ভারত সফরে নেই শরিফুল, নতুন মুখ জাকের
১২ সেপ্টেম্বর ২০২৪, ০২:০২ পিএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৪, ০২:২২ পিএম
বাংলাদেশ 'এ' দলের হয়ে ধারাবাহীকভাবে ভালো খেলার পুরস্কার পেলেন জাকের আলি। প্রথমবার টেস্ট দলে ডাক পেয়েছেন এই উইকেটকিপার-ব্যাটার। চোট থেকে সেরে উঠতে না পারায় ভারত সফরের বাংলাদেশ দলে নেই শরিফুল ইসলাম।
ভারত সফরের জন্য নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে বৃহস্পতিবার ১৬ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সবশেষ পাকিস্তান সফরে খেলা দলটিতে পরিবর্তন এই একটিই। শরিফুলকে বিশ্রাম দিয়ে নেওয়া হয়েছে জাকেরকে।
টেস্টে অভিষেকের অপেক্ষায় থাকা জাকের বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি খেলেছেন ১৭টি। ৪৯টি খেলেছেন প্রথম শ্রেণির ম্যাচ। সেখানে ৪ সেঞ্চুরিতে ৪১.৪৭ গড়ে রান ২৮৬২। ২০২২-২৩ মৌসুমে তিন সেঞ্চুরি ও চার ফিফটিতে ৭৮৮ রান করেন তিনি ৬৫.৬৬ গড়ে।
জাকের নির্বাচকদের বিশেষ নজর কেড়েছেন গত মাসে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ১৭২ রানের ইনিংস খেলে। সব মিলিয়ে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ৭টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে তার গড় ৫২.৮৭।
পাকিস্তান সফরে প্রথম টেস্টে দুই ইনিংস মিলিয়ে তিন উইকেট শিকার করা শরিফুল কুঁচকির চোটের কারণে খেলতে পারেননি দ্বিতীয় টেস্টে। দেশে ফিরে মিরপুরে কয়েক দিন করেছেন বোলিং অনুশীলন। তবে গত কয়েক মাসে তিন সংস্করণেই বাংলাদেশে ভরসা হয়ে ওঠা পেসারকে নিয়ে আপাতত কোনো ঝুঁকি নিতে চান না নির্বাচকেরা। সব ঠিক থাকলে ভারতে টি-টোয়েন্টি সিরিজে দেখা যাবে ২৩ বছর বয়সী বাঁহাতি পেসারকে।
পাকিস্তানকে তাদেরই মাঠে হোয়াইটওয়াশ করা দলে পরিবর্তন নেই আর। পাকিস্তান সফরে চোটের কারণে খেলতে না পারা টপ অর্ডার ব্যাটার মাহমুদুল হাসান জয় আছেন ভারত সফরেও।
ভারতের মাটিতে চেন্নাই ও কানপুরে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। এই দুটি ভেুন্যই সাধারণ স্পিন সহায়ক হিসেবে পরিচিত। এ কারনেই পেসারের পরিবর্তে একজন অতিরিক্ত ব্যাটার দলে নেবার তাগিদ অনুভব করেছেন বিসিবির নির্বাচক প্যানেল।
বাংলাদেশ দলে আগে থেকেই চারজন স্পিনার রয়েছেন। তারা হলেন সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও নাঈম হাসান। মমিনুল হকও দলের প্রয়োজনে কখনো স্পিনার হিসেবে নিজেকে ভালই প্রমান করেছেন।
ভারতের বিপক্ষে এখনও টেস্টে জয় পাওয়া হয়নি বাংলাদেশের। ১৩ টেস্ট খেলে হার ১১টিতেই। বৃষ্টির সৌজন্যে দুবার পেয়েছেন ড্রয়ের স্বাদ।
সবশেষ ২০১৯ সালে পূর্নাঙ্গ সিরিজ খেলতে ভারত সফরে গিয়েছিল বাংলাদেশ। ঐ সিরিজে তিন ম্যাচের টি-২০ সিরিজে ২-১ ও দুই ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে পরাজিত হয়েছিল সফরকারীরা। দুটি টেস্টই তিনদিনে জিতে নিয়েছিল ভারত।
পাকিস্তান সফরের মতোই ইতিহাস বদলানোর আশায় আগামী রোববার ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। আগামী বৃহস্পতিবার চেন্নাইয়ে শুরু সিরিজের প্রথম টেস্ট, পরেরটি কানপুরে ২৭ সেপ্টেম্বর থেকে।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দল পরে ঘোষণা করা হবে।
বাংলাদেশ টেস্ট দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মুমিনুল হক, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, জাকের আলি, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ।
বিশ্রামে: শরিফুল ইসলাম।
নতুন মুখ: জাকের আলি।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
'শাহরুখ খান ফরএভার' ক্রিসের এমন বার্তার কি জবাব দিলেন শাহরুখ?
ট্রাকের ধাক্কায় দূর্ঘটনায় শিকার শাবি শিক্ষকদের বাস !
'ট্রাম্প ২.০' বা হোয়াইট হাউজে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ বিশ্বকে কীভাবে প্রভাবিত করবে?
'শাহরুখ খান ফরএভার' ক্রিসের এমন বার্তার কি জবাব দিলেন শাহরুখ?
বন্ধুর বন্ধনের উদ্যোগে ছাগলনাইয়ায় শীতবস্ত্র বিতরণ
সিরাজদিখানে বাস চালক মোবাইলে কথা বলতে বলতে গাছের সঙ্গে সংঘর্ষ, আহত ৬
কুড়িগ্রামের উলিপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতভিটা পুড়ে ছাই
নাটোরে চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত
মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা ১১তম উলিপুরের তরঙ্গ
‘মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সিদ্ধান্ত রাষ্ট্রের, মন্ত্রণালয়ের নয়’
কুড়িগ্রামে ইউপি চেয়ারম্যান ও আ'লীগ নেত্রী গ্রেপ্তার
লালমোহনে পৌর কর মেলার উদ্বোধন
আরজি কর কাণ্ডে সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ড
নিউ বসুন্ধরা রিয়েল এস্টেটে রিসিভার নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচি
ভারতে অনুপ্রবেশ কালে বিজিবির হাতে আট বাংলাদেশি আটক
জাতীয় ঐক্যের লক্ষ্যে নির্বাচনী প্রস্তুতিতে এবি পার্টি: মজিবুর রহমান মঞ্জু
কিশোরগঞ্জ ২৫০ শয্যার সরকারি হাসপাতালে পানি সরবরাহ করলো “ফায়ার সার্ভিস”
ভোক্তার অভিযোগের জন্য ওয়েব পোর্টাল চালু
রামু বিএনপির প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যা, তিন পুলিশ সদস্য কারাগারে