‘সময় এখন পরের প্রজন্মের’
০৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৮ এএম | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৮ এএম
ইংল্যান্ড দলে পালাবদলের হাওয়া অনুভব করছিলেন মঈন আলী। দলের পক্ষ থেকে তা বুঝিয়েও দেওয়া হয়েছে তাকে। এই মাসেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের ইংল্যান্ড দলে জায়গা হয়নি এই অলরাউন্ডারের। সময়ের ডাকে তাই শেষ পর্যন্ত সাড়া দিলেন ৩৭ বছর বয়সী অলরাউন্ডার। ইংল্যান্ডের হয়ে দুটি বিশ্বকাপ জয়ের স্বাদ পাওয়া ক্রিকেটার অবসর নিলেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। গতকাল ডেইলি মেইলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়ে দিলেন, ভবিষ্যতের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, ‘ইংল্যান্ডের হয়ে অনেক ক্রিকেট খেলেছি আমি। সময় এখন পরের প্রজন্মের, আমাকে তা ব্যাখ্যা করে বুঝিয়েও দেওয়া হয়েছে। আমার মনে হয়েছে, সময়টা উপযুক্তই। আমার কাজ আমি করে ফেলেছি। আমি খুবই গর্বিত। ইংল্যান্ডের হয়ে প্রথম খেলার সময় কেউ জানে না, কতগুলি ম্যাচ খেলতে পারবে। সেখান থেকে তিনশর মতো ম্যাচ খেলতে পারা দারুণ।’
২০১৪ সালে ইংল্যান্ডের হয়ে সাদা বলে অভিষেক মঈনের। ১৩৮টি ওয়ানডে ও ৯২টি টি-টোয়েন্টি ম্যাচ তিনি খেলেছেন ইংল্যান্ডের হয়ে। ওই বছরই শ্রীলঙ্কার বিপক্ষে লর্ডসে তার টেস্ট অভিষেক। এরপর সব মিলিয়ে ইংল্যান্ডের হয়ে ৬৮ টেস্ট খেলেছেন। তিন সংস্করণ মিলিয়ে করেছেন ৬ হাজার ৬৭৮ রান। সব মিলিয়ে ৮ সেঞ্চুরি আর ২৮ ফিফটি আছে তার। সব সংস্করণ মিলিয়ে অফ স্পিনে নিয়েছেন ৩৬৬ উইকেট।
একসময় ইংল্যান্ডের টেস্ট দলের অপরিহার্য সদস্য হয়ে উঠেছিলেন তিনি। তবে গত কয়েক বছরে হয়ে উঠেছিলেন মূলত সীমিত ওভারের ক্রিকেটের বিশেষজ্ঞ। ২০২১ সালে তিনি বিদায় জানান টেস্ট ক্রিকেটকে। পরে গত বছর অ্যাশেজের আগে বাঁহাতি স্পিনার জ্যাক লিচ চোটে পড়ায় দলের প্রয়োজনে টিম ম্যানেজমেন্টের অনুরোধে অবসর ভেঙে ফেরেন তিনি। অ্যাশেজের চারটি টেস্ট খেলে পারফর্মও করেন মোটামুটি। এরপর আবার টেস্ট থেকে অবসরে চলে যান। এবার সব সংস্করণেই পথচলা থামিয়ে দিলেন। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে সেমি-ফাইনালটিই তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ।
নিজেকে অবশ্য এখনই আন্তর্জাতিক ক্রিকেটে ব্রাত্য মনে করেন না তিনি। তবে বাস্তবতা অনুধাবন করতেও পারছেন, ‘এই সময়ে এসেও চেষ্টা করেছি বাস্তবতা বোঝার। আরেকটু অপেক্ষা করা ও ইংল্যান্ডের হয়ে আবার খেলার চেষ্টা করে যেতে পারি। তবে এটাও জানি, বাস্তবে তা সম্ভব নয়। অবসর নিচ্ছি মানেই এই নয় যে আমি যথেষ্ট ভালো নই। এখনও ইংল্যান্ডের হয়ে খেলতে পারি বলেই মনে করি। কিন্তু এটাও অনুভব করতে পারি যে, সবকিছু কীভাবে এগোচ্ছে। দল একটা নতুন একটা চক্রের দিকে যাচ্ছে। ব্যাপারটি তাই নিজের প্রতি বাস্তবিক থাকার।’
