এবার বিসিবির দুর্নীতির তদন্ত দাবি সাবেকদের
০৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:১১ এএম | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:১১ এএম
গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যূত্থানে ক্ষমতা ছেড়ে দেশ ত্যাগে বাধ্য হন শেখ হাসিনা। দীর্ঘ ১৬ বছরেরও বেশি সময় তার নেতৃত্বে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের কালো থাবায় দেশের প্রতিটি খাতের মতো পর্যুদস্ত ক্রীড়াঙ্গনও। প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন বাংলাদেশে চলছে সংস্কারের কাজ। সেই ধারাবাহিতকতায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও (বিসিবি) এসেছে পরিবর্তন। নাজমুল হাসান পাপন গা ঢাকা দেয়ার পর প্রথম ক্রিকেটার হিসেবে নতুন বোর্ড প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। আওয়ামী লীগের মনোনীত পরিচালকরাও পদত্যগ করে ছেড়েছেন বিসিবির আঙ্গিনাও।
এর পর থেকেই ক্রিকেটে বিভিন্ন সময়ে চলা দুর্নীতির তদন্তের দাবিটা উঠছিল জোরেশোরে। সেই আলোচনা বুঝি এবার পেতে যাচ্ছে হালে পানি। গতকাল বিসিবির সাবেক কয়েকজন পরিচালকদের সঙ্গে বৈঠক করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। ২০০১ থেকে ২০০৫ সালের মধ্যে বিভিন্ন সময় বোর্ডে দায়িত্ব পালন করেছেন, এমন পরিচালকদের একটি প্রতিনিধিদলের সঙ্গে এদিন দুপুরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে এ সভা হয়েছে। বিসিবিপ্রধানের সঙ্গে তখন ছিলেন বিসিবির পরিচালক নাজমূল আবেদীন ফাহিম। বৈঠকে ছিলেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীও।
সাবেক পরিচালকদের বাংলাদেশের ক্রিকেট নিয়ে নিজের ভাবনা ও পরিকল্পনার কথা জানিয়েছেন ফারুক আহমেদ। বোর্ড সভাপতিকেও সাবেকেরা জানিয়েছেন তাঁদের মতামত। বিসিবির সাবেক সহসভাপতি শাহ নুরুল কবির শাহীনের নেতৃত্বে বৈঠকে সাবেক পরিচালক কাজী মহিউদ্দিন বুলবুল, রফিকুল ইসলাম, আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান, শফিকুল ইসলাম, শহিদুজ্জামান শহীদ, কাইয়ুম চৌধুরী, মো. জাহিদ হোসেন, আসাদুজ্জামান ও ক্রীড়া উন্নয়ন পরিষদের সদস্য আবদুল মজিদ উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সংবাদমাধ্যমকে শাহ নুরুল কবির শাহীন বলেন, ‘আমরা ক্রিকেট খেলেছি, ক্রিকেট সংগঠক ছিলাম, এখনো আছি। সুতরাং ক্রিকেটের মায়া আমরা ত্যাগ করতে পারব না। আমরা বিসিবিপ্রধানকে সব ধরনের সহযোগিতা করার কথা জানিয়ে গেলাম।’ মহিউদ্দিন বুলবুল বলেন, ‘একটা সময় আমাদের ক্রিকেট বোর্ড থেকে চলে যেতে হয়েছিল। কিন্তু যেহেতু আমরা সংগঠক, সে জন্যই ক্রীড়া উন্নয়ন পরিষদের পক্ষ থেকে এ বোর্ডকে সমর্থন জানাতে এসেছি। ভবিষ্যতে খেলার উন্নয়নে আমাদের সমর্থন থাকবে।’
আরেক সাবেক পরিচালক কাইয়ুম চৌধুরী ক্রিকেট বোর্ডের গত ১৭ বছরের দুর্নীতির সুষ্ঠু তদন্তের দাবি করে বলেছেন, ‘ক্রিকেট বোর্ডে ব্যাপক দুর্নীতি হয়েছে ১৭ বছরে। আমরা নির্বাচিত একটা বোর্ড ছিলাম, আমাদের জোরপূর্বক পদত্যাগ করানো হয়েছিল। এরপর যাঁরাই দায়িত্বে ছিলেন, ব্যাপক দুর্নীতি হয়েছে। আমরা বর্তমান সভাপতির কাছে বলে এসেছি, বোর্ডের দুর্নীতির একটা পত্র প্রকাশের জন্য। কীভাবে এত দুর্নীতি হলো, তার সুষ্ঠু তদন্ত চাই।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ছাগলনাইয়া উপজেলা ইটভাটা মালিক সমিতির কমিটি গঠন
বাগেরহাটে এ্যাথলেটিক প্রতিযোগীতা ও গ্রামীন খেলা অনুষ্ঠিত
গাজা পুনর্গঠনে কার হাতে থাকবে প্রশাসনিক দায়িত্ব ?
রামগড়ে ভ্রাম্যমাণ আদালতের ৫টি ইটভাটায় জরিমানা
এখনো দেশে সাড়ে ৩৩ হাজার অবৈধ বিদেশি: স্বরাষ্ট্র উপদেষ্টা
কম মূল্যে জমি বিক্রি না করায় দাউদকান্দিতে ছাত্রদলের নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ
মুক্ত তিন ইসরাইলি জিম্মিকে যে ‘উপহারের ব্যাগ’ দিলো হামাস
জেরায় অবশেষে দোষ স্বীকার সাইফের হামলাকারীর
ঈশ্বরগঞ্জে ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ বিষয়ক কর্মশালা
বনানীতে সড়কে সিএনজি চালকদের বিক্ষোভ, রাস্তা বন্ধ
বগুড়া সেনানিবাসে সাঁজোয়া কোরের ৪৪তম বাৎসরিক অধিনায়ক সম্মেলনে যোগ দিলেন সেনা প্রধান
গাজীপুরে এ্যাপারেলস্ কারখানায় বয়লার বিস্ফোরণে আহত ১২
ব্যবহারকারীদের আশ্বাস ট্রাম্পের, যুক্তরাষ্ট্রে ফের চালু টিকটক
পদ্মায় ধরা পড়লো ৪২ কেজির মহা বিপন্ন বাঘাইড় মাছ
আরও বিনা প্রতিদ্বন্দ্বিতায় রিয়ালের প্রেসিডেন্ট পেরেজ
সিলেটে প্রখ্যাত আলেম ইসহাক আল মাদানির ইন্তেকাল!
গাজার ধ্বংসস্তূপে নতুন স্বপ্ন বুনছেন যুদ্ধবিধ্বস্ত মানুষ
গাজা চুক্তিকে যেকারণে ‘হামাসের জয়’ বলছে ইসরায়েলি গণমাধ্যম
সত্যিকারের সুখী হওয়া অনেক কঠিনঃ মিশা
গাজায় ব্যাংক সেবা পুনরায় চালুর প্রস্তুতি শুরু ফিলিস্তিনি কর্তৃপক্ষের