শুধু কোটা নয়, সকল বৈষম্য থেকে মুক্তি চান আশরাফুল
০৩ আগস্ট ২০২৪, ০৬:৪৬ পিএম | আপডেট: ০৩ আগস্ট ২০২৪, ০৬:৪৬ পিএম
চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মাদ আশরাফুল। তার মতে, কেবল কোটা নয়, সকল বৈষম্য থেকেই দেশ মুক্তি পাক।
ছাত্রদের পক্ষে অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশাল এক পোস্ট দেন আশরাফুল। সেখানে সাবেক এই ক্রিকেট তারকা বলেন, “শুধু কোটার বৈষম্য নয় বরং দেশে বিরাজমান সকল সংকট ও বৈষম্যে মুক্তি পাক।“
বৈষম্যগুলো কি কি তাও তিনি উল্লেখ করেছেন, “খাদ্যদ্রব্যের অস্বাভাবিক উর্ধগতি, ডলার সংকট, সাধারণ শিক্ষার্থী ও সাধারণ মানুষের উপর নির্যাতনসহ সকল বে-আইনি জিনিস বন্ধ হোক সম্ভব হলে এখনই এই আন্দোলনের মাধ্যমেই হোক।”
চলমান আন্দোলনে ক্রিকেট তারকাদের অনেকে এখনও সংহতি প্রকাশ না করায় এ নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ প্রকাশ করতে দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কি কারণে তারা এখনও মুখে কুলুপ এঁটে আছেন তারও একটা সম্ভাব্য কারণ উল্লেখ করেছেন আশরাফুল। তার আশা, দ্রুতই সবাই এই আন্দোলনের সাথে একত্বতা প্রকাশ করবেন।
“জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আজ আপনি যতবড় ক্রিকেটার বা স্টারই হোন না কেন, আপনার দেশ, আপনার দেশের শিক্ষার্থী তথা তরুন সমাজ সর্বোপরি দেশের সকল শ্রেণি-পেশার মানুষ আপনার অহংকার আর তাদের সাপোর্ট ও ভালোবাসাই আজ আপনি তারকা, মহাতারকা।
অনেককেই দেখলাম শিক্ষার্থীদের হতাহতে, গ্রেপ্তারে ও মৃত্যুতে সহানুভূতি, সমবেদনা জানিয়ে পাশে থাকার ডিরেক্ট/ইনডিরেক্ট পোস্ট দিয়েছেন আমাদের ক্রিকেটাঙ্গন থেকে। তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ।
তবে, শিক্ষার্থীদের আমাদের প্রতি আশাটা আরো বেশি; তাই, অনেকেই বলছেন, আমরা কেন ক্রিকেটাররা একটা সমবেদনা মূলক নিরপেক্ষ একটা ফেসবুক স্ট্যাটাস দিতেও সংকোচবোধ করছি? সেই ক্ষোভ থেকেই নাকি বড়বড় তারকাদের নাকি মানহানি করা হচ্ছে!
তাদের ভাষ্য- দেশের এই ক্রান্তিলগ্নে অর্থাৎ পৃথিবীর ইতিহাসে ২য় সর্বোচ্চ ছাত্র-হত্যাযজ্ঞ (চায়নার পরেই) নিউট্রাল একটি সত্য বিবৃতিও কি আমাদের কাছ থেকে এই ক্রিকেট পাগল জাতি আশা করতে পারেন না?
