নতুন বাংলাদেশের জন্য কিছু করতে পারার তৃপ্তি শান্তর
০৪ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৫ এএম
‘পাকিস্তান ক্রিকেট দলকে তাদের মাটিতেই টেস্টে হোয়াইটওয়াশ করার অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারব না’- ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে দাঁড়িয়ে এমন কথাই বলেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। গতকাল রাওয়ালপিন্ডিতে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতে ইতিহাস গড়ে টাইগাররা। এর আগে গত ২১ থেকে ২৫ আগস্ট পর্যন্ত একই মাঠে সিরিজের প্রথম ম্যাচে ১০ উইকেটে জিতে পাকিস্তানের বিপক্ষে প্রথমবার টেস্ট জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ দল।
২০০০ সালে টেস্ট মর্যাদা পাওয়ার পর থেকে সাদা পোশাকে বরাবরই বিবর্ণ ছিল বাংলাদেশ। তবে অধিনায়ক হিসেবে দায়িত্বগ্রহণের পর প্রথম টেস্টেই ঘরের মাঠে নিউজিল্যান্ডকে হারিয়ে শুরু করেছিলেন নাজমুল হোসেন শান্ত। এবার পাকিস্তানের মাটিতে বাংলাদেশ ক্রিকেটের স্মরণীয় দিনটাও এলো তার নেতৃত্বেই। রাওয়ালপিন্ডিতে ঐতিহাসিক সিরিজ জয়ের পর পুররস্কার বিতরণী মঞ্চে দাঁড়িয়ে শান্ত বলেন,‘এই জয়ের মানেটা বিশাল। এর অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারব না। আমি সত্যিই খুশি। আমরা এখানে জয়ের খোঁজে ছিলাম এবং যেভাবে সবাই নিজেদের কাজ করল তাতে আমি খুবই খুশি।’
সিরিজ শুরুর আগে এমন অর্জন কল্পনা করাও ছিল দুষ্কর। প্রথমত, ঘরের মাঠে সবশেষ টেস্ট সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে হার। তার ওপর পাকিস্তানের মাঠে কোনো সংস্করণেই ছিল না কোনো সুখস্মৃতি। সব মিলিয়ে পাকিস্তানের বিপক্ষে ১৩ টেস্টের ১২টিতে হার, অন্যটি ড্র। তবু নিজেদের প্রস্তুতিতে আস্থা রেখে প্রথম টেস্টের আগে সংবাদ সম্মেলনে দৃঢ় কণ্ঠে শান্ত বলেন, ‘রেকর্ড তো বদলাতেই পারে’।
টেস্ট সিরিজ খেলতে যখন দেশ ছাড়েন শান্তরা, তখনও কাটেনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রেশ। শেখ হাসিনা সরকারের পতনের পর দায়িত্ব নেয় অন্তর্বর্তীকালীন সরকার। দেশের অবস্থা স্বাভাবিক হওয়ার আগেই অন্তত ১২টি জেলায় আঘাত হানে ভয়াবহ বন্যা। পরপর দুটি ঘটনায় বাড়তে থাকে মানুষের দুর্ভোগ, ভোগান্তি পৌঁছে যায় চরমে। দেশের এই সংকটময় পরিস্থিতির মাঝে পাকিস্তানে বিজয় নিশান ওড়ালেন শান্ত, মিরাজ, লিটনরা। সিরিজের দুই টেস্টই জিতে পাকিস্তানকে তাদেরই মাটিতে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ দল।
যে কোনো বিচারে এই সাফল্য অনেক বড়, খুবই স্পেশাল। সিরিজ শেষে আনন্দের মাঝেও দেশের কথা ভোলেননি শান্ত। এই অর্জনে কঠিন সময়ের মধ্যে থাকা দেশের ক্রিকেট-পাগল জনগণের মুখে হাসি ফুটবে মনে করেন বাংলাদেশ অধিনায়ক, ‘আমি সেদিনও (সিরিজ শুরুর আগে) বলেছিলাম কথাটা (পাকিস্তানের বিপক্ষে আগের রেকর্ড ভাঙা)। আমার মনে হয়, এই জয়টা দেশের মানুষের জন্য অনেক আনন্দ বয়ে আনবে। কারণ যেভাবে গত কিছু দিন ধরে বন্যা বলেন, আন্দোলনটা বলেন... অনেক মানুষের অনেক কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে। আমরা যেভাবে ম্যাচটা খেললাম, আমার মনে হয় যে, একটু হলেও তাদের মুখে হাসি ফুটবে। আমরা সবাই জানি, আমাদের দেশের মানুষ ক্রিকেটের জন্য কতটা পাগল। আমরা ম্যাচ হারলেও সবাই যেভাবে আমাদের সমর্থন করে। তাই আমাদের ওটাই চেষ্টা ছিল, কীভাবে দেশের মানুষকে আমরা কিছু দিতে পারি। আমার মনে হয়, আমরা ভালো কিছু করতে পেরেছি।’
রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট জিতে পাকিস্তানের বিপক্ষে ১২-০ থাকা পরিসংখ্যানে নিজেদের খাতাও খোলে শান্তর দল। একই মাঠে পরের ম্যাচটি জিতে পাকিস্তানের মাটিতে তাদেরকে টেস্টে হোয়াইটওয়াশ করা বিশ্বের দ্বিতীয় দল হয়ে যায় বাংলাদেশ। এছাড়া প্রথমবারের মতো দেশের বাইরে পূর্ণ শক্তির কোনো দলের বিপক্ষে সিরিজ জিতল তারা। পেসারদের প্রশংসা করে তিনি বলেন, ‘সিরিজে আমাদের পেসারদের বোলিং নীতি খুবই অসাধারণ ছিল, যে কারণেই আমরা এই ফল পেয়েছি। সবাই নিজেদের প্রতি সৎ থেকেছে এবং তারা জিততে চেয়েছে। আমি আশা করি, এটা বজায় থাকবে। সাদমান প্রথম টেস্টে যেভাবে ব্যাটিং করেছে তা দুর্দান্ত। এমনকি জাকিরও ইতিবাচকতা নিয়ে ব্যাট করেছে এবং আমাদের মোমেন্টাম এনে দিয়েছে।’ শান্ত যোগ করেন,‘এই জয়ে সবাই অবদান রেখেছে, বিশেষ করে একাদশে না থাকা সেই চার খেলোয়াড় যারা সুযোগ পায়নি। ফিল্ডিংয়ে দলকে খুবই দারুণ সহায়তা করেছে তারা। আশা করি, এই সংস্কৃতিটা বজায় থাকবে।’
দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ২৬ রানে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশ দল যখন খাদের কিনারে, সেখান থেকে দেড়শোর্ধ্ব রানের জুটি গড়েন মেহেদী হাসান মিরাজ ও লিটন কুমার দাস। মিরাজ তিন অঙ্ক স্পর্শ করতে না পারলেও সেঞ্চুরি হাঁকান লিটন। তার অবিশ্বাস্য ইনিংসে ভর করেই লড়াইয়ে ফেরে বাংলাদেশ। তাই তো পুরস্কার বিতরণী মঞ্চে লিটন বলেন, ‘কেবল নিজের ওপর বিশ্বাস রেখেছিলাম। বাংলাদেশ দলের জন্য এই জয় বড় অর্জন এবং দলের অংশ হয়ে আমি সত্যিই খুশি। জুটির কৃতিত্ব মিরাজকে দিতে হবে। আঘাত পাওয়ার পর শুরুতে আমি রান করতে পারছিলাম না, সে আমাকে বলল কিছু বাউন্ডারি আদায় করে তাদের মোমেন্টাম সরিয়ে নেই এবং লাঞ্চ বিরতির পর তা আরও সহজ হয়ে যাবে। এটা দলীয় খেলা। এখানে ভালোভাবে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং করা দরকার। প্রথম ইনিংসের প্রথমার্ধ বাদে সবাই ভালো খেলেছে ম্যাচে।’
বাংলাদেশ অধিনায়কের চোখ পরবর্তী টেস্ট সিরিজে। সেই সঙ্গে সাকিব-মিরাজদেরও ক্রেডিট দিলেন তিনি,‘পরবর্তী সিরিজ খুবই গুরুত্বপূর্ণ এবং পাকিস্তানের বিপক্ষে জয় আমাদের প্রচুর আত্মবিশ্বাস জুগিয়েছে। মুশফিক ও সাকিবের প্রচুর অভিজ্ঞতা আছে এবং সেটা ভারত সিরিজে গুরুত্বপূর্ণ। এমন কন্ডিশনে মিরাজ যেভাবে বল করে ৫ উইকেট নিল তা খুবই অসাধারণ। আশা করি ভারতের বিপক্ষেও সে একই কাজ করবে।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
শহীদ আসাদ মুক্তিকামী মানুষের মধ্যে স্মরণীয় হয়ে থাকবেন : প্রধান উপদেষ্টা
ফুলপুরে তারুণ্যের উৎসব উদযাপনে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
গাজায় ইসরায়েলের অভিযান ‘অত্যন্ত সফল’ : বিদায় অনুষ্ঠানে বাইডেন
শিবিরের কেন্দ্রীয় কমিটিতে পদ পেলেন যারা
চীনের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় জেডি ভ্যান্সের বৈঠক
চকরিয়ায় সেনা কর্মকর্তা লেঃ তানজিম হত্যায় ১৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র
তনির বিয়ে নিয়ে যা বললেন নেটিজেনরা
ট্রাম্পের প্রতিশ্রুতিতে টিকটক সেবা আবার চালু
বিশেষ ক্ষমতা আইন ও শহীদ সবুজ হত্যা মামলায় নকলায় দুই সাংবাদিক ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া জরুরি: আমান
আজ শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প
বিলুপ্তির পথে দেশের সিনেমা হল
যেভাবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প
গাজায় স্বাস্থ্যব্যবস্থা পুনরুদ্ধার করা জটিল এবং চ্যালেঞ্জিং ,সতর্কবার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার
পঞ্চগড় হাসপাতালে বেড়েছে শীতজনিত রোগী
মেডিকেলের ফল পুনঃপ্রকাশের দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
প্রথম দিনেই একগুচ্ছ নির্বাহী আদেশের প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প
ড. ইউনূস সরকারের সমালোচনা করা রিপোর্ট প্রত্যাহার ব্রিটিশ এমপিদের
প্যারিসে জুলাই জার্নাল অব ডিক্টেটরশিপ প্রদর্শনী, যা সবার আয়োজন করা উচিত
বিরতির প্রথম দিন : গাজায় ঢুকলো সাড়ে ৫ শতাধিক ত্রাণবাহী ট্রাক