লক্ষ্য তাড়ায় বাংলাদেশের উড়ন্ত শুরুর পর বৃষ্টির বাধা

Daily Inqilab স্পোর্টস ডেস্ক

০২ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১৭ পিএম | আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২৬ পিএম

ছবি: বিসিবি/ফেসবুক

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের রান তাড়ায় বাধ সেধেছে বেরসিক বৃষ্টি। পরিস্থিতি বিবেচনায় আগেভাগেই দিনের খেলার ইতি টানেন আম্পায়ার।

চা বিরতির পর খেলা হয়েছে স্রেফ ১ ওভার। ১৮৫ রান তাড়ায় বাংলাদেশের সংগ্রহ তখন ৭ ওভারে বিনা উইকেটে ৪২ রান। সফরকারীদের জয়ের জন্য এখনও দরকার ১৪৩ রান।

২৩ বলে দুটি দর্শনীয় ছক্কা ও দুই চারে ৩১ রানে ব্যাট করছেন জাকির হাসান। ১৯ বলে ৯ রানে অপরাজিত সাদমান ইসলাম।

তেমন বৃষ্টি নেই রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে। কিন্তু মেঘের কারণে কালো হয়ে আছে চারপাশ। কিছুক্ষণ পরপর হচ্ছে বজ্রপাত। উইকেট ও এর চারপাশের জায়গা ঢাকা হয় কভার দিয়ে। জ্বালানো হয় স্টেডিয়ামের সব কটি ফ্লাডলাইট। তবে ম্যাচ–উপযোগী আলো নেই বলে খেলা বন্ধ করেছেন আম্পায়াররা।

পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ জিতে ইতিহাস গড়া বাংলাদেশের সামনে এবার রেকর্ডটা আরও সমৃদ্ধ করার হাতছানি। পাকিস্তানকে তাদেরই মাটিতে হোয়াইটওয়াশ করতে এখন টাইগারদের প্রধান বাধা বিরূপ প্রকৃতি।

হাসান মাহমুদ ও নাহিদ রানার বোলিং তোপে পাকিস্তানের দ্বিতীয় ইনিংস গুটিয়ে যায় স্রেফ ১৭২ রানে। সঙ্গে প্রথম ইনিংসে ১২ রান যোগ হওয়ায় বাংলাদেশ পায় ১৮৫ রানের লক্ষ্য।

শেষ উইকেট হিসেবে মির হামজাকে শিকারে পরিণত করে ক্যারিয়ারে প্রথম ৫ উইকেটের কোটা পূর্ণ করেন হাসান। ক্যারিয়ার সেরা বোলিংয়ে ১০.৪ ওভারে ১ মেডেনসহ ৪৩ রানে তার শিকার ৫টি।

বাংলাদেশের সপ্তম পেসার হিসেবে টেস্টে এক ইনিংসে ৫ উইকেট নিলেন হাসান মাহমুদ। পাকিস্তানের বিপক্ষে তিনিই প্রথম।

হাসানের চেয়ে কম রানে ৫ উইকেট নেওয়া বাংলাদেশি পেসার শুধু শাহাদাত হোসেন। ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৭ রানে ৬ উইকেট নিয়েছিলেন তিনি।

১১ ওভারে ১ মেডেনসহ ৪৪ রানে গুরুত্বপূর্ণ ৪ উইকেট নেওয়া আরেক পেসার নাহিদ রানারও ক্যারিয়ার সেরা বোলিং এটি।

শেষ দিকে লড়াইটা শুরু হয় নাহিদ ও হাসানের মধ্যে, কে ক্যারিয়ারে প্রথম ৫ উইকেট পাবেন। সেই লড়াইয়ে জিতে যান হাসানই।

অন্য উইকেটটি নিয়েছেন তাসকিন আহমেদ। তার মানে প্রতিপক্ষের সবকটি উইকেটই নিয়েছেন পেসাররা। বাংলাদেশের ইতিহাসে যা এই প্রথম। এর আগে ৪ ইনিংসে ৯টি করে উইকেট নেওয়ার কৃতিত্ব দেখিয়েছেন পেসাররা।

