শেষের বিবর্ণতায় 'টাই',সুপার ওভারে হেরে ঘরের মাঠে হোয়াইট ওয়াশ শ্রীলঙ্কা
৩১ জুলাই ২০২৪, ০২:৪০ এএম | আপডেট: ৩১ জুলাই ২০২৪, ০২:৪০ এএম
মান বাঁচানোর ম্যাচে শ্রীলঙ্কার টার্গেট ছিল ১৩৮।সহজ সে লক্ষ্য তাড়া করেই ফেলেছিল স্বাগতিকেরা।শেষ ১২ বলে শ্রীলঙ্কার টার্গেট মাত্র ৯ রান, হাতে ৬ উইকেট।জয় তো অনায়াসে আসার কথা। তবে সাম্প্রতিক সময়ে ভীষণ অধারাবাহিক শ্রীলঙ্কা এই ম্যাচই কিনা হেরে বসল!
অথচ হার নিশ্চিত ভেবেই কিনা শেষ দুই ওভারে বোলিংয়ে এসেছিলেন রিংকু সিং ও সূর্যকুমারের যাদব।এই দুই পার্টটাইমের স্পিনারের করা শেষ দুই ওভারে মাত্র ৮ রান তুলতেই ৪ উইকেট হারায় ভারত।আর তাতে ম্যাচ টাই।খেলা গড়ায় সুপার ওভারে, যেখানে একপেশে জয় বিশ্বচ্যাম্পিয়নদের।
ওয়াশিংটন সুন্দরের সুপার ওভারে কুশল পেরেরা, নিশাঙ্কাকে হারিয়ে শ্রীলঙ্কা করতে পেরেছে মাত্র ২ রান। ৩ রানের টার্গেট পাড়ি দিতে মাত্র ১ বল খেলতে হয়েছে ভারতকে। থিকসানার প্রথম বলে সুইপ করে বাউন্ডারি হাকিয়ে দলের জয় ও হোয়াইট ওয়াশ নিশ্চিত করেন ক্যাপ্টেন সূর্যকুমার যাদব।
সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে আগে সিরিজ হারিয়েছিল শ্রীলঙ্কা।অবিশ্বাস্য এই হারে ঘরের মাঠে হোয়াইটওয়াশও এড়াতে পারল সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।
পাল্লেকেলেতে টস হেরে ব্যাটিংয়ে নেমে ভারতের শুরুটা একদমই ভালো ছিল না। স্কোরবোর্ডে পঞ্চাশ তোলার আগে তাদের ৫ ব্যাটসম্যান সাজঘরে। ইয়াসভি জয়সওয়াল (১০), সানজু সামস্যান (০), রিংকু সিং (১), সূর্যকুমার যাদব (৮) ও শিভাম দুবে (১৩) দ্রুত আউট হন। একপ্রান্ত আগলে শুভমান গিল লড়াই চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু দলের প্রয়োজন মেটাতে পারছিলেন না।
ষষ্ঠ উইকেটে তাকে সঙ্গ দেন রিয়ান পরাগ। দুজন ৫৪ রানের জুটি গড়ে প্রতিরোধ গড়েন। ষোলাতম ওভারে ভারতের রান যখন ১০২ তখন আবার হোঁচট খায়। একই ওভারে দুই থিতু হওয়া ব্যাটসম্যান আউট হন। লেগ স্পিনার হাসারাঙ্গার বলে গিল প্রথমে ৩৯ রানে স্টাম্পড হন। পরাগ ১৮ বলে দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রান করে মেন্ডিসের হাতে ক্যাচ দেন। শেষ দিকে সুন্দরের ১৮ বলে ২৫ রানের সুবাদে ভারতের স্কোর ১৩৭ রানে পৌঁছে।
নিয়ন্ত্রিত বোলিংয়ে বোলাররা লক্ষ্য নাগালে রেখেছিল। মাহেশ থিকসানা ২৮ রানে ৩ উইকেট নিয়ে ছিলেন স্বাগকিদের সেরা বোলার। ২ উইকেট নেন হাসারাঙ্গা। অভিষিক্ত চামিন্দু ওইকরামাসিংহে খারাপ করেননি। ১৭ রানে পেয়েছেন ১ উইকেট। ১টি করে উইকেট পেয়েছেন আশিথা ফার্নান্দো ও রামেস মেন্ডিসও।
