দুঃস্বপ্ন পেরিয়ে লিটন-মিরাজ-হাসানে বাংলাদেশের দিন

Daily Inqilab স্পোর্টস ডেস্ক

০১ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১২ পিএম | আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১২ পিএম

ছবি: বিসিবি/ফেসবুক

দিনের শুরুতেই ১৬ রান তুলতে নেই ৬ উইকেট! এরপর আলোকবর্তিকা হয়ে এলেন লিটন দাস ও মেহেদি হাসান মিরাজ। ধ্বংসস্তুপে দাঁড়িয়ে দুজনে উপহার দিলেন রেকর্ড জুটি। সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে মিরাজ আউট হলেও লিটন তুলেন নিলেন অনন্য এক শতক। শেষ বিকেলে বল হাতে জোড়া উইকেট এনে দিলেন হাসান মাহমুদও। শুরুর দুঃস্বপ্ন পেরিয়ে বাংলাদেশ দিন শেষ করল নাটকীয়ভাবে এগিয়ে থেকে।

রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম ইনিংসে পাকিস্তানের ২৭৪ রানের জবাবে ২৬২ রান তোলে বাংলাদেশ। পরে ৯ রানে তুলে নেয় পাকিস্তানের ২ উইকেট। তৃতীয় দিন শেষে হাতে ৮ উইকেট নিয়ে ২১ রানে এগিয়ে পাকিস্তান।

বিনা উইকেটে ১০ রান নিয়ে দিন শুরু করে ২৬ রানে ৬ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। এরপর রেকর্ড ১৬৫ রানের জুটি গড়েন লিটন ও  মিরাজ। মিরাজ আউট হন ৭৮ রান করে। লিটনের ব্যাট থেকে আসে ২২৮ বলে ১৩ চার ও ৪ ছক্কায় ১৩৮ রান।

দলীয় স্কোরে রেকর্ড গড়ে বাংলাদেশ। ৫০ রানের আগে ৬ উইকেট হারানোর পর এটিই সর্বোচ্চ দলীয় সংগ্রহ। ১৯৬৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৪১ রানে ৬ উইকেট হারানোর পর ২৫৫ রান করেছিল পাকিস্তান।

টেস্টে শেষ ৪ উইকেটে এর চেয়ে বেশি রান শুধু একবারই পেয়েছে বাংলাদেশ। ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ১৩২ রানে ষষ্ঠ উইকেট পতনের পর আরও ৩৩৬ রান যোগ করেন লিটন, মাহমুদউল্লাহ, তাসকিন আহমেদরা।

প্রায় তিন বছর পর আরেকটি বিপর্যয়ে দলকে বাঁচানোর নায়কও লিটন। আরবার আহমেদকে স্লিপ ফিল্ডারের পাশ দিয়ে বাউন্ডারি হাঁকিয়ে ১৭১ বলে ক্যারিয়ারের চতুর্থ শতক পূর্ণ করেন এই স্টইলিশ ব্যাটার। হাসান মাহমুদকে নিয়ে নবম উইকেটে যোগ করেন মহামূল্যবার ৬৯ রান। ৫১ বলে ১৩ রানে অপরাজিত থাকেন হাসান। সালমান আলি আগাকে ছক্কা হাঁকাতে গিয়ে লং অনে ধরা পড়েন লিটন।

দলীয় স্কোর ৫০ বা এর কমে থাকতে শীর্ষ পাঁচের বাইরে ব্যাটিংয়ে নেমে তিনটি সেঞ্চুরি করা একমাত্র ক্রিকেটার হলেন লিটন। ৪৯ রানে ৪ উইকেট পড়ার পর পাকিস্তানের বিপক্ষেই মিরপুরে ১১৪ রানের ইনিংস খেলেছিলেন এই কিপার-ব্যাটার। মিরপুরেই শ্রীলঙ্কার বিপক্ষে ২৪ রানে ৫ উইকেট পড়ার পর খেলেছিলেন ১৪১ রানের ইনিংস।