৮১ রানে ষষ্ঠ উইকেট হারানোর পর পাকিস্তানকে এমন লড়াকু সংগ্রহ এনে দেওয়ার মূল কারিগর আঘা সালমান। সপ্তম উইকেটে মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে ৫৫ রানের জুটির পর শেষ উইকেটে মির হামজাকে নিয়ে সালমান যোগ করেন মহামূল্যবার ২৭ রান।

দুই জুটিই ভেঙেছেন হাসান। আগের দিনের শেষ বিকেলের দুই উইকেটের সাথে এদিন তিনি আরও নেন ইনফর্ম ব্যাটার সাউদ শাকিলের মূল্যবার উইকেট।

৭৩ বলে ৪৩ রান করা রিজওয়ানকে কট বিহাইন্ড করেন হাসান। আর শেষ ব্যাটার হামজাকে স্লিপে বানান ক্যাচ।

৭১ বলে ৬টি চার ও ১ ছক্কায় সর্বোচ্চ ৪৭ রানে অপরাজিত থেকে যান সালমান।

২ উইকেটে ৯ রান দিন শুরু করা পাকিস্তান আজ বাকি আট উইকেটে যোগ করেছে ১৬৩ রান।

   

নাহিদের বোলিংয়ে কাঁপছে পাঁকিস্তান

সাইম আয়ুবকে ফিরিয়ে সুরটা বেধে দিয়েছিলেন তাসকিন আহমেদ। এরপর নিজের টানা তিন ওভারে তিনটি শিকার ধরলেন নাহিদ রানা। বাংলাদেশি তরুণ পেসারের এমন আগুনঝরো বোলিংয়ে ৮১ রানেই ৬ উইকেট হারিয়েছে পাকিস্তান।

রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনেও আধিপত্য ধরে রেখেছে বাংলাদেশ। এই রিপোর্ট লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের সংগ্রহ ২৬ ওভারে ৬ উইকেটে ১০৪ রান। তাদের লিড ১১৬ রানের।

৩.৪ ওভারে ২ উইকেটে ৯ রান নিয়ে দিন শুরু করে পাকিস্তান। দলীয় ১৩ ও দিনের দশম ওভারে প্রথম সফলতা পায় বাংলাদেশ। অফ স্টাম্পের বাইরের ডেলিভারি ড্রাইভ করে কাভারে ফিল্ডারের হাতে ক্যাচ দেন সাইম আইয়ুব।

বাম দিকে ঝাঁপিয়ে দারুণ ক্যাচ নেন নাজমুল হোসেন শান্ত। ভাঙে চোখ রাঙাতে শুরু করা ৩৮ রানের জুটি। ৩ চারে ৩৫ বলে ২০ রান করেন সাইম।

তাসকিনের জায়গায় আক্রমণে এসে তৃতীয় বলেই শান মাসুদকে কট বিহাইন্ড করেন নাহিদ। ৩৪ বলে ২৮ রান করে ফেরেন পাকিস্তান অধিনায়ক।

নিজের পরের ওভারে বাবর আজমকে স্লিপে ক্যাচ বানান নাহিদ। ১ চারে ১৮ বলে ১১ রান করেন বাবর।

পরের বলে ফিরতে পারতেন নতুন ব্যাটার মোহাম্মদ রিজওয়ানও। কিন্তু বাবরের ক্যাচ নিতে পারলেও রিজওয়ানের সহজ ক্যাচ হাতছাড়া করেন সাদমান ইসলাম।

তবে নিজের পরের ওভারের শেষ বলে সাউদ শাকিলকে কট বিহাইন্ড করেন নাহিদ। ২১ ওভারে পাকিস্তানের স্কোর হয়ে যায় ৬ উইকেটে ৮১ রান।

এরপর সালমান আলি আঘাকে (৮ বলে ৪*) নিয়ে নতুন লড়াই শুরু করেন রিজওয়ান (৩৪ বলে ২৮*)।


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

ফের প্রিমিয়ার লীগে ম্যানচেস্টার সিটির গোল উৎসব
২৫ ম্যাচ পর বিপিএলের পয়েন্ট টেবিলে কে কোথায়?
এমবাপ্পের জোড়া গোলে জিতে শীর্ষে রিয়াল
ব্রাইটনের বিপক্ষেও বিপর্যস্ত ইউনাইটেড
এবার ওলমোর ইনজুরি দুঃসংবাদ বার্সার
আরও

