ভোটার তালিকা হালনাগাদ শুরু সোমবার
টিকটকের যুক্তরাষ্ট্রে পরিষেবা বন্ধ, আইনি নিষেধাজ্ঞার প্রভাব
ইউল্যাবের হাল্ট প্রাইজ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ
স্পিকারের কাছে ক্ষমতা হস্তান্তরের পরিকল্পনা করছিলেন হাসিনা : দ্য হিন্দু
আওয়ামী দুঃশাসনের যেন পুনরাবৃত্তি না হয়: রিজভী আহমেদ
সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির ভরাডুবি, আ.লীগের জয়জয়কার