অধিনায়কত্ব হারাচ্ছেন বাবর, আলোচনায় রিজওয়ান
০৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:১১ এএম | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:১১ এএম
অধিনায়কত্ব বিষয়টিই যেন বাবর আজমের জন্য বিপাকের হয়ে দাঁড়িয়েছে। সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপের পর তিন সংস্করণের নেতৃত্ব থেকে বাধ্য হয়ে সরে দাঁড়িয়েছিলেন বাবর। এরপর আবার অনুরোধ করে সাদা বলের সংস্করণে পাকিস্তান অধিনায়কের দায়িত্ব দেওয়া হয় তাঁকে। কিন্তু এখন আবার তাঁকে অধিনায়কত্ব থেকে সরানোর গুঞ্জন শোনা যাচ্ছে। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, সাদা বলে বাবরের পরিবর্তে পাকিস্তানের নেতৃত্ব পেতে পারেন মোহাম্মদ রিজওয়ান।
অধিনায়ক হিসেবে বাবর কেমন, এ নিয়ে আলোচনা ওঠা মোটেই অমূলক নয়। তার অধীনে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ৯ ম্যাচের পাঁচটিতে হেরে লিগ পর্ব থেকেই দলটি বিদায় নেয় পাকিস্তান। এরপর চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখ থুবড়ে পড়ে তারা। যুক্তরাষ্ট্রের কাছে হেরে বাদ পড়ে প্রথম রাউন্ড থেকে। পাশাপাশি ব্যাট হাতে বাবর নিজেও আছেন বাজে ফর্মে। সম্প্রতি বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজে হেরেছে পাকিস্তান। ৪ ইনিংসেই ব্যাট হাতে ব্যর্থ হন বাবর। সর্বোচ্চ রানের ইনিংস ছিল ৩১। এরপর পাকিস্তানের জাতীয় টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স কাপের কোনো দলেও অধিনায়কত্বের দায়িত্ব বাবরকে দেওয়া হয়নি। ৫০ ওভারের এই টুর্নামেন্টে লায়নসের অধিনায়কত্ব করবেন শাহিন শাহ আফ্রিদি, উলভসের মোহাম্মদ রিজওয়ান, প্যান্থারসের শাদাব খান, ডলফিনসের সৌদ শাকিল ও স্ট্যালিয়নসের মোহাম্মদ হারিস। হারিসের অধীনে স্ট্যালিয়নসের হয়ে খেলবেন বাবর।
জিও নিউজ বোর্ডের এক সূত্রের বরাত দিয়ে দাবি করেছে, এই টুর্নামেন্টে বাবরের অধিনায়ক না থাকাই ইঙ্গিত করে জাতীয় দলের অধিনায়ক হিসেবে তিনি আর বেশি দিন নেই। সংবাদমাধ্যমটি জানিয়েছে, চলতি বছরের নভেম্বরে অস্ট্রেলিয়া সফরের আগে নতুন অধিনায়ক নিয়োগের সম্ভাবনা আছে। আর নতুন অধিনায়ক হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন রিজওয়ান।
বাংলাদেশের বিপক্ষে ধবলধোলাই হওয়ার পর চাপে আছেন টেস্ট অধিনায়ক শান মাসুদও। মাসুদের টেস্ট ক্যারিয়ারও খুব একটা ভালো নয়। টেস্টে তার ব্যাটিং গড় এখনো ৩০-এর নিচে—২৮.৫৩। তার অধিনায়কত্ব পাওয়া নিয়েও হয়েছে বিতর্ক। কারণ, দলের তার জায়গা নিয়েও কিছুটা প্রশ্ন ছিল। টানা ৫ টেস্টে হারের পর অধিনায়কত্ব চলেও যেতে পারে মাসুদের। জিও নিউজ জানিয়েছে, সবকিছু ঠিকঠাক থাকলে শুধু সাদা বল নয়, তিন সংস্করণেই পাকিস্তানের নেতৃত্ব দিতে পারেন মোহাম্মদ রিজওয়ান।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
‘জুলাই বিপ্লবের’ মাধ্যমে ভোটের অধিকার প্রতিষ্ঠার সুযোগ এসেছে : সিইসি
ছাগলনাইয়া উপজেলা ইটভাটা মালিক সমিতির কমিটি গঠন
বাগেরহাটে এ্যাথলেটিক প্রতিযোগীতা ও গ্রামীন খেলা অনুষ্ঠিত
গাজা পুনর্গঠনে কার হাতে থাকবে প্রশাসনিক দায়িত্ব ?
রামগড়ে ভ্রাম্যমাণ আদালতের ৫টি ইটভাটায় জরিমানা
এখনো দেশে সাড়ে ৩৩ হাজার অবৈধ বিদেশি: স্বরাষ্ট্র উপদেষ্টা
কম মূল্যে জমি বিক্রি না করায় দাউদকান্দিতে ছাত্রদলের নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ
মুক্ত তিন ইসরাইলি জিম্মিকে যে ‘উপহারের ব্যাগ’ দিলো হামাস
জেরায় অবশেষে দোষ স্বীকার সাইফের হামলাকারীর
ঈশ্বরগঞ্জে ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ বিষয়ক কর্মশালা
বনানীতে সড়কে সিএনজি চালকদের বিক্ষোভ, রাস্তা বন্ধ
বগুড়া সেনানিবাসে সাঁজোয়া কোরের ৪৪তম বাৎসরিক অধিনায়ক সম্মেলনে যোগ দিলেন সেনা প্রধান
গাজীপুরে এ্যাপারেলস্ কারখানায় বয়লার বিস্ফোরণে আহত ১২
ব্যবহারকারীদের আশ্বাস ট্রাম্পের, যুক্তরাষ্ট্রে ফের চালু টিকটক
পদ্মায় ধরা পড়লো ৪২ কেজির মহা বিপন্ন বাঘাইড় মাছ
আরও বিনা প্রতিদ্বন্দ্বিতায় রিয়ালের প্রেসিডেন্ট পেরেজ
সিলেটে প্রখ্যাত আলেম ইসহাক আল মাদানির ইন্তেকাল!
গাজার ধ্বংসস্তূপে নতুন স্বপ্ন বুনছেন যুদ্ধবিধ্বস্ত মানুষ
গাজা চুক্তিকে যেকারণে ‘হামাসের জয়’ বলছে ইসরায়েলি গণমাধ্যম
সত্যিকারের সুখী হওয়া অনেক কঠিনঃ মিশা