আরও পড়ুন

ফুলপুরে তারুণ্যের উৎসব উদযাপনে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

ফুলপুরে তারুণ্যের উৎসব উদযাপনে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

গাজায় ইসরায়েলের অভিযান ‘অত্যন্ত সফল’ : বিদায় অনুষ্ঠানে বাইডেন

গাজায় ইসরায়েলের অভিযান ‘অত্যন্ত সফল’ : বিদায় অনুষ্ঠানে বাইডেন

শিবিরের কেন্দ্রীয় কমিটিতে পদ পেলেন যারা

শিবিরের কেন্দ্রীয় কমিটিতে পদ পেলেন যারা

চীনের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় জেডি ভ্যান্সের বৈঠক

চীনের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় জেডি ভ্যান্সের বৈঠক

চকরিয়ায় সেনা কর্মকর্তা লেঃ তানজিম হত্যায় ১৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র

চকরিয়ায় সেনা কর্মকর্তা লেঃ তানজিম হত্যায় ১৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র

তনির বিয়ে নিয়ে যা বললেন নেটিজেনরা

তনির বিয়ে নিয়ে যা বললেন নেটিজেনরা

ট্রাম্পের প্রতিশ্রুতিতে টিকটক সেবা আবার চালু

ট্রাম্পের প্রতিশ্রুতিতে টিকটক সেবা আবার চালু

বিশেষ ক্ষমতা আইন ও শহীদ সবুজ হত্যা মামলায় নকলায় দুই সাংবাদিক ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

বিশেষ ক্ষমতা আইন ও শহীদ সবুজ হত্যা মামলায় নকলায় দুই সাংবাদিক ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া জরুরি: আমান

যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া জরুরি: আমান

আজ শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প

আজ শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প

বিলুপ্তির পথে দেশের সিনেমা হল

বিলুপ্তির পথে দেশের সিনেমা হল

যেভাবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প

যেভাবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প

গাজায় স্বাস্থ্যব্যবস্থা পুনরুদ্ধার করা জটিল এবং চ্যালেঞ্জিং ,সতর্কবার্তা  বিশ্ব স্বাস্থ্য সংস্থার

গাজায় স্বাস্থ্যব্যবস্থা পুনরুদ্ধার করা জটিল এবং চ্যালেঞ্জিং ,সতর্কবার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

পঞ্চগড় হাসপাতালে বেড়েছে শীতজনিত রোগী

পঞ্চগড় হাসপাতালে বেড়েছে শীতজনিত রোগী

মেডিকেলের ফল পুনঃপ্রকাশের দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

মেডিকেলের ফল পুনঃপ্রকাশের দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

প্রথম দিনেই একগুচ্ছ নির্বাহী আদেশের প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প

প্রথম দিনেই একগুচ্ছ নির্বাহী আদেশের প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প

ড. ইউনূস সরকারের সমালোচনা করা রিপোর্ট প্রত্যাহার ব্রিটিশ এমপিদের

ড. ইউনূস সরকারের সমালোচনা করা রিপোর্ট প্রত্যাহার ব্রিটিশ এমপিদের

প্যারিসে জুলাই জার্নাল অব ডিক্টেটরশিপ প্রদর্শনী, যা সবার আয়োজন করা উচিত

প্যারিসে জুলাই জার্নাল অব ডিক্টেটরশিপ প্রদর্শনী, যা সবার আয়োজন করা উচিত

বিরতির প্রথম দিন :  গাজায় ঢুকলো সাড়ে ৫ শতাধিক ত্রাণবাহী  ট্রাক

বিরতির প্রথম দিন : গাজায় ঢুকলো সাড়ে ৫ শতাধিক ত্রাণবাহী ট্রাক

ব্রাহ্মণপাড়ায় অগ্নিদগ্ধে গৃহবধূর মৃত্যু

ব্রাহ্মণপাড়ায় অগ্নিদগ্ধে গৃহবধূর মৃত্যু