সহজ লক্ষ্যে নেমে ওপেনিং জুটিতে পাথুম নিসাঙ্কা ও কুশল মেন্ডিস পঞ্চাশ ছাড়ান। নবম ওভারে ৫৮ রানের এই জুটি ভেঙে যায়। ২৬ রান করে থামেন নিসাঙ্কা। তারপর কুশল পেরেরাকে নিয়ে মেন্ডিস সহজ জয়ের পথ তৈরি করেছিলেন। ১৬তম ওভারে রবি বিষ্ণয় মেন্ডিসকে ৪৩ রানে ফিরিয়ে ব্রেকথ্রু আনেন। তারপর সুন্দর পরের ওভারে পরপর হাসারাঙ্গা ও চারিথ আসালাঙ্কাকে ফেরান।
তখনও পেরেরা থাকায় শ্রীলঙ্কাই ছিল ফেভারিট ।এরপর ১৮তম ওভারে খলিল আহমেদ ১২ রান দিয়ে স্বাগতিকদের জয়ের সমীকরণটা আরও সহজ করে দেন। শেষ দুই ওভারে লাগতো মাত্র ৯ রান। এই কঠিন সময়ে সূর্যকুমার যাদব বল তুলে দেন অকেশেনাল স্পিনার রিংকু সিংয়ের হাতে। দ্বিতীয় বলেই কুশলকে ৪৬ রানে ফিরতি ক্যাচে ফেরান এই স্পিনার। শেষ বলে রমেশ মেন্ডিসকেও গিলের ক্যাচ বানান। ওই ওভারে মাত্র ৩ রান দিয়ে দুই উইকেট নেন রিংকু।
শেষ ওভারে ৬ রান আটকানোর দায়িত্ব নিজ কাঁধে তুলে নেন অধিনায়ক সূর্য। প্রথম বল ডট দেওয়ার পরের দুই বলে উইকেট নিয়ে হ্যাটট্রিকের সুযোগ তৈরি করেন ভারতীয় অধিনায়ক। অবশ্য আসিথা ফার্নান্ডো ও বিক্রমাসিংহে শেষ তিন বলে পাঁচ রান নিয়ে স্কোর সমতায় ফেরান।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
যে সন্মান অর্জন করেছেন তা এইভাবে নষ্ট কইরেন না
নতুন ভূগর্ভস্থ নৌ ঘাঁটি উন্মোচন ইরানের
সম্পর্ককে বাণিজ্য সহযোগিতায় রূপান্তরের জন্য আর্জেন্টিনার প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান
গ্রেফতারকৃত এসকে সুরের বাসায় দুদকের অভিযান, ১৭ লাখ টাকা উদ্ধার
চাল আমদানির সময় বাড়ল ২৭ দিন: দুইমাসে ৯,৬৬২ টন চাল আমদানি হলেও প্রভাব নেই বাজারে
সিরিয়ার আসাদ সরকারের মাদক বাণিজ্যের ভয়াবহ চিত্র প্রকাশ
হাইকোর্টে চিন্ময়ের জামিন আবেদন, শুনানি সোমবার
পুলিশ লাইন্সে ফ্যানের সঙ্গে নারী কনস্টেবলের লাশ ঝুলছিল
দাউদকান্দির গৌরীপুর চররায়পুর আসমানিয়া সড়কে বড় বড় গর্ত, জনদুর্ভোগ চরমে
লৌহজংয়ে যানবাহন চলাচলে জন্য বালিগাঁও সেতু উন্মুক্ত করা হয়েছে
নারায়ণগঞ্জে পাওয়ার প্ল্যান্টের ৩৬০ মেট্রিকটন তেল ডাকাতি, ৮ ডাকাত গ্রেপ্তার
ভারতের প্রথম মহিলা নৃবিজ্ঞানী ইরাবতী কারভে, সাহসী গবেষক ও সংস্কারক
মুজিবনগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালন
ভয়ঙ্কর প্রেমের ফাঁদ!
মিডিয়া থেকে ইসলামফোবিয়া কবে যাবে? সারজিস আলম
যুদ্ধবিরতি স্থগিত করে গাজায় হামলা অব্যাহত রাখল ইসরাইল
দাউদকান্দিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত
টেকনাফমুখী ৪টি পণ্যবাহী জাহাজ এখনো ছাড়েনি আরাকান আর্মি
বাঁওড়ের ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন ও সমাবেশ
মার্কিন মুলুকে নিষিদ্ধ টিকটক, আমেরিকা প্লাটফর্মটি প্রত্যাশা করেঃ মি.বিষ্ট