শীর্ষে ফিরলেন রুট
০১ আগস্ট ২০২৪, ১২:০৮ এএম | আপডেট: ০১ আগস্ট ২০২৪, ১২:০৮ এএম
দীর্ঘ ১৩ মাস শীর্ষে থেকে এবার রাজত্ব হারালেন নিউজিল্যান্ডের ক্রিকেটার কেন উইলিয়ামসন। আইসিসি টেস্ট র্যাংকিংয়ে উইলিয়ামসনকে পেছনে ফেলে ব্যাটিং তালিকায় আবারো শীর্ষে ফিরেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক জো রুট। ৮৭২ রেটিং নিয়ে আবারো শীর্ষস্থানে ফিরেছেন এই ইংলিশ তারকা। গতকাল ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল-আইসিসি এ তথ্য জানিয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্য শেষ হওয়া তিন ম্যাচের টেস্ট সিরিজে ২৯১ রান করেছেন জো রুট। বার্মিংহামে সিরিজের শেষ টেস্টে ৮৭ রান করেন তিনি। এই ইনিংস খেলার পথে টেস্টে সপ্তম ও ইংল্যান্ডের দ্বিতীয় ব্যাটার হিসেবে ১২ হাজার রান পূর্ণ করেন রুট। সিরিজে দুর্দান্ত পারফরমেন্সের পুরস্কার হিসেবে ১৩ মাস পর আবারও টেস্টের শীর্ষস্থান ফিরে পান তিনি। গত বছরের জুনে সর্বশেষ শীর্ষে ছিলেন রুট। ২০১৫ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের পর সিংহাসন দখল করেছিলেন তিনি। শীর্ষস্থান হারিয়ে ৮৫৯ রেটিং নিয়ে দ্বিতীয়স্থানে নেমে গেছেন উইলিয়ামসন। তবে এক ধাপ করে উন্নতি হয়েছে পাকিস্তানের বাবর আজম, নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল, অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ ও ভারতের রোহিত শার্মার। বাবরের সাথে একই ৭৬৮ রেটিং নিয়ে যৌথভাবে তৃতীয়স্থানে আছেন মিচেল। ৭৫৭ রেটিং নিয়ে পঞ্চমস্থানে আছেন স্মিথ। ৬ রেটিং কম নিয়ে ষষ্ঠস্থানে রোহিত। চার ধাপ পিছিয়ে সপ্তমস্থানে নেমে গেছেন ইংল্যান্ডের হ্যারি ব্রæক। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্য শেষ হওয়া সিরিজে চার ইনিংসে ১৯৪ রান করেন তিনি। ব্যাটিং তালিকায় বাংলাদেশের মধ্যে সেরা অবস্থানে আছেন মুশফিকুর রহিম। ৬৩৪ রেটিং নিয়ে ২৫তমস্থানে আছেন তিনি। বোলিং তালিকায় ছয় ধাপ উন্নতি হয়েছে ইংল্যান্ডের পেসার মার্ক উডের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বার্মিংহাম টেস্টে ৭ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন তিনি। ৬০৫ রেটিং নিয়ে ২০তম স্থানে জায়গা করে নিয়েছেন উড। ৭ ধাপ এগিয়ে ওয়েস্ট ইন্ডিজের জেইডেন সিলেস ২৬ ও সিরিজের সেরা ইংল্যান্ডের গাস অ্যাটকিনসন ৪ ধাপ এগিয়ে ৪৬ নম্বরে উঠেছেন। বোলার র্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। এই তালিকায় বাংলাদেশের সেরা স্পিনার তাইজুল ইসলাম। ৬৫৪ রেটিং নিয়ে ১৬তম স্থানে আছেন তিনি।
টেস্ট অলরাউন্ডারদের শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের রবীন্দ্র জাদেজা। তার রেটিং ৪৪৪। ৩১০ রেটিং নিয়ে তৃতীয়স্থানে আছেন বাংলাদেশের সাকিব আল হাসান। টি-টোয়েন্টির ব্যাটিং-বোলিং র্যাংকিংয়েও বেশ কয়েকটি পরিবর্তন এসেছে। যদিও ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে এক নম্বর জায়গা ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। শ্রীলঙ্কার বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জেতা ভারতের হয়ে ভালো ব্যাটিংয়ের সুবাদে চার নম্বর জায়গা পুনরুদ্ধার করেছেন যশস্বী জয়সওয়াল। আর শুভমান গিল ১৬ ধাপ এগিয়ে এখন ক্যারিয়ার সেরা ২১ নম্বরে। এ ছাড়া শ্রীলঙ্কার পাথুম নিসাঙ্কা ১১ ধাপ এগিয়ে ১৫ ও কুশল পেরেরা ৪০ ধাপ লাফিয়ে ৬৩ নম্বরে উঠে এসেছেন।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
জিয়ার জন্মদিন উপলক্ষে গাবতলীতে ছাত্রদলের দোয়া মাহফিল
যে সন্মান অর্জন করেছেন তা এইভাবে নষ্ট কইরেন না
নতুন ভূগর্ভস্থ নৌ ঘাঁটি উন্মোচন ইরানের
সম্পর্ককে বাণিজ্য সহযোগিতায় রূপান্তরের জন্য আর্জেন্টিনার প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান
গ্রেফতারকৃত এসকে সুরের বাসায় দুদকের অভিযান, ১৭ লাখ টাকা উদ্ধার
চাল আমদানির সময় বাড়ল ২৭ দিন: দুইমাসে ৯,৬৬২ টন চাল আমদানি হলেও প্রভাব নেই বাজারে
সিরিয়ার আসাদ সরকারের মাদক বাণিজ্যের ভয়াবহ চিত্র প্রকাশ
হাইকোর্টে চিন্ময়ের জামিন আবেদন, শুনানি সোমবার
পুলিশ লাইন্সে ফ্যানের সঙ্গে নারী কনস্টেবলের লাশ ঝুলছিল
দাউদকান্দির গৌরীপুর চররায়পুর আসমানিয়া সড়কে বড় বড় গর্ত, জনদুর্ভোগ চরমে
লৌহজংয়ে যানবাহন চলাচলে জন্য বালিগাঁও সেতু উন্মুক্ত করা হয়েছে
নারায়ণগঞ্জে পাওয়ার প্ল্যান্টের ৩৬০ মেট্রিকটন তেল ডাকাতি, ৮ ডাকাত গ্রেপ্তার
ভারতের প্রথম মহিলা নৃবিজ্ঞানী ইরাবতী কারভে, সাহসী গবেষক ও সংস্কারক
মুজিবনগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালন
ভয়ঙ্কর প্রেমের ফাঁদ!
মিডিয়া থেকে ইসলামফোবিয়া কবে যাবে? সারজিস আলম
যুদ্ধবিরতি স্থগিত করে গাজায় হামলা অব্যাহত রাখল ইসরাইল
দাউদকান্দিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত
টেকনাফমুখী ৪টি পণ্যবাহী জাহাজ এখনো ছাড়েনি আরাকান আর্মি
বাঁওড়ের ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন ও সমাবেশ