যারা কিনা দিনের পর দিন, রাতের পর রাত জেগে আমাদের খেলা দেখতেন, বিজয়ধ্বনিতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের স্কুল, কলেজ ও ইউনিভার্সিটি ক্যাম্পাসগুলো মাতিয়ে রাখতেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি, বড়বড় তারকারা যারা এখনো আপনাদের সাথে যুক্ত হননাই তারা হয়তো বিশেষ অসুবিধার মধ্যেই আছেন, হয়তোবা যোগ দিবেন অতি দ্রুতই আপনাদের সাথে, আপনাদের নৈতিক আন্দোলনের সাথে। আমার ব্যক্তিগত অবস্থান, বৈষম্যবিরোধী ন্যায়ভিত্তিক চলমান ছাত্র আন্দোলনের (পরিস্কারভাবেই) পক্ষে আছি, ছিলাম ও থাকব ইনশাআল্লাহ।”
লম্বা পোস্টে আশরাফুল আরও বলেন, “২ শতাধিক মানুষের মৃত্যুতে বাকরুদ্ধ; বলার কোন ভাষা আমার নাই। বুকচেতিয়ে দেয়া দুঃসাহসী সাঈদ বা পানি লাগবে কারো পানি বলা টগবগে যুবক মুগ্ধ এদের মৃত্য সবসময়ই চোখের সামনে ভেসে উঠে... তবুও সমবেদনা জানাই আন্দোলনে নিহত শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি।
চাইনা আর একটা মৃত্যুর ঘটনাও ঘটুক। চাই ছাত্রছাত্রীরা দ্রুত ক্লাসে ফিরে যাক। সবকিছু স্বাভাবিক হোক।
প্রিয়ভক্তদের উদ্যেশ্যে বলছি; আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমাদের ক্রিকেটাররা সত্যের পক্ষে কেউ বেশি কিছু লিখুক বা নাই লিখুক, মনে মনে কিন্তু সত্যটা অস্বীকার করেনা, কেউ করবেও না। তারা পরিস্থিতির স্বীকার হয়তোবা!”
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে উত্তাল পুরো দেশ। ঢাকা, চট্টগ্রাম, খুলনা, কুমিল্লাসহ পুরো দেশেই চলছে জোর আন্দোলন।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
যে সন্মান অর্জন করেছেন তা এইভাবে নষ্ট কইরেন না
নতুন ভূগর্ভস্থ নৌ ঘাঁটি উন্মোচন ইরানের
সম্পর্ককে বাণিজ্য সহযোগিতায় রূপান্তরের জন্য আর্জেন্টিনার প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান
গ্রেফতারকৃত এসকে সুরের বাসায় দুদকের অভিযান, ১৭ লাখ টাকা উদ্ধার
চাল আমদানির সময় বাড়ল ২৭ দিন: দুইমাসে ৯,৬৬২ টন চাল আমদানি হলেও প্রভাব নেই বাজারে
সিরিয়ার আসাদ সরকারের মাদক বাণিজ্যের ভয়াবহ চিত্র প্রকাশ
হাইকোর্টে চিন্ময়ের জামিন আবেদন, শুনানি সোমবার
পুলিশ লাইন্সে ফ্যানের সঙ্গে নারী কনস্টেবলের লাশ ঝুলছিল
দাউদকান্দির গৌরীপুর চররায়পুর আসমানিয়া সড়কে বড় বড় গর্ত, জনদুর্ভোগ চরমে
লৌহজংয়ে যানবাহন চলাচলে জন্য বালিগাঁও সেতু উন্মুক্ত করা হয়েছে
নারায়ণগঞ্জে পাওয়ার প্ল্যান্টের ৩৬০ মেট্রিকটন তেল ডাকাতি, ৮ ডাকাত গ্রেপ্তার
ভারতের প্রথম মহিলা নৃবিজ্ঞানী ইরাবতী কারভে, সাহসী গবেষক ও সংস্কারক
মুজিবনগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালন
ভয়ঙ্কর প্রেমের ফাঁদ!
মিডিয়া থেকে ইসলামফোবিয়া কবে যাবে? সারজিস আলম
যুদ্ধবিরতি স্থগিত করে গাজায় হামলা অব্যাহত রাখল ইসরাইল
দাউদকান্দিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত
টেকনাফমুখী ৪টি পণ্যবাহী জাহাজ এখনো ছাড়েনি আরাকান আর্মি
বাঁওড়ের ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন ও সমাবেশ
মার্কিন মুলুকে নিষিদ্ধ টিকটক, আমেরিকা প্লাটফর্মটি প্রত্যাশা করেঃ মি.বিষ্ট