বাটলার নেই, অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের নেতৃত্বে সল্ট
০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪০ পিএম | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪০ পিএম
চোট থেকে এখনও পুরোপুরি সেরে ওঠেননি জস বাটলার। নিয়মিত অধিনায়ককে ছাড়াই তাই অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড। তার অনুপস্তিতিতে দলকে নেতৃত্ব দিবেন ফিল সল্ট।
ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য বৃহস্পতিবার দল ঘোষণা করে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। দুই সংস্করণের দলেই আছেন আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় থাকা বেশ কয়েকজন।
গত জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমি-ফাইনালে ভারতের বিপক্ষে হারের পর থেকেই মাঠের বাইরে অোছন বাটলার। পরের মাসেই দা হান্ড্রেডের জন্য প্রস্তুতির সময় পায়ের পেশিতে চোট পান। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডের দলে থাকলেও শুরুর দিকে তার খেলা নিয়ে আছে অনিশ্চয়তা। তখন ইংলিশদের নেতৃত্ব দিতে পারেন হ্যারি ব্রুক।
আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় থাকা কিপার-ব্যাটসম্যান জর্ডান কক্সকে ওয়ানডে দলে কাভার হিসেবে রাখা হয়েছে। এখন আছেন টেস্টে দলের সঙ্গে। আর টি-টোয়েন্টি দলে একই ভাবনায় রাখা রয়েছে অভিষেকের অপেক্ষায় থাকা জেমি ওভারটনকে।
তাদের মতোই দলে নতুন এসেছেন বাঁহাতি ব্যাটসম্যান জ্যাকব বেথেল ও পেসার জন টার্নার ডাক। দুজনেই ডাক পেয়েছেন দুই সংস্করণেই। ২০ বছর বয়সী বেথেল ১৬টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলে রান করেছেন ২৪.২১ গড়ে ৩৩৯। আর ৪৪ টি-টোয়েন্টিতে ১৩৮.১৮ স্ট্রাইক রেটে ৭৩১। টার্নারের লিস্ট ‘এ’ তে উইকেট ১৭ ম্যাচে ৩৫টি এবং টি-টোয়েন্টিতে ২৭ ম্যাচে ৪২টি।
দুই সংস্করণেই দলে আছেন হালও। শ্রীলঙ্কার বিপক্ষে ওভাল টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হচ্ছে ৬ ফুট ৭ ইঞ্চি উচ্চতার এই পেসারের।
টি-টোয়েন্টিতে প্রথমবার ডাক পেয়েছেন ২৩ বছর বয়সী অলরাউন্ডার ড্যান মোসলি। এই সংস্করণে ৬২ ম্যাচে ১৩০.৫৪ স্ট্রাইক রেটে এক হাজার ১২৪ রান আছে তার। অফ স্পিনে নিয়েছেন ৪৮ উইকেট।
২০২৩ সালের মার্চের পর আবারও ওয়ানডে খেলার হাতছানি জফ্রা আর্চারের সামনে।
টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে দুই পুরোনো ‘শত্রু’র লড়াই। ম্যাচ তিনটি হবে আগামী ১১, ১৩ ও ১৫ সেপ্টেম্বর। পাঁচ ওয়ানডে হবে ১৯, ২১, ২৪, ২৭ ও ২৯ সেপ্টেম্বর।
ইংল্যান্ড টি-টোয়েন্টি দল: ফিল সল্ট (অধিনায়ক), জফ্রা আর্চার, জ্যাকব বেথেল, ব্রাইডন কার্স, জর্ডান কক্স, স্যাম কারান, জশ হাল, উইল জ্যাকস, লিয়াম লিভিংস্টোন, সাকিব মাহমুদ, ড্যান মোসলি, জেমি ওভারটন, আদিল রাশিদ, রিস টপলি, জন টার্নার।
ইংল্যান্ড ওয়ানডে দল: জস বাটলার (অধিনায়ক), জফ্রা আর্চার, গাস অ্যাটকিনসন, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, জর্ডান কক্স, বেন ডাকেট, জশ হাল, উইল জ্যাকস, ম্যাথু পটস, আদিল রাশিদ, ফিল সল্ট, জেমি স্মিথ, রিস টপলি, জন টার্নার।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বগুড়া সেনানিবাসে সাঁজোয়া কোরের ৪৪তম বাৎসরিক অধিনায়ক সম্মেলনে যোগ দিলেন সেনা প্রধান
গাজীপুরে এ্যাপারেলস্ কারখানায় বয়লার বিস্ফোরণে আহত ১২
ব্যবহারকারীদের আশ্বাস ট্রাম্পের, যুক্তরাষ্ট্রে ফের চালু টিকটক
পদ্মায় ধরা পড়লো ৪২ কেজির মহা বিপন্ন বাঘাইড় মাছ
আরও বিনা প্রতিদ্বন্দ্বিতায় রিয়ালের প্রেসিডেন্ট পেরেজ
সিলেটে প্রখ্যাত আলেম ইসহাক আল মাদানির ইন্তেকাল!
গাজার ধ্বংসস্তূপে নতুন স্বপ্ন বুনছেন যুদ্ধবিধ্বস্ত মানুষ
গাজা চুক্তিকে যেকারণে ‘হামাসের জয়’ বলছে ইসরায়েলি গণমাধ্যম
সত্যিকারের সুখী হওয়া অনেক কঠিনঃ মিশা
গাজায় ব্যাংক সেবা পুনরায় চালুর প্রস্তুতি শুরু ফিলিস্তিনি কর্তৃপক্ষের
বদলে যাচ্ছে পুলিশ, র্যাব ও আনসার সদস্যদের পোশাক
লক্ষ্মীপুরে ড্রামট্রাকের চাপায় প্রাণ গেল দুই অটোরিকশা যাত্রীর
মানিকগঞ্জে পদ্মায় বড়শিতে ধরা পরল ৯ কেজি ওজনের বোয়াল
রাজশাহী নার্সিং কলেজের ১৪ শিক্ষার্থী ফেল করে অধ্যক্ষের কক্ষে তালা দিলেন
মেলানিয়া ট্রাম্প বাজারে আনলেন নিজস্ব ক্রিপ্টোকারেন্সি
সাবেক এমপি মোস্তফা জালাল গ্রেপ্তার
শরীয়তপুর পৌরসভার বিএনপি কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
সাইফ ইস্যুতে মেজাজ হারালেন অভিনেতা জাকি শ্রফ
হাজীগঞ্জে কুমড়ার বাম্পার ফলন দাম না পেয়ে কৃষকরা হতাশ
ইবিতে 'কর্মচারীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও শৃঙ্খলা বিধানে করণীয়' শীর্ষক কর্মশালা