চ্যাম্পিয়ন্স লিগে চোখ রেখে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু ভারতের
০১ আগস্ট ২০২৪, ০৭:২৯ পিএম | আপডেট: ০১ আগস্ট ২০২৪, ০৭:২৯ পিএম
আগামী বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানের মাটিতে অনুষ্ঠেয় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশগ্রহণ এখনও অনিশ্চিত। তারপরও চ্যাম্পিয়ন্স ট্রফিতে চোখ রেখে নিজেদের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে ভারত।
তারই অংশ হিসেবে শুক্রবার থেকে শ্রীলঙ্কার মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে টিম ইন্ডিয়া। অন্যদিকে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ হওয়া শ্রীলঙ্কার লক্ষ্য ভারতের বিপক্ষে সিরিজ জয়।
শ্রীলঙ্কার কলম্বোয় বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হবে সিরিজের প্রথম ওয়ানডে।
এবারের শ্রীলঙ্কা সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি দিয়ে ভারতের প্রধান কোচ হিসেবে পথচলা শুরু করেন গৌতম গম্ভীর। দলের দায়িত্ব নেওয়ার আগে গম্ভীর বলেছিলেন, আগামী চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাফল্য পাওয়াই তার প্রথম লক্ষ্য। গম্ভীরের প্রথম লক্ষ্যের মিশনে প্রথম পরীক্ষা হলো- শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ। প্রথম পরীক্ষাকে গম্ভীর এতটাই গুরুত্বের চোখে দেখছেন যে, দলের প্রধান খেলোয়াড় অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট কোহলির বিশ্রাম পর্ব বাদ দিয়েছেন।
গেল মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে টেস্টে সিরিজের আগে বিশ্রামে থাকতে চেয়েছিলেন রোহিত ও কোহলি। কিন্তু রোহিত-কোহলিদের নিয়ে শ্রীলঙ্কা সফরের পরীক্ষায় নামছেন গম্ভীর।
ওয়ানডে সিরিজ নিয়ে গম্ভীর বলেন, ‘এই মুহূর্তে আমার লক্ষ্য আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। হাতে খুব বেশি সময় ও সিরিজও নেই। এজন্য শ্রীলঙ্কা সিরিজে পুরোপুরিভাবে প্রস্তুতি সাড়তে চাই আমরা। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয় প্রধান লক্ষ্য। পাশাপাশি দল নিয়েও কিছু পরীক্ষা-নিরিক্ষাও করতে চাই। আশা করছি নিজেদের পরিকল্পনাগুলো যথাযথভাবে কাজে লাগাতে এবং দল হিসেবে সফল হবো।’
শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেললেও, ওয়ানডে দলে রাখা হয়নি হার্ডিক পান্ডিয়াকে। টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে পেসার জসপ্রিত বুমরাহকে। প্রায় পাঁচ মাস পর দলে ফিরেছেন ব্যাটার শ্রেয়াস আইয়ার।
ভারত পরিপূর্ণ দল পেলেও, সিরিজ শুরুর আগে শ্রীলঙ্কা শিবিরে ইনজুরির আঘাত। ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন দুই পেসার মাথিশা পাথিরানা ও দিলশান মাদুশঙ্কা। কাঁধের ইনজুরিতে পাথিরানা ও হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন মাদুশঙ্কা।
পাথিরানা ও মাদুশঙ্কার পরিবর্তে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন দুই পেসার মোহাম্মদ সিরাজ ও ইশান মালিঙ্গা। ইনজুরির কারনে টি-টোয়েন্টির পর ওয়ানডে সিরিজেও খেলছেন না দুসমন্থ চামিরা ও নুয়ান তুষারা।
এদিকে, ওয়ানডে সিরিজের আগে হঠাৎ করেই অধিনায়কের দায়িত্ব পেয়েছেন চারিথ আসালঙ্কা। কুশল মেন্ডিসকে সরিয়ে আসালঙ্কাকে অধিনায়ক করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। ভারতের কাছে ৩-০ ব্যবধানে হারা টি-টোয়েন্টি সিরিজের শেষ দিকে সংক্ষিপ্ত ভার্সনের দায়িত্ব পান আসালঙ্কা।
ওয়ানডে সিরিজে ভালো করার প্রত্যয় আসালঙ্কা কন্ঠে, ‘ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে আমরা ভালো ব্যাটিং করিনি। তিন ম্যাচেই শেষ দিকে আমাদের ব্যাটিংয় ধস নেমেছে। আশা করছি, ওয়ানডে সিরিজে দল ভালো খেলবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আমরা মাঠে নামবো।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে গাবতলীতে ছাত্রদলের দোয়া মাহফিল
‘যে সন্মান অর্জন করেছেন, তা এইভাবে নষ্ট কইরেন না’
নতুন ভূগর্ভস্থ নৌ ঘাঁটি উন্মোচন ইরানের
সম্পর্ককে বাণিজ্য সহযোগিতায় রূপান্তরের জন্য আর্জেন্টিনার প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান
গ্রেফতারকৃত এসকে সুরের বাসায় দুদকের অভিযান, ১৭ লাখ টাকা উদ্ধার
চাল আমদানির সময় বাড়ল ২৭ দিন: দুইমাসে ৯,৬৬২ টন চাল আমদানি হলেও প্রভাব নেই বাজারে
সিরিয়ার আসাদ সরকারের মাদক বাণিজ্যের ভয়াবহ চিত্র প্রকাশ
হাইকোর্টে চিন্ময়ের জামিন আবেদন, শুনানি সোমবার
পুলিশ লাইন্সে ফ্যানের সঙ্গে নারী কনস্টেবলের লাশ ঝুলছিল
দাউদকান্দির গৌরীপুর চররায়পুর আসমানিয়া সড়কে বড় বড় গর্ত, জনদুর্ভোগ চরমে
লৌহজংয়ে যানবাহন চলাচলে জন্য বালিগাঁও সেতু উন্মুক্ত করা হয়েছে
নারায়ণগঞ্জে পাওয়ার প্ল্যান্টের ৩৬০ মেট্রিকটন তেল ডাকাতি, ৮ ডাকাত গ্রেপ্তার
ভারতের প্রথম মহিলা নৃবিজ্ঞানী ইরাবতী কারভে, সাহসী গবেষক ও সংস্কারক
মুজিবনগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালন
ভয়ঙ্কর প্রেমের ফাঁদ!
মিডিয়া থেকে ইসলামফোবিয়া কবে যাবে? সারজিস আলম
যুদ্ধবিরতি স্থগিত করে গাজায় হামলা অব্যাহত রাখল ইসরাইল
দাউদকান্দিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত
টেকনাফমুখী ৪টি পণ্যবাহী জাহাজ এখনো ছাড়েনি আরাকান আর্মি
বাঁওড়ের ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন ও সমাবেশ