বিদায় বেলায় দলীয় ও ব্যক্তিগত দিক থেকে ক্যারিয়ারের স্মরণীয় অর্জন ও প্রাপ্তিগুলোয় পেছন ফিরে তাকিয়েছেন তিনি। পাশাপাশি এটিও বলেছেন, পরিসংখ্যানের চেয়ে বেশি তৃপ্তি তার প্রভাব রাখতে পারায় ও বিনোদন দেওয়ায়, ‘অ্যাশেজ (২০১৫) ও দুটি বিশ্বকাপ জিততে পারা ছিল দারুণ। তবে ব্যক্তিগত জায়গা থেকে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হ্যাটট্রিক করে টেস্ট জয় স্মরণীয়। ইংল্যান্ডের হয়ে দ্রুততম টি-টোয়েন্টি ফিফটি (১৬ বলে) নিয়েও আমি গর্বিত। লোকে অনেক সময়ই ভুলে যায়, ম্যাচে কার কেমন প্রভাব থাকে। অনেক সময় হয়তো ২০-৩০ রান করেছি, কিন্তু সেটা গুরুত্বপূর্ণ ২০-৩০ ছিল। আমাদের কাছে খেলাটাই এমন, প্রভাব রাখতে পারা। মাঠের ভেতরে-বাইরে দলের জন্য কী বয়ে এনেছি, আমি তা জানি। আমি ভালো করি বা খারাপ, যতক্ষণ বুঝেছি যে লোকে আমার খেলা উপভোগ করেছে, সেটিই আমার কাছে ছিল খুশির উপলক্ষ। আশা করি লোকে আমাকে মুক্ত ও বাঁধনহীন হিসেবে মনে রাখবে। কিছু ভালো শট খেলেছি, কিছু বাজে। তবে আশা করি, লোকে আমার খেলা উপভোগ করেছে।’
আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট চালিয়ে যাবেন এই ক্রিকেটার। ইংল্যান্ডে টি-টোয়েন্টি ব্লাস্ট খেলে মঈন এখন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলার অপেক্ষায়। বর্তমানে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে খেলছেন তিনি। খেলা ছাড়ার পর কোচিংয়েও আগ্রহের কথা জানিয়ে রাখলেন এই অলরাউন্ডার, ‘আমি ফ্র্যাঞ্চাইজি খেলব, কারণ এখনো ক্রিকেটটা খেলতে ভালোবাসি। কিন্তু এরপর কোচিং করাতে চাইব। সেরা একজন হতে চাইব এই ভূমিকায়। আমি বাজের (ব্র্যান্ডন ম্যাককালাম) কাছ থেকে অনেক কিছু শিখতে পারি। আশা করি আমাকে মানুষ ভালো-মন্দ মিলিয়ে মনে রাখবে।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ছাগলনাইয়া উপজেলা ইটভাটা মালিক সমিতির কমিটি গঠন
বাগেরহাটে এ্যাথলেটিক প্রতিযোগীতা ও গ্রামীন খেলা অনুষ্ঠিত
গাজা পুনর্গঠনে কার হাতে থাকবে প্রশাসনিক দায়িত্ব ?
রামগড়ে ভ্রাম্যমাণ আদালতের ৫টি ইটভাটায় জরিমানা
এখনো দেশে সাড়ে ৩৩ হাজার অবৈধ বিদেশি: স্বরাষ্ট্র উপদেষ্টা
কম মূল্যে জমি বিক্রি না করায় দাউদকান্দিতে ছাত্রদলের নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ
মুক্ত তিন ইসরাইলি জিম্মিকে যে ‘উপহারের ব্যাগ’ দিলো হামাস
জেরায় অবশেষে দোষ স্বীকার সাইফের হামলাকারীর
ঈশ্বরগঞ্জে ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ বিষয়ক কর্মশালা
বনানীতে সড়কে সিএনজি চালকদের বিক্ষোভ, রাস্তা বন্ধ
বগুড়া সেনানিবাসে সাঁজোয়া কোরের ৪৪তম বাৎসরিক অধিনায়ক সম্মেলনে যোগ দিলেন সেনা প্রধান
গাজীপুরে এ্যাপারেলস্ কারখানায় বয়লার বিস্ফোরণে আহত ১২
ব্যবহারকারীদের আশ্বাস ট্রাম্পের, যুক্তরাষ্ট্রে ফের চালু টিকটক
পদ্মায় ধরা পড়লো ৪২ কেজির মহা বিপন্ন বাঘাইড় মাছ
আরও বিনা প্রতিদ্বন্দ্বিতায় রিয়ালের প্রেসিডেন্ট পেরেজ
সিলেটে প্রখ্যাত আলেম ইসহাক আল মাদানির ইন্তেকাল!
গাজার ধ্বংসস্তূপে নতুন স্বপ্ন বুনছেন যুদ্ধবিধ্বস্ত মানুষ
গাজা চুক্তিকে যেকারণে ‘হামাসের জয়’ বলছে ইসরায়েলি গণমাধ্যম
সত্যিকারের সুখী হওয়া অনেক কঠিনঃ মিশা
গাজায় ব্যাংক সেবা পুনরায় চালুর প্রস্তুতি শুরু ফিলিস্তিনি কর্তৃপক্ষের