সপ্তম উইকেটে মিরাজকে নিয়ে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ ১৬৫ রানের জুটি গড়েন মিরাজ ও লিটন। প্রথম টেস্টে এই জুটির রেকর্ড গড়েছিলেন মুশফিকুর রহিম ও মিরাজ, ১৯৬ রানের। ১৪৭ বছরের টেস্ট ইতিহাসে ৫০ রানের কমে ষষ্ঠ উইকেট পতনের পর সপ্তম উইকেটে সবচেয়ে বড় জুটি লিটন-মিরাজের ১৬৫ রান।

পঞ্চাশের আগে ৬ উইকেট পড়ার পর সপ্তম উইকেটে পঞ্চাশছোঁয়া জুটি এর আগে স্রেফ একটি দেখেছে বাংলাদেশ। ২০০৮ সালে নিউ জিল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টে ৪৪ রানে ষষ্ঠ উইকেট পতনের পর ৭৮ রান যোগ করেন সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজা।

খুররামকে ফিরতি ক্যাচ দিয়ে মিরাজ আউট হন ১২৪ বলে ১২টি চার ও ১ ছক্কায় ৮৭ রান করে।

৬ উইকেট পড়ার পর টানা তৃতীয় ইনিংসে আট নম্বরে নেমে মিরাজ পান ফিফটির দেখা। ৯ চারে ৮১ বলে ক্যারিয়ারের অষ্টম পঞ্চাশ করেন মিরাজ। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৮১ ও পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের একমাত্র ইনিংসে ৭৭ রানের ইনিংস খেলেন তিনি।

মিরাজকে ফিরিয়ে ক্যারিয়ারে প্রথম ৫ উইকেটের স্বাদ পান খুররাম। ক্যারিয়ারের তৃতীয় টেস্টে এসে এই কীর্তির দেখা পেলেন এই পেসার। পরে নেন তাসকিনের উইকেটও। সব মিলিয়ে ২১ ওভারে ৩ মেডেনসহ ৯০ রানে ৬ উইকেট নেন খুররাম। ৫০ রানে দুটি নেন মির হামজা। ১৩ রানে শেষ দুটি শিকার ধরেন সালমান।

বল হাতে দলীয় দ্বিতীয় ও নিজের প্রথম ওভারেই আব্দুল্লাহ শফিককে কট বিহাইন্ড করেন হাসান। নিজের পরের ওভারে বোল্ড করে দেন নাইটওয়াচম্যান হিসেবে নামা খুররাম শাহজাদকে। এই উইকেট পড়ার পরই দিনের খেলার ইতি টানা হয়।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান ১ম ইনিংস: ২৭৪

বাংলাদেশ ১ম ইনিংস: (আগের দিন ১০/০) ৭৮.৪ ওভারে ২৬২ (সাদমান ১০, জাকির ১, শান্ত ৪, মুমিনুল ১, মুশফিক ৩, সাকিব ২, লিটন ১৩৮, মিরাজ ৭৮, তাসকিন ১, হাসান ১৩*, নাহিদ ০; হামজা ১৬-১-৫০-২, শাহজাদ ২১-৩-৯০-৬, আলি ৭--২-২০-০, আবরার ৩১-৫-৮৩-০, সালমা ৩.৪-০-১৩-২)

পাকিস্তান ২য় ইনিংস: ৩.৪ ওভারে ৯/২ (শাফিক ৩, সাইম ৬*, শাহজাদ ০; তাসকিন ২-০-৬-০, হাসান ১.৪-০-৩-২)


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

ফের প্রিমিয়ার লীগে ম্যানচেস্টার সিটির গোল উৎসব
২৫ ম্যাচ পর বিপিএলের পয়েন্ট টেবিলে কে কোথায়?
এমবাপ্পের জোড়া গোলে জিতে শীর্ষে রিয়াল
ব্রাইটনের বিপক্ষেও বিপর্যস্ত ইউনাইটেড
এবার ওলমোর ইনজুরি দুঃসংবাদ বার্সার
আরও

