পাকিস্তান সফরে মুশতাককে পাচ্ছে বাংলাদেশ
৩১ জুলাই ২০২৪, ০৬:৫৫ পিএম | আপডেট: ৩১ জুলাই ২০২৪, ০৬:৫৫ পিএম
গত এপ্রিলে করা চুক্তির মেয়াদ শেষ হয় টি-টোয়েন্টি বিশ্বকাপের মধ্য দিয়ে। তবে মুশতাক আহমেদের কাজে খুশি হওয়ায় চুক্তির মেয়াদ বাড়াতে চেয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কিন্তু এরই মাঝে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে চুক্তিবদ্ধ হন পাকিস্তানের এই স্পিন কোচ। এর মাঝে সবশেষ খবর হলো, পাকিস্তান সফরের দুই টেস্টে দলের স্পিন বোলিং কোচ হিসেবে মুশতাককে পাচ্ছে বাংলাদেশ।
মঙ্গলবার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পাকিস্তান সফরে মুশতাকের থাকার কথা নিশ্চিত করেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। ভবিষ্যতে এই স্পিন কিংবদন্তির সঙ্গে লম্বা সময়ের চুক্তির আভাসও দেন তিনি।
“পাকিস্তান সিরিজে মুশতাক আহমেদ থাকছেন। যেহেতু সামনে ওর নিজেরও কিছু প্রোগ্রাম আছে, সেজন্য (বছরের) বাকি সিরিজগুলোতে থাকতে পারছে না। আগামী ডিসেম্বর পর্যন্ত সে ব্যস্ত।”
“তবে আমরা জানুয়ারি থেকে চেষ্টা করব, তার সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করার। এখনই বলছি না যে, চুক্তি করা যাবে। আমরা চেষ্টা করব। এখন পর্যন্ত ইতিবাচক একটা আভাস পাচ্ছি। দেখা যাক, তার সঙ্গে কথা বলে সামনে কী হয়।”
দলীয় অনুশীলনে না থাকলেও পাকিস্তান সফরের টেস্ট দলে সাকিব আল হাসানকে পাওয়া যাবে বলেও জানান জালাল।
‘সে (সাকিব) টেস্টে অ্যাভেইলেবল। আমার সঙ্গে, বোর্ডের সঙ্গে, নির্বাচকদের সঙ্গে কথা হয়েছে। সময় যদি না থাকে, সে হয়তো দুবাই থেকে সরাসরি (পাকিস্তানে) চলে যাবে। অথবা তাকে বলা হয়েছে ঢাকায় এসে দলের সঙ্গে দু-এক দিন অনুশীলন করে একসঙ্গে যাওয়ার জন্য। ওকে পাকিস্তান সিরিজে পাওয়া যাবে।’
গত মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন তাসকিন আহমেদ। তবে পাকিস্তান সিরিজে তাকে পাওয়া যাবে। চোটের কারণে দীর্ঘদিন দলের বাইরে থাকা আরেক পেসার ইবাদত হোসেনকে নিয়েও আশাবাদের কথা শোনালেন জালাল।
‘তাসকিনের কালকে একটা মূল্যায়ন ছিল। ওটা হয়ে গেছে। ওকে বিবেচনা করা হচ্ছে লাল বলের জন্য। এটা নির্বাচকদেরই সিদ্ধান্ত। যখন দল দেবে, তখন আপনারা বুঝতে পারবেন।’
‘ইবাদত এখনো রিকভার করছে। আমাদের কাছে সবশেষ খবর হচ্ছে, তার সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ আছে। সে ৭০ শতাংশের মতো সুস্থ হয়ে উঠেছে। আশা করি, আগামী দুই মাসের মধ্যে আরও কিছু উন্নতি করবে। এখনো পুনর্বাসনপ্রক্রিয়ার মধ্যেই আছে। রিকভার করুক। তারপর দেখা যাবে।’
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলতে আগামী ১৭ অগাস্ট পাকিস্তান যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ জাতীয় দলের। রাওয়ালপিন্ডিতে ২১ অগাস্ট শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট শুরু ৩০ অগাস্ট করাচিতে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বছরের প্রথম ম্যাচেই মেসির গোল
জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে গাবতলীতে ছাত্রদলের দোয়া মাহফিল
‘যে সন্মান অর্জন করেছেন, তা এইভাবে নষ্ট কইরেন না’
নতুন ভূগর্ভস্থ নৌ ঘাঁটি উন্মোচন ইরানের
সম্পর্ককে বাণিজ্য সহযোগিতায় রূপান্তরের জন্য আর্জেন্টিনার প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান
গ্রেফতারকৃত এসকে সুরের বাসায় দুদকের অভিযান, ১৭ লাখ টাকা উদ্ধার
চাল আমদানির সময় বাড়ল ২৭ দিন: দুইমাসে ৯,৬৬২ টন চাল আমদানি হলেও প্রভাব নেই বাজারে
সিরিয়ার আসাদ সরকারের মাদক বাণিজ্যের ভয়াবহ চিত্র প্রকাশ
হাইকোর্টে চিন্ময়ের জামিন আবেদন, শুনানি সোমবার
পুলিশ লাইন্সে ফ্যানের সঙ্গে নারী কনস্টেবলের লাশ ঝুলছিল
দাউদকান্দির গৌরীপুর চররায়পুর আসমানিয়া সড়কে বড় বড় গর্ত, জনদুর্ভোগ চরমে
লৌহজংয়ে যানবাহন চলাচলে জন্য বালিগাঁও সেতু উন্মুক্ত করা হয়েছে
নারায়ণগঞ্জে পাওয়ার প্ল্যান্টের ৩৬০ মেট্রিকটন তেল ডাকাতি, ৮ ডাকাত গ্রেপ্তার
ভারতের প্রথম মহিলা নৃবিজ্ঞানী ইরাবতী কারভে, সাহসী গবেষক ও সংস্কারক
মুজিবনগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালন
ভয়ঙ্কর প্রেমের ফাঁদ!
মিডিয়া থেকে ইসলামফোবিয়া কবে যাবে? সারজিস আলম
যুদ্ধবিরতি স্থগিত করে গাজায় হামলা অব্যাহত রাখল ইসরাইল
দাউদকান্দিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত
টেকনাফমুখী ৪টি পণ্যবাহী জাহাজ এখনো ছাড়েনি আরাকান আর্মি