বিধ্বংসী হেডে উড়ে গেল ইংল্যান্ড
১২ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০৩ পিএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০৩ পিএম
ব্যাট হাতে ঝড় তুললেন ট্রাভিস হেড। ইংল্যান্ড বোলারদের তুলোধুনা করে পাওয়ার প্লে-তেই তুলে নিলেন ফিফটি। তার বিধ্বংসী ইনিংসের পর অস্ট্রেলিয়া আশানুরূপ সংগ্রহ না পেলেও জয় পেতে বেগ পেতে হয়নি একটুও।
সাউথ্যাম্পটনে বুধবার হেড ও ম্যাথু শর্টের উদ্বোধনী জুটির টর্নেডোর পর খেই হারিয়ে অস্ট্রেলিয়া অলআউট হয় ১৭৯ রানে। পরে ইংল্যান্ডকে ১৫১ রানে গুটিয়ে ২৮ রানে জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০তে এগিয়ে যায় সফরকারীরা।
প্রথমে ব্যাট করা অস্ট্রেলিয়া ৫.৫ ওভারে কোনো উইকেট না হারিয়ে তোলে ৮৬ রান! বাকি ১৩.৪ ওভারে ৯৩ রান তুলতেই নেই ১০ উইকেট! ২০০ রানের সম্ভাবনা জাগিয়ে ১৮০ রানও করতে পারেনি তারা।
২৩ বলে ৫৯ রানের ইনিংসের পথে হেড ফিফটি করেন ১৯ বলে। এই বছর টি-টোয়েন্টি ক্রিকেটে এই নিয়ে সাতবার পাওয়ার প্লের ভেতরেই পঞ্চাশে পৌঁছে গেলেন বাঁহাতি এই ওপেনার। তার ইনিংসে চার ৮টি, ছক্কা চারটি। মানে ৫৬ রানই এসেছে বাউন্ডারি থেকে।
দ্বিতীয় সর্বোচ্চ ৪১ রান (২৬ বলে) করেন শর্ট। ২৭ বলে ৩৭ রান করেন জস ইংলিশ।
ইংল্যান্ড মোট সাতজন বোলার ব্যবহার করে। ৩ ওভারে ২২ রান দিয়ে ৩ উইকেট নেন অনিয়মিত বোলার লাইম লিভিংস্টোন। ৩.৩ ওভারে ৩১ রানে ২টি শিকার ধরেন জফ্রা আর্চার। ২১ রানে ২টি নেন সাকিব মাহমুদ।
রান তাড়ায় ইংল্যান্ড সেভাবে চ্যালেঞ্জ জানাতে পারেনি। চোট পাওয়া অধিনায়ক জস বাটলারকে ছাড়া ও তিন অভিষিক্ত নিয়ে খেলতে নামা দলটি গুটিয়ে গেছে ৪ বল বাকি থাকতে।
বল হাতে আলো ছড়ানো লিভিংস্টোন ব্যাট হাতেও ছিলেন দলের সফলতম। খেলেন ২৭ বলে ৩৭ রানের ইনিংস। বিশোর্ধা ইনিংস আর একটি, ফিল সল্টের ১২ বলে ২০।
অভিষিক্ত জ্যাকোব বেথেল ৩ ওভারে দেন ২৮ রান। পরে ব্যাট হাতে ৬ বলে ২ রান করে অ্যাডাম জাম্পার বলে বোল্ড হয়ে যান। আরেক অভিষিক্ত জেমি ওভারটনকেও (৯ বলে ১৫) বোল্ড করে দেন জ্যাম্পা। অভিষেক হওয়া আরেক ব্যাটার জর্ডান কক্স করেন ১২ বলে ১৭ রান।
অস্ট্রেলিয়ার ছয় বোলারই পেয়েছেন উইকেটের দেখা। ৩.২ ওভারে ২৮ রানে ৩টি নেন শেন অ্যাবোট। ২টি করে শিকার ধরেন জস হেইজেলউড ও অ্যাডাম জাম্পা।
জয়ের মধ্যে অস্ট্রেলিয়ার একটু অস্বস্তি, সাইড স্ট্রেইন নিয়ে বোলিং শেষ করতে পারেননি পেসার জেভিয়ার বার্টলেট। তার 'কাভার' হিসেবে ওয়ানডে সিরিজের জন্য দলে ডাক পেয়েছেন বাঁহাতি পেসার বেন ডোয়ার্শিস।
