ইতিহাসের স্বপ্নে বিভোর বাংলাদেশ
০৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৬ এএম | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৬ এএম
বৃষ্টির শঙ্কা ছিল আগেই। দুপুর সাড়ে তিনটাতেই রাওয়ালপিন্ডিতে নেমে এলো প্রায় সন্ধ্যা। ঘন কালো মেঘে ছেয়ে গেল আকাশ। পাকিস্তানের পারফরম্যান্সের মতো প্রকৃতিও ডুবে গেল আঁধারে। তাতে এ দিনের মতো খেলা বন্ধ হলো বটে, তবে বাংলাদেশের সম্ভাবনার আকাশ ঠিকই আলো ঝলমলে। স্মরণীয় এক সিরিজ জয়ের দুয়ারে নাজমুল হোসেন শান্তর দল। জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ১৪৩ রান। অক্ষত আছে সবকটি উইকেট। তাতে প্রথমবারের মতো কোনো প‚র্ণ শক্তির দলের বিপক্ষে দেশের বাইরে টেস্ট সিরিজ জয়ের হাতছানি পাচ্ছে বাংলাদেশ। বিদেশের মাটিতে বাংলাদেশে একমাত্র সিরিজ জয়টি ছিল ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। তবে বোর্ডের সঙ্গে ক্রিকেটারদের বনিবনা না হওয়ায় সেবার খেলেছিল দ্বিতীয় সারির ক্যারিবিয়ান দল।
রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে গতকাল সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের চতুর্থ দিন শেষ ইনিংসে ১৮৫ রানের লক্ষ্যে বাংলাদেশ শুরুটা করে দারুণ। নতুন বলে পাকিস্তানি পেসারদের হুমকিটুকু যেন তুড়ি মেরে উড়িয়ে দেন জাকির হাসান। তার আগ্রাসী ব্যাটিংয়ে রান উঠতে থাকে তরতরিয়ে। কিন্তু বাধ সাধে প্রকৃতি। ৭ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৪২ রান রান করার পর আলোকস্বল্পতায় বন্ধ হয় খেলা। পরে বৃষ্টি নেমে শেষ করে দেয় দিনের খেলা। ২৩ বলে ৩১ রান করেন ওপেনার জাকির। তাতেই মেরেছেন দুটি করে চার ও ছক্কা। তার সঙ্গী সাদমান ইসলাম ১৯ বলে ৯ রানে অপরাজিত।
কোনো উইকেট না হারিয়ে ৩৭ রান তুলে চা বিরতিতে যাওয়ার আগে বাংলাদেশের পেসাররা দেখান দাপট। প্রথম সেশনের পর দ্বিতীয় সেশনেও তাদের নৈপুণ্যে সিরিজ জয়ের জোরালো সম্ভাবনা জেগেছে টাইগারদের। পাকিস্তানকে দ্বিতীয় ইনিংসে ১৭২ রান অলআউট করতে ১০ উইকেটের সবগুলোই নেন তিন পেসার মিলেমিশে। টেস্টে প্রথমবার কোনো ইনিংসে প্রতিপক্ষের ১০ উইকেটের সবগুলো পান বাংলাদেশের গতিময় বোলাররা। ৪৩ রানে ৫ উইকেট নেন লাইন ও লেংথে নিখুঁত থাকা হাসান মাহমুদ। গতির ঝড় তোলা নাহিদ রানার শিকার ৪৪ রানে ৪ উইকেট। এই দুই তরুণ ছাড়া অভিজ্ঞ তাসকিন আহমেদ ১ উইকেট নিতে খরচ করেন ৪০ রান। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৭১ বলে ৪৭ রানে অপরাজিত থাকেন আগা সালমান। মোহাম্মদ রিজওয়ান করেন ৭৩ বলে ৪৩ রান। সপ্তম উইকেটে তারা যোগ করেন ৫৫ রান। শেষ উইকেট জুটিতে মীর হামজার সঙ্গে গুরুত্বপ‚র্ণ ২৭ রানও যোগ করেন সালমান।
বৃষ্টির প‚র্বাভাস আছে কিছুটা শেষ দিনেও। তবে শঙ্কাটা পাকিস্তানেরই বেশি। সিরিজ বাঁচাতে হলে যে জিততেই হবে তাদের! আজ খেলা না হলে বা ড্র হলেও সিরিজ জিতবে বাংলাদেশ। তবে অসাধারণ এক জয়ের এত কাছাকাছি এসে জিততে না পারাটা হবে হতাশারই। পাকিস্তানের মতো দলকে হোয়াইটওয়াশ করার সুযোগ তো সবসময় আসে না! দেশের বাইরে এক সিরিজে দুটি টেস্ট জয়, দেশের বাইরে সিরিজ জয়ের কৃতিত্ব বাংলাদেশের টেস্ট ইতিহাসে আছে একটিই। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে জয় এসেছিল ২-০ ব্যবধানে। তবে সেবার চুক্তি সংক্রান্ত ঝামেলায় শীর্ষ ক্যারিবিয়ান ক্রিকেটারদের কেউ খেলেননি, দ্বিতীয় সারির দল নিয়ে খেলেছিল তারা। বিদেশে প‚র্ণ শক্তির দলের বিপক্ষে প্রথম সিরিজ জয় হবে এটিই। প্রথম টেস্টে ১০ উইকেটের ঐতিহাসিক জয়ের পর দ্বিতীয় টেস্টেও জয়ের সম্ভাবনা জাগিয়ে তোলা বাংলাদেশ এখন পাকিস্তানকে ধবলধোলাইয়ের স্বপ্নে বিভোর।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
শিবিরের কেন্দ্রীয় কমিটিতে পদ পেলেন যারা
চীনের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় জেডি ভ্যান্সের বৈঠক
চকরিয়ায় সেনা কর্মকর্তা লেঃ তানজিম হত্যায় ১৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র
তনির বিয়ে নিয়ে যা বললেন নেটিজেনরা
ট্রাম্পের প্রতিশ্রুতিতে টিকটক সেবা আবার চালু
বিশেষ ক্ষমতা আইন ও শহীদ সবুজ হত্যা মামলায় নকলায় দুই সাংবাদিক ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া জরুরি: আমান
আজ শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প
বিলুপ্তির পথে দেশের সিনেমা হল
যেভাবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প
গাজায় স্বাস্থ্যব্যবস্থা পুনরুদ্ধার করা জটিল এবং চ্যালেঞ্জিং ,সতর্কবার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার
পঞ্চগড় হাসপাতালে বেড়েছে শীতজনিত রোগী
মেডিকেলের ফল পুনঃপ্রকাশের দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
প্রথম দিনেই একগুচ্ছ নির্বাহী আদেশের প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প
ড. ইউনূস সরকারের সমালোচনা করা রিপোর্ট প্রত্যাহার ব্রিটিশ এমপিদের
প্যারিসে জুলাই জার্নাল অব ডিক্টেটরশিপ প্রদর্শনী, যা সবার আয়োজন করা উচিত
বিরতির প্রথম দিন : গাজায় ঢুকলো সাড়ে ৫ শতাধিক ত্রাণবাহী ট্রাক
ব্রাহ্মণপাড়ায় অগ্নিদগ্ধে গৃহবধূর মৃত্যু
আল-কাসসাম মুখপাত্র গাজা যুদ্ধবিরতি চুক্তি রক্ষার প্রতিশ্রুতি দিলেন
ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’ নিঃশ্বাসে ঢুকছে বিষ