আরও পড়ুন

ফুলপুরে তারুণ্যের উৎসব উদযাপনে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

ফুলপুরে তারুণ্যের উৎসব উদযাপনে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

গাজায় ইসরায়েলের অভিযান ‘অত্যন্ত সফল’ : বিদায় অনুষ্ঠানে বাইডেন

গাজায় ইসরায়েলের অভিযান ‘অত্যন্ত সফল’ : বিদায় অনুষ্ঠানে বাইডেন

শিবিরের কেন্দ্রীয় কমিটিতে পদ পেলেন যারা

শিবিরের কেন্দ্রীয় কমিটিতে পদ পেলেন যারা

চীনের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় জেডি ভ্যান্সের বৈঠক

চীনের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় জেডি ভ্যান্সের বৈঠক

চকরিয়ায় সেনা কর্মকর্তা লেঃ তানজিম হত্যায় ১৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র

চকরিয়ায় সেনা কর্মকর্তা লেঃ তানজিম হত্যায় ১৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র

তনির বিয়ে নিয়ে যা বললেন নেটিজেনরা

তনির বিয়ে নিয়ে যা বললেন নেটিজেনরা

ট্রাম্পের প্রতিশ্রুতিতে টিকটক সেবা আবার চালু

ট্রাম্পের প্রতিশ্রুতিতে টিকটক সেবা আবার চালু

বিশেষ ক্ষমতা আইন ও শহীদ সবুজ হত্যা মামলায় নকলায় দুই সাংবাদিক ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

বিশেষ ক্ষমতা আইন ও শহীদ সবুজ হত্যা মামলায় নকলায় দুই সাংবাদিক ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া জরুরি: আমান

যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া জরুরি: আমান

আজ শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প

আজ শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প

বিলুপ্তির পথে দেশের সিনেমা হল

বিলুপ্তির পথে দেশের সিনেমা হল

যেভাবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প

যেভাবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প

গাজায় স্বাস্থ্যব্যবস্থা পুনরুদ্ধার করা জটিল এবং চ্যালেঞ্জিং ,সতর্কবার্তা  বিশ্ব স্বাস্থ্য সংস্থার

গাজায় স্বাস্থ্যব্যবস্থা পুনরুদ্ধার করা জটিল এবং চ্যালেঞ্জিং ,সতর্কবার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

পঞ্চগড় হাসপাতালে বেড়েছে শীতজনিত রোগী

পঞ্চগড় হাসপাতালে বেড়েছে শীতজনিত রোগী

মেডিকেলের ফল পুনঃপ্রকাশের দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

মেডিকেলের ফল পুনঃপ্রকাশের দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

প্রথম দিনেই একগুচ্ছ নির্বাহী আদেশের প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প

প্রথম দিনেই একগুচ্ছ নির্বাহী আদেশের প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প

ড. ইউনূস সরকারের সমালোচনা করা রিপোর্ট প্রত্যাহার ব্রিটিশ এমপিদের

ড. ইউনূস সরকারের সমালোচনা করা রিপোর্ট প্রত্যাহার ব্রিটিশ এমপিদের

প্যারিসে জুলাই জার্নাল অব ডিক্টেটরশিপ প্রদর্শনী, যা সবার আয়োজন করা উচিত

প্যারিসে জুলাই জার্নাল অব ডিক্টেটরশিপ প্রদর্শনী, যা সবার আয়োজন করা উচিত

বিরতির প্রথম দিন :  গাজায় ঢুকলো সাড়ে ৫ শতাধিক ত্রাণবাহী  ট্রাক

বিরতির প্রথম দিন : গাজায় ঢুকলো সাড়ে ৫ শতাধিক ত্রাণবাহী ট্রাক

ব্রাহ্মণপাড়ায় অগ্নিদগ্ধে গৃহবধূর মৃত্যু

ব্রাহ্মণপাড়ায় অগ্নিদগ্ধে গৃহবধূর মৃত্যু