সিরিজের দ্বিতীয় ম্যাচ কার্ডিফে শুক্রবার।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া: ১৯.৩ ওভারে ১৭৯ (শর্ট ৪১, হেড ৫৯, মার্শ ২, ইংলিস ৩৭, স্টয়নিস ১০, ডেভিড ০, গ্রিন ১৩, অ্যাবট ৪, বার্টলেট ০, জ্যাম্পা ৫, হেইজেলউড ২*; আর্চার ৩.৩-০-৩১-২, টপলি ১-০-১৫-০, সাকিব ৩-০-২১-২, কারান ২-০-৩৫-১, রাশিদ ৪-০-২৩-১, বেথেল ৩-০-২৮-০, লিভিংস্টোন ৩-০-২২-৩)।
ইংল্যান্ড: ১৯.২ ওভারে ১৫১ (সল্ট ২০, জ্যাকস ৬, কক্স ১৭, লিভিংস্টোন ৩৭, বেথেল ২, কারান ১৮, ওভারটন ১৫, আর্চার ৪, রাশিদ ৭, সাকিব ১২, টপলি ১*; বার্টলেট ৩.৪-০-২৬-১, হেইজেলউড ৪-০-৩২-২, অ্যাবট ৩.২-০-২৮-৩, গ্রিন ১.২-০-১৪-১, জ্যাম্পা ৪-০-২০-২, স্টয়নিস ৩-০-৩০-১)।
ফল: অস্টেলিয়া ২৮ রানে জয়ী
সিরিজ: তিন ম্যাচ সিরিজে অস্ট্রেলিয়া ১-০তে এগিয়ে।
ম্যান অব দা ম্যাচ: ট্রাভিস হেড।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
দিল্লি ফ্যাসিবাদের কেন্দ্রীয় কার্যালয়ে পরিণত হয়েছে : রিজভী
গম সহ কৃষি পণ্যে উৎপাদন ও গুনগত মান ব্যহতের আশংকা
'শাহরুখ খান ফরএভার' ক্রিসের এমন বার্তার কি জবাব দিলেন শাহরুখ?
ট্রাকের ধাক্কায় দূর্ঘটনায় শিকার শাবি শিক্ষকদের বাস !
'ট্রাম্প ২.০' বা হোয়াইট হাউজে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ বিশ্বকে কীভাবে প্রভাবিত করবে?
'শাহরুখ খান ফরএভার' ক্রিসের এমন বার্তার কি জবাব দিলেন শাহরুখ?
বন্ধুর বন্ধনের উদ্যোগে ছাগলনাইয়ায় শীতবস্ত্র বিতরণ
সিরাজদিখানে বাস চালক মোবাইলে কথা বলতে বলতে গাছের সঙ্গে সংঘর্ষ, আহত ৬
কুড়িগ্রামের উলিপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতভিটা পুড়ে ছাই
নাটোরে চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত
মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা ১১তম উলিপুরের তরঙ্গ
‘মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সিদ্ধান্ত রাষ্ট্রের, মন্ত্রণালয়ের নয়’
কুড়িগ্রামে ইউপি চেয়ারম্যান ও আ'লীগ নেত্রী গ্রেপ্তার
লালমোহনে পৌর কর মেলার উদ্বোধন
আরজি কর কাণ্ডে সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ড
নিউ বসুন্ধরা রিয়েল এস্টেটে রিসিভার নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচি
ভারতে অনুপ্রবেশ কালে বিজিবির হাতে আট বাংলাদেশি আটক
জাতীয় ঐক্যের লক্ষ্যে নির্বাচনী প্রস্তুতিতে এবি পার্টি: মজিবুর রহমান মঞ্জু
কিশোরগঞ্জ ২৫০ শয্যার সরকারি হাসপাতালে পানি সরবরাহ করলো “ফায়ার সার্ভিস”
ভোক্তার অভিযোগের জন্য ওয়েব পোর